Ajker Patrika

জার্সি খুলে নারী ফুটবলারদের যত গোল উদ্‌যাপন

আপডেট : ০১ আগস্ট ২০২২, ২০: ০৬
জার্সি খুলে নারী ফুটবলারদের যত গোল উদ্‌যাপন

ক্লোয়ি কেলি ম্যানচেস্টার সিটির। সিটিতে খেলেন বলেই হয়তো জার্সি ওড়ানোর ধরনটাও ছিল অনেকটা সার্জিও আগুয়েরোর মতো। ২০১২ সালের ইতিহাদে সিটিকে প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার জেতানো গোলের পরা জার্সি খুলে উল্লাসে মেতেছিলেন আগুয়েরো। আর কাল প্রথমবারের মতো ইংল্যান্ডকে ইউরো সেরা বানিয়ে ওয়েম্বলিতে ইতিহাদে আগুয়েরোর জার্সি খুলে উদ্‌যাপনের মুহূর্তটাই যে মনে করালেন ক্লোয়ি। 

ম্যাচের অতিরিক্ত সময়ের ১০ মিনিট বাকি তাকতে ইংল্যান্ডকে আনন্দে ভাসান ক্লোয়ি। তবে তাঁর গোলের চেয়ে গোলের পর জার্সি খুলে উদ্‌যাপনের মুহূর্তটুকু নিয়েই আলোচনা হচ্ছে বেশি। ফুটবল ইতিহাসে জার্সি খোলার অমর ছবিগুলোর অ্যালবামে জায়গা করে নিয়েছেন ক্লোয়িও। কেউ কেউ অবশ্য এই তাঁর জার্সির খোলার দৃশ্যকে নারী ফুটবলের সবচেয়ে আইকনিক মুহূর্তের মর্যাদাও দিচ্ছে। 

১৯৯৯ বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে গোল করে যুক্তরাষ্ট্রকে শিরোপা জেতান ব্রান্ডি চাস্টেইনছেলেদের ফুটবলে গোলের পর জার্সি খুলে উদ্‌যাপন হরহামেশায় দেখা যায়। কিন্তু নারীদের ফুটবলে এমন দৃশ্য খুব কম দেখা যায়। সবশেষে গত বছর মিলান ডার্বিতে এমনটা দেখা গিয়েছিল। ইন্টারমিলান ৪-০ গোলে বিধ্বস্ত করে দেওয়া ম্যাচে এসি মিলান অধিনায়ক ভ্যালেন্টিনা জিয়াসিন্থি গোলের পর জার্সি খুলে উদ্‌যাপন করেছিলেন। 

এর আগে ১৯৯৯ সালে নারীদের বিশ্বকাপ ফাইনালে জার্সি খুলে উল্লাসে মেতেছিলেন আমেরিকান ফুটবলার ব্রান্ডি চাস্টেইন। ও একই বছর নারীদের সুপার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচেও গোলের পর জার্সি খোলার দৃশ্য দেখা গিয়েছিল। চেলসির স্যাম কেরি অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের অতিরিক্ত সময়ে গোলের পর জার্সি খুলে বাঁধভাঙা উল্লাসে মেতেছিলেন। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় যেটির মিল আছে গতকাল ইউরোর শিরোপা নির্ধারণী ম্যাচের সঙ্গে। জার্মানির বিপক্ষে ক্লোয়িও গোলে পেয়েছিলেন অতিরিক্ত সময়েই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত