আজ রাতে স্পেন-ইংল্যান্ড ফাইনাল ম্যাচের মহারণের মধ্য দিয়ে পর্দা নামবে ইউরো চ্যাম্পিয়নশিপের। টুর্নামেন্ট শেষে স্বাভাবিকভাবেই ফুটবলারদের পারফরম্যান্সে কাটাছেঁড়া হবে। যাঁরা ইউরো রাঙিয়েছেন কিংবা প্রত্যাশা মতো খেলতে পারেননি, সবকিছুই এখন স্পষ্ট।
২০২৪ ইউরোর সেরা খেলোয়াড়দের একাদশে সঙ্গে বাজে পারফরমারদের একাদশও তৈরি করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’। এই অপ্রত্যাশিত একাদশে পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকেও রেখেছে তারা।
ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা রোনালদোর এবারের টুর্নামেন্ট ভালো কাটেনি। কোনো গোলের দেখা না পাওয়া পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার আলোচনায় ছিলেন গোল মিসের জন্য। স্লোভেনিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি মিস করার পর তো জনপ্রিয় ইংলিশ গণমাধ্যম বিবিসির একটি ক্যাপশনে লিখেছিল ‘মিস্টিয়ানো পেনালদো’!
পর্তুগালের সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন রোনালদো। তবে ব্যবধান গড়ে দেওয়ার মতো কিছুই করতে পারেননি ৩৯ বছর বয়সী এই ফুটবলার। দলের কোচ অবশ্য রবার্তো মার্তিনেজ তরুণ ফরোয়ার্ড গঞ্জালো রামোসকে বসিয়ে রোনালদোর ওপরই ভরসা রাখেন। কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি সিআর-সেভেন। উল্টো গোল মিসের মিছিলে যোগ দেন তিনি।
২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের মার্কার ফ্লপ একাদশ: ডোমিনিক লিভাকোভিচ (ক্রোয়েশিয়া), জিওভান্নি ডি লরেনসো (ইতালি), জিয়ানলুকা মানচিনি (ইতালি), আন্দ্রেস ক্রিস্টেনসন (ডেনমার্ক), আলেকজান্ডার জিনচেঙ্কো (ইউক্রেন), জন ম্যাকগিন (স্কটল্যান্ড), সেরগেজ মিলিনকোভিচ-সাভিচ (সার্বিয়া), ডোমিনিক সোবোসজলাই (হাঙ্গেরি), দুসান ভ্লাহোভিচ (সার্বিয়া), রোমেলু লুকাকু (বেলজিয়াম), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)।
আজ রাতে স্পেন-ইংল্যান্ড ফাইনাল ম্যাচের মহারণের মধ্য দিয়ে পর্দা নামবে ইউরো চ্যাম্পিয়নশিপের। টুর্নামেন্ট শেষে স্বাভাবিকভাবেই ফুটবলারদের পারফরম্যান্সে কাটাছেঁড়া হবে। যাঁরা ইউরো রাঙিয়েছেন কিংবা প্রত্যাশা মতো খেলতে পারেননি, সবকিছুই এখন স্পষ্ট।
২০২৪ ইউরোর সেরা খেলোয়াড়দের একাদশে সঙ্গে বাজে পারফরমারদের একাদশও তৈরি করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’। এই অপ্রত্যাশিত একাদশে পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকেও রেখেছে তারা।
ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা রোনালদোর এবারের টুর্নামেন্ট ভালো কাটেনি। কোনো গোলের দেখা না পাওয়া পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার আলোচনায় ছিলেন গোল মিসের জন্য। স্লোভেনিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি মিস করার পর তো জনপ্রিয় ইংলিশ গণমাধ্যম বিবিসির একটি ক্যাপশনে লিখেছিল ‘মিস্টিয়ানো পেনালদো’!
পর্তুগালের সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন রোনালদো। তবে ব্যবধান গড়ে দেওয়ার মতো কিছুই করতে পারেননি ৩৯ বছর বয়সী এই ফুটবলার। দলের কোচ অবশ্য রবার্তো মার্তিনেজ তরুণ ফরোয়ার্ড গঞ্জালো রামোসকে বসিয়ে রোনালদোর ওপরই ভরসা রাখেন। কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি সিআর-সেভেন। উল্টো গোল মিসের মিছিলে যোগ দেন তিনি।
২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের মার্কার ফ্লপ একাদশ: ডোমিনিক লিভাকোভিচ (ক্রোয়েশিয়া), জিওভান্নি ডি লরেনসো (ইতালি), জিয়ানলুকা মানচিনি (ইতালি), আন্দ্রেস ক্রিস্টেনসন (ডেনমার্ক), আলেকজান্ডার জিনচেঙ্কো (ইউক্রেন), জন ম্যাকগিন (স্কটল্যান্ড), সেরগেজ মিলিনকোভিচ-সাভিচ (সার্বিয়া), ডোমিনিক সোবোসজলাই (হাঙ্গেরি), দুসান ভ্লাহোভিচ (সার্বিয়া), রোমেলু লুকাকু (বেলজিয়াম), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)।
৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
১১ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-নেইমারদের নতুন কোচ কে? এই প্রশ্নে শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নাম ঘোষণা করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
১১ ঘণ্টা আগেপাসপোর্ট হাতে পাওয়ার মাত্র একদিনের ভেতরই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন সমিত সোম। তাই বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়ার
১১ ঘণ্টা আগেকানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়
১২ ঘণ্টা আগে