পার্ক দে প্রিন্সেসে গতকাল ভুলে যাওয়ার মতো দিনই কাটিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লরিয়েন্তের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে পিএসজি তো উড়ে গেছেই, একই সঙ্গে জোড়া হলুদ কার্ডে মাঠ ছাড়তে হয় আশরাফ হাকিমিকে। ক্রিস্তফ গালতিয়েরের কাছে মরক্কোর এই ডিফেন্ডার নির্বোধ।
গতকাল দুটি হলুদ কার্ডের দুটিই প্রথমার্ধে দেখেছেন হাকিমি। ম্যাচের ৫ মিনিটে দেখেন প্রথমটা। লরিয়েন্তের রোমান ফেইভারকে ট্যাকল করেন হাকিমি। মরক্কোর ডিফেন্ডার বলের ধারেকাছেও ছিলেন না। ২০ মিনিটে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। ডার্লিন ইয়োঙ্গাকে বাজেভাবে চ্যালেঞ্জ করেন হাকিমি। বল নেওয়ার আগেই ইয়োঙ্গার গোড়ালিতে পাড়া দেন তিনি। ম্যাচ শেষে হতাশ গালতিয়ের বলেন, ‘আমাদের মৌসুমের দ্বিতীয় অংশ খুবই গড়পড়তার। অনেক খেলোয়াড়কে মনে হয়েছে অমনোযোগী। হাকিমির দ্বিতীয় হলুদ কার্ড পাওয়া সত্যিই নির্বুদ্ধিতার।’
লরিয়েন্তের কাছে ৩-১ গোলে হেরেছে পিএসজি। এনজো লি ফির গোলে ১৫ মিনিটে এগিয়ে যায় লরিয়েন্তে। ২৯ মিনিটে প্যারিসিয়ানদের সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। এরপর ৩৯ ও ৮৮ মিনিটে এগিয়ে যাওয়া লরিয়েন্তের বাকি গোল ২টি করেন ইয়োঙ্গা। ৩-১ গোলে হেরেও শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। ৩৩ ম্যাচে ২৪ জয়, ৩ ড্র ও ৬ পরাজয়ে প্যারিসিয়ানদের পয়েন্ট এখন ৭৫। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ৭০।
পার্ক দে প্রিন্সেসে গতকাল ভুলে যাওয়ার মতো দিনই কাটিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লরিয়েন্তের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে পিএসজি তো উড়ে গেছেই, একই সঙ্গে জোড়া হলুদ কার্ডে মাঠ ছাড়তে হয় আশরাফ হাকিমিকে। ক্রিস্তফ গালতিয়েরের কাছে মরক্কোর এই ডিফেন্ডার নির্বোধ।
গতকাল দুটি হলুদ কার্ডের দুটিই প্রথমার্ধে দেখেছেন হাকিমি। ম্যাচের ৫ মিনিটে দেখেন প্রথমটা। লরিয়েন্তের রোমান ফেইভারকে ট্যাকল করেন হাকিমি। মরক্কোর ডিফেন্ডার বলের ধারেকাছেও ছিলেন না। ২০ মিনিটে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। ডার্লিন ইয়োঙ্গাকে বাজেভাবে চ্যালেঞ্জ করেন হাকিমি। বল নেওয়ার আগেই ইয়োঙ্গার গোড়ালিতে পাড়া দেন তিনি। ম্যাচ শেষে হতাশ গালতিয়ের বলেন, ‘আমাদের মৌসুমের দ্বিতীয় অংশ খুবই গড়পড়তার। অনেক খেলোয়াড়কে মনে হয়েছে অমনোযোগী। হাকিমির দ্বিতীয় হলুদ কার্ড পাওয়া সত্যিই নির্বুদ্ধিতার।’
লরিয়েন্তের কাছে ৩-১ গোলে হেরেছে পিএসজি। এনজো লি ফির গোলে ১৫ মিনিটে এগিয়ে যায় লরিয়েন্তে। ২৯ মিনিটে প্যারিসিয়ানদের সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। এরপর ৩৯ ও ৮৮ মিনিটে এগিয়ে যাওয়া লরিয়েন্তের বাকি গোল ২টি করেন ইয়োঙ্গা। ৩-১ গোলে হেরেও শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। ৩৩ ম্যাচে ২৪ জয়, ৩ ড্র ও ৬ পরাজয়ে প্যারিসিয়ানদের পয়েন্ট এখন ৭৫। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ৭০।
নিগার সুলতানা জ্যোতির বলটা যখন বাতাসে ভেসে ছিল, মনে হচ্ছিল সেটা ছক্কা হয়ে যাবে। কিন্তু না। লংঅফে নিলাক্ষী সিলভা ক্যাচ ধরতেই শেষ বাংলাদেশের সেমিফাইনালে টিকে থাকার স্বপ্ন। জ্যোতির লড়াকু ৭৭ রানের ইনিংসের পরও বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে ৭ রানে।
২ মিনিট আগেহারারেতে প্রথম দিনটা আফগানিস্তানের কাছে ভুলে যাওয়ার মতোই। ব্যাটিং, বোলিংয়ে জিম্বাবুয়ের ওপর বিন্দুমাত্র চাপ প্রয়োগ করতে পারেনি আফগানরা। ম্যাচের প্রথম দিন থেকেই চোখে সর্ষেফুল দেখছে আফগানিস্তান।
৪০ মিনিট আগেএকটু অন্যরকম ঘটনা ঘটলেই হলো। সুনীল গাভাস্কার চুপ করে বসে থাকার পাত্র নন। কোনো কিছুর তোয়াক্কা না করে চাঁচাছোলা মন্তব্য করে বসেন ভারতীয় এই কিংবদন্তি। পার্থে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে শেষেও ক্রিকেটের এক পদ্ধতিগত ব্যাপার নিয়েই প্রশ্ন তুলেছেন গাভাস্কার।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ফুটবল লিগে শুরুতে হোঁচট খেয়েছিল বসুন্ধরা কিংস। পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ড্র করে ২-২ ব্যবধানে। দ্বিতীয় রাউন্ডে এসে ঘুরে দাঁড়িয়েছে তারা। ফর্টিস এফসিকে ঘরের মাঠে হারিয়েছে ২-১ ব্যবধানে। এই ম্যাচ দিয়ে ঘরোয়া ফুটবলে অভিষেক হয়েছে কিউবা মিচেলের।
২ ঘণ্টা আগে