পার্ক দে প্রিন্সেসে গতকাল ভুলে যাওয়ার মতো দিনই কাটিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লরিয়েন্তের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে পিএসজি তো উড়ে গেছেই, একই সঙ্গে জোড়া হলুদ কার্ডে মাঠ ছাড়তে হয় আশরাফ হাকিমিকে। ক্রিস্তফ গালতিয়েরের কাছে মরক্কোর এই ডিফেন্ডার নির্বোধ।
গতকাল দুটি হলুদ কার্ডের দুটিই প্রথমার্ধে দেখেছেন হাকিমি। ম্যাচের ৫ মিনিটে দেখেন প্রথমটা। লরিয়েন্তের রোমান ফেইভারকে ট্যাকল করেন হাকিমি। মরক্কোর ডিফেন্ডার বলের ধারেকাছেও ছিলেন না। ২০ মিনিটে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। ডার্লিন ইয়োঙ্গাকে বাজেভাবে চ্যালেঞ্জ করেন হাকিমি। বল নেওয়ার আগেই ইয়োঙ্গার গোড়ালিতে পাড়া দেন তিনি। ম্যাচ শেষে হতাশ গালতিয়ের বলেন, ‘আমাদের মৌসুমের দ্বিতীয় অংশ খুবই গড়পড়তার। অনেক খেলোয়াড়কে মনে হয়েছে অমনোযোগী। হাকিমির দ্বিতীয় হলুদ কার্ড পাওয়া সত্যিই নির্বুদ্ধিতার।’
লরিয়েন্তের কাছে ৩-১ গোলে হেরেছে পিএসজি। এনজো লি ফির গোলে ১৫ মিনিটে এগিয়ে যায় লরিয়েন্তে। ২৯ মিনিটে প্যারিসিয়ানদের সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। এরপর ৩৯ ও ৮৮ মিনিটে এগিয়ে যাওয়া লরিয়েন্তের বাকি গোল ২টি করেন ইয়োঙ্গা। ৩-১ গোলে হেরেও শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। ৩৩ ম্যাচে ২৪ জয়, ৩ ড্র ও ৬ পরাজয়ে প্যারিসিয়ানদের পয়েন্ট এখন ৭৫। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ৭০।
পার্ক দে প্রিন্সেসে গতকাল ভুলে যাওয়ার মতো দিনই কাটিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লরিয়েন্তের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে পিএসজি তো উড়ে গেছেই, একই সঙ্গে জোড়া হলুদ কার্ডে মাঠ ছাড়তে হয় আশরাফ হাকিমিকে। ক্রিস্তফ গালতিয়েরের কাছে মরক্কোর এই ডিফেন্ডার নির্বোধ।
গতকাল দুটি হলুদ কার্ডের দুটিই প্রথমার্ধে দেখেছেন হাকিমি। ম্যাচের ৫ মিনিটে দেখেন প্রথমটা। লরিয়েন্তের রোমান ফেইভারকে ট্যাকল করেন হাকিমি। মরক্কোর ডিফেন্ডার বলের ধারেকাছেও ছিলেন না। ২০ মিনিটে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। ডার্লিন ইয়োঙ্গাকে বাজেভাবে চ্যালেঞ্জ করেন হাকিমি। বল নেওয়ার আগেই ইয়োঙ্গার গোড়ালিতে পাড়া দেন তিনি। ম্যাচ শেষে হতাশ গালতিয়ের বলেন, ‘আমাদের মৌসুমের দ্বিতীয় অংশ খুবই গড়পড়তার। অনেক খেলোয়াড়কে মনে হয়েছে অমনোযোগী। হাকিমির দ্বিতীয় হলুদ কার্ড পাওয়া সত্যিই নির্বুদ্ধিতার।’
লরিয়েন্তের কাছে ৩-১ গোলে হেরেছে পিএসজি। এনজো লি ফির গোলে ১৫ মিনিটে এগিয়ে যায় লরিয়েন্তে। ২৯ মিনিটে প্যারিসিয়ানদের সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। এরপর ৩৯ ও ৮৮ মিনিটে এগিয়ে যাওয়া লরিয়েন্তের বাকি গোল ২টি করেন ইয়োঙ্গা। ৩-১ গোলে হেরেও শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। ৩৩ ম্যাচে ২৪ জয়, ৩ ড্র ও ৬ পরাজয়ে প্যারিসিয়ানদের পয়েন্ট এখন ৭৫। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ৭০।
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
৭ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
৮ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
৯ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
১০ ঘণ্টা আগে