ক্রীড়া ডেস্ক
মুগ্ধতা ছড়িয়েই চলেছেন লিওনেল মেসি। বয়স ৩৮ পেরোলেও গোলের পর গোল করে চলেছেন। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব জায়গায় তিনি আছেন দারুণ ছন্দে। মাঝেমধ্যে এমন গোল করেন আর্জেন্টাইন ফুটবলার, যা দেখে ভক্ত-সমর্থক, কোচরা রীতিমতো অবাক হয়ে যান।
সাপুতো স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত হয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামি-মন্ট্রিয়ল ম্যাচ। এই ম্যাচে মন্ট্রিয়লকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি। যার মধ্যে মেসি ৪০ ও ৬২ মিনিটে করেছেন জোড়া গোল। যেখানে আর্জেন্টাইন কিংবদন্তির দ্বিতীয় গোলটি নিয়ে চলছে আলোচনা।
হালকা গতি কমিয়ে মন্ট্রিয়লের দুই ফুটবলারকে বোকা বানিয়ে বক্সে ঢুকে পড়েন মেসি। বক্সে তাঁকে আটকাতে আশপাশে পাঁচ ফুটবলার ছিলেন। মেসি তখন সোজা না গিয়ে বাঁ দিকে হালকা বাঁক নিয়ে ঢুকে পড়েন মন্ট্রিয়লের রক্ষণদুর্গে। তারপর মন্ট্রিয়ল গোলরক্ষক জোনাথন সিরোইসকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন মেসি।
The greatest of all time 🐐 pic.twitter.com/gr4vRt7QHX
— Inter Miami CF (@InterMiamiCF) July 6, 2025
ম্যাচ শেষে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো। মেসির মতো খেলোয়াড় থাকলে দল অনেকটা এগিয়ে থাকে বলে মনে করেন মাশচেরানো। আর্জেন্টাইন কোচ বলেন, ‘লিও খেলতে পারলে সবচেয়ে খুশি হয়। ফিট থাকলে সে তো খেলবেই। স্পষ্ট করে বললে সে যখন খেলে তখন আমাদের একটা বাড়তি সুবিধা থাকে। সেই সুবিধাটা আমরা কাজে লাগাতে চাই।’
পিএসজির কাছে ৪-০ গোলে হেরে ২৯ জুন ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে গিয়েছিল ইন্টার মায়ামি। এক সপ্তাহ পর আজ মায়ামি প্রতিযোগিতামূলক ফুটবলে খেলতে নেমে উড়ন্ত জয় পেয়েছে। মেসির জোড়া গোলের পাশাপাশি তাঁর দুই সতীর্থ তাদিও আলেন্দে ও তেলেসকো সেগোভিয়া একটি করে গোল করেছেন। মন্ট্রিয়লের একমাত্র গোল ২ মিনিটে করেছেন প্রিন্স ওউসু। এই গোল হজমের পর মায়ামি যেভাবে ৪-১ গোলে জিতেছে, তাতে মাশচেরানো উচ্ছ্বসিত। মায়ামি কোচ বলেন, ‘সাধারণত আমরা ভালো খেলেছি। ক্লাব বিশ্বকাপের পর লিগে খেলা সহজ নয়। তবে খেলোয়াড়েরা পরিস্থিতি দারুণভাবে সামলেছে। রাতটা দারুণ ছিল। আমরা তিন পয়েন্ট পেয়েছি। এটা এমএলএসে আমাদের ভালো করতে অনুপ্রাণিত করছে।’
১৭ ম্যাচে ৯ জয়, ৫ ড্র ও ৩ হারে ইন্টার মায়ামির পয়েন্ট এখন ৩২। দলটি এখন ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ৬ নম্বরে রয়েছে। ৪২ পয়েন্ট নিয়ে সবার ওপরে সিনসিনাটি। দুই ও তিনে থাকা ন্যাশভিল ও ফিলাডেলফিয়ার পয়েন্ট ৪১ ও ৪০। পয়েন্ট তালিকার প্রথম তিনের প্রত্যেকেই ২১টি করে ম্যাচ খেলেছে।
মুগ্ধতা ছড়িয়েই চলেছেন লিওনেল মেসি। বয়স ৩৮ পেরোলেও গোলের পর গোল করে চলেছেন। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব জায়গায় তিনি আছেন দারুণ ছন্দে। মাঝেমধ্যে এমন গোল করেন আর্জেন্টাইন ফুটবলার, যা দেখে ভক্ত-সমর্থক, কোচরা রীতিমতো অবাক হয়ে যান।
সাপুতো স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত হয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামি-মন্ট্রিয়ল ম্যাচ। এই ম্যাচে মন্ট্রিয়লকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি। যার মধ্যে মেসি ৪০ ও ৬২ মিনিটে করেছেন জোড়া গোল। যেখানে আর্জেন্টাইন কিংবদন্তির দ্বিতীয় গোলটি নিয়ে চলছে আলোচনা।
হালকা গতি কমিয়ে মন্ট্রিয়লের দুই ফুটবলারকে বোকা বানিয়ে বক্সে ঢুকে পড়েন মেসি। বক্সে তাঁকে আটকাতে আশপাশে পাঁচ ফুটবলার ছিলেন। মেসি তখন সোজা না গিয়ে বাঁ দিকে হালকা বাঁক নিয়ে ঢুকে পড়েন মন্ট্রিয়লের রক্ষণদুর্গে। তারপর মন্ট্রিয়ল গোলরক্ষক জোনাথন সিরোইসকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন মেসি।
The greatest of all time 🐐 pic.twitter.com/gr4vRt7QHX
— Inter Miami CF (@InterMiamiCF) July 6, 2025
ম্যাচ শেষে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো। মেসির মতো খেলোয়াড় থাকলে দল অনেকটা এগিয়ে থাকে বলে মনে করেন মাশচেরানো। আর্জেন্টাইন কোচ বলেন, ‘লিও খেলতে পারলে সবচেয়ে খুশি হয়। ফিট থাকলে সে তো খেলবেই। স্পষ্ট করে বললে সে যখন খেলে তখন আমাদের একটা বাড়তি সুবিধা থাকে। সেই সুবিধাটা আমরা কাজে লাগাতে চাই।’
পিএসজির কাছে ৪-০ গোলে হেরে ২৯ জুন ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে গিয়েছিল ইন্টার মায়ামি। এক সপ্তাহ পর আজ মায়ামি প্রতিযোগিতামূলক ফুটবলে খেলতে নেমে উড়ন্ত জয় পেয়েছে। মেসির জোড়া গোলের পাশাপাশি তাঁর দুই সতীর্থ তাদিও আলেন্দে ও তেলেসকো সেগোভিয়া একটি করে গোল করেছেন। মন্ট্রিয়লের একমাত্র গোল ২ মিনিটে করেছেন প্রিন্স ওউসু। এই গোল হজমের পর মায়ামি যেভাবে ৪-১ গোলে জিতেছে, তাতে মাশচেরানো উচ্ছ্বসিত। মায়ামি কোচ বলেন, ‘সাধারণত আমরা ভালো খেলেছি। ক্লাব বিশ্বকাপের পর লিগে খেলা সহজ নয়। তবে খেলোয়াড়েরা পরিস্থিতি দারুণভাবে সামলেছে। রাতটা দারুণ ছিল। আমরা তিন পয়েন্ট পেয়েছি। এটা এমএলএসে আমাদের ভালো করতে অনুপ্রাণিত করছে।’
১৭ ম্যাচে ৯ জয়, ৫ ড্র ও ৩ হারে ইন্টার মায়ামির পয়েন্ট এখন ৩২। দলটি এখন ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ৬ নম্বরে রয়েছে। ৪২ পয়েন্ট নিয়ে সবার ওপরে সিনসিনাটি। দুই ও তিনে থাকা ন্যাশভিল ও ফিলাডেলফিয়ার পয়েন্ট ৪১ ও ৪০। পয়েন্ট তালিকার প্রথম তিনের প্রত্যেকেই ২১টি করে ম্যাচ খেলেছে।
২০২৬ এশিয়ান কাপে বাংলাদেশ নারী দলের খেলা নিয়ে আশাবাদী খুব কমই ছিলেন। কারণ, আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমাদের প্রতিপক্ষ ছিল বাহরাইন-মিয়ানমারের মতো প্রতিপক্ষ। তারা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক ওপরে। সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত এশিয়ান কাপের মূল পর্বের টিকিট কাটল বাংলাদেশ।
৩৫ মিনিট আগেমেলবোর্ন থেকে এজবাস্টন—ভারতের ম্যাচ মানেই যেন ‘লাইমলাইটে’ চলে আসবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। কখনো টিভি আম্পায়ার, কখনোবা মাঠের আম্পায়ার হিসেবে তাঁর সিদ্ধান্ত নিয়ে কথাবার্তা হবেই। এবার সৈকতের আম্পায়ারিং নজর কেড়েছে ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের।
১ ঘণ্টা আগেজিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হতো নতুন রেকর্ড। গ্রেনাডার সেন্ট জর্জেস পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে উইন্ডিজ তা করতে পারে কিনা, সেটাই ছিল দেখার অপেক্ষা। কিন্তু অস্ট্রেলিয়ার বোলিং তোপে মুখ থুবড়ে পড়ল ক্যারিবীয়রা।
২ ঘণ্টা আগেমঞ্চের বাইরে তখন অপেক্ষারত অবস্থায় দাঁড়িয়ে ফুটবলাররা। জায়ান্ট স্ক্রিনে চলছিল নারী এশিয়ান কাপ বাছাইয়ের পারফরম্যান্সের কিছু ঝলক। মনিকা চাকমা, আফঈদা খন্দকার, মারিয়া মান্দারা খানিকটা ঘাড় বেঁকিয়ে দেখছিলেন তা, আর কানে ভেসে আসছিল ভক্ত সমর্থকদের চিৎকার।
৩ ঘণ্টা আগে