Ajker Patrika

ফাইনালে উঠে জর্ডানকে হুংকার কাতারের

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৪৬
ফাইনালে উঠে জর্ডানকে হুংকার কাতারের

শিরোপা ধরে রাখার দুর্দান্ত সুযোগ পাচ্ছে কাতার। গতকাল টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে সর্বশেষ এএফসি এশিয়ান কাপের চ্যাম্পিয়নরা। তিনবারের চ্যাম্পিয়ন ইরানকে রোমাঞ্চকর সেমিফাইনালে ৩–২ গোলে হারিয়েছে তারা। 

ঘরের মাঠ আল থুমামা স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে কাতার। ম্যাচের চার মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকেরা। ইরানকে লিড এনে দেন সরদার আজমুন। গোল শোধ দিতে অবশ্য খুব বেশি সময় নেয়নি কাতার। ১৭ মিনিটে জাসেম গাবেরের গোলে সমতায় ফেরার পর বিরতির আগে এগিয়েও যায় কাতার। ৪২ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেওয়া গোলটি করেন আকরাম আফিফ। 

বিরতির পরেই অবশ্য সমতায় ফেরে ইরান। পেনাল্টি থেকে ৫১ মিনিটে গোল করে সমতায় ফেরালেও দলের হার এড়াতে পারেননি আলীরেজা জাহানবখশের। ৮২ মিনিটে আলমুজ আলির গোলে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে উঠে কাতার। ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ জর্ডান। 

আগামী শনিবার লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে কাতার-জর্ডান। শিরোপা নিষ্পত্তির ম্যাচেই নিজেদের সেরা খেলাটা খেলবেন বলে জানিয়েছেন আফিফ। ফাইনালে উঠে প্রতিপক্ষ জর্ডানকে যেন হুমকিই দিলেন দলের জয়ের দ্বিতীয় গোলদাতা আফিফ। তিনি বলেছেন, ‘জয়টা (সেমিফাইনালে) সহজ ছিল না। এমন জয়ে সমর্থক এবং নিজেদের নিয়ে আমরা গর্বিত। তাদের (সমর্থকদের) রাতের জয়টা প্রাপ্য ছিল। আশা করি, (ফাইনালে) আমাদের সেরা খেলাটা দেখাতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত