কী কারণে ধস নামল জার্মানির ফুটবলে-টানা দুই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর এই একটাই প্রশ্ন জার্মান সমর্থকদের মুখে মুখে। ২০১৪ বিশ্বকাপ জেতা দলটা রাশিয়ার পর কাতার থেকেও ফিরেছে ব্যর্থতার ঝুলি মাথায় নিয়ে। এমন বিপর্যয়ের কারণ কী, খুঁজতে গিয়ে কোচ হান্সি ফ্লিকের মুখ থেকে বিব্রতকর এক ঘটনাই শুনেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।
কাতারে দলের বিপর্যয় ঘটলেও চাকরি বাঁচিয়েছেন কোচ হান্সি ফ্লিক। ঘরের মাঠে ২০২৪ ইউরো পর্যন্ত মেয়াদ বাড়িয়েছেন সাবেক বায়ার্ন কোচ। দেশে ফেরার পর কোচের সঙ্গে দুই ঘণ্টা জরুরি বৈঠক সারেন ডিএফবি প্রেসিডেন্ট বেন্ড নয়েনর্ডফ ও ভাইস-প্রেসিডেন্ট হান্স-হোয়াকিম ভাটস। দলের বিপর্যয়ের দায়টা খেলোয়াড়দের প্রেমিকা-স্ত্রীদের ওপর চাপিয়ে দিয়েছেন ফ্লিক।
জার্মান পত্রিকা বিল্ডের প্রতিবেদন, স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর টিম হোটেলে স্ত্রী-প্রেমিকাদের দাওয়াত দিয়েছিলেন জার্মান ফুটবলাররা। জাপানের কাছে হারের পর খাদের কিনারায় চলে গিয়েছিল জার্মানি, স্পেনের সঙ্গে ড্র হওয়ায় বেঁচে ছিল পরের পর্বে খেলার সম্ভাবনা। স্বস্তিতে প্রিয় মানুষদের দোহা থেকে ১১১ কিলোমিটার দূরের টিম হোটেলে স্ত্রী-প্রেমিকাদের ডেকে পাঠান ফুটবলাররা। হান্সি ফ্লিকের প্রতিবেদন অনুযায়ী, দলের বিপর্যয়ের সেটাই অন্যতম কারণ।
প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্টকে হান্সি ফ্লিক জানিয়েছেন, কোস্টারিকা ম্যাচের আগে টিম হোটেলে দুই দিন ছিলেন খেলোয়াড়দের স্ত্রী-বান্ধবীরা। রাতের অধিকাংশ সময় পুল পার্টি ও সেলফি তোলাতেই ব্যস্ত থাকতেন ফুটবলারদের প্রেমিকারা। আর এ সময়টাতে বাচ্চা সামলাতে হতো ফুটবলারদের! বাচ্চা সামলাতে গিয়ে ফুটবলাররা ঠিকমতো রাতে ঘুমাতে পারেননি বলেও অভিযোগ জার্মান কোচের।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামেও মেলে ঘটনার সত্যতা। ক্রিস্টিয়ান গুন্তারের স্ত্রী ক্যাটি ও ডেভিড রামের প্রেমিকা ইভা ক্যাথেরিনার মিরর সেলফি এখন সমালোচনার তুঙ্গে। স্ত্রীদের টিম হোটেলে রাখার কোনো ইচ্ছা ছিল না বলেও নাকি ডিএফভি প্রধানকে জানিয়েছেন জার্মান কোচ। শেষ পর্যন্ত অবশ্য কোস্টারিকার বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছিল জার্মানি। কিন্তু জাপানের কাছে স্পেন হেরে যাওয়ায় টানা দ্বিতীয়বারের মতো বাদ পড়তে হয় চারবারের বিশ্বসেরা দলটিকে।
কাতারে খেলোয়াড়দের থাকার জায়গা নিয়েও অভিযোগ ছিল জার্মানির। দোহা থেকে ১১১ কিলোমিটার দূরে মরুর বুকে জুলাল রিসোর্টের দূরত্বের কারণে খেলোয়াড়কে সংবাদ সম্মেলনে খেলোয়াড়কে না পাঠিয়ে জরিমানাও গুনেছে জার্মানি।
কী কারণে ধস নামল জার্মানির ফুটবলে-টানা দুই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর এই একটাই প্রশ্ন জার্মান সমর্থকদের মুখে মুখে। ২০১৪ বিশ্বকাপ জেতা দলটা রাশিয়ার পর কাতার থেকেও ফিরেছে ব্যর্থতার ঝুলি মাথায় নিয়ে। এমন বিপর্যয়ের কারণ কী, খুঁজতে গিয়ে কোচ হান্সি ফ্লিকের মুখ থেকে বিব্রতকর এক ঘটনাই শুনেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।
কাতারে দলের বিপর্যয় ঘটলেও চাকরি বাঁচিয়েছেন কোচ হান্সি ফ্লিক। ঘরের মাঠে ২০২৪ ইউরো পর্যন্ত মেয়াদ বাড়িয়েছেন সাবেক বায়ার্ন কোচ। দেশে ফেরার পর কোচের সঙ্গে দুই ঘণ্টা জরুরি বৈঠক সারেন ডিএফবি প্রেসিডেন্ট বেন্ড নয়েনর্ডফ ও ভাইস-প্রেসিডেন্ট হান্স-হোয়াকিম ভাটস। দলের বিপর্যয়ের দায়টা খেলোয়াড়দের প্রেমিকা-স্ত্রীদের ওপর চাপিয়ে দিয়েছেন ফ্লিক।
জার্মান পত্রিকা বিল্ডের প্রতিবেদন, স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর টিম হোটেলে স্ত্রী-প্রেমিকাদের দাওয়াত দিয়েছিলেন জার্মান ফুটবলাররা। জাপানের কাছে হারের পর খাদের কিনারায় চলে গিয়েছিল জার্মানি, স্পেনের সঙ্গে ড্র হওয়ায় বেঁচে ছিল পরের পর্বে খেলার সম্ভাবনা। স্বস্তিতে প্রিয় মানুষদের দোহা থেকে ১১১ কিলোমিটার দূরের টিম হোটেলে স্ত্রী-প্রেমিকাদের ডেকে পাঠান ফুটবলাররা। হান্সি ফ্লিকের প্রতিবেদন অনুযায়ী, দলের বিপর্যয়ের সেটাই অন্যতম কারণ।
প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্টকে হান্সি ফ্লিক জানিয়েছেন, কোস্টারিকা ম্যাচের আগে টিম হোটেলে দুই দিন ছিলেন খেলোয়াড়দের স্ত্রী-বান্ধবীরা। রাতের অধিকাংশ সময় পুল পার্টি ও সেলফি তোলাতেই ব্যস্ত থাকতেন ফুটবলারদের প্রেমিকারা। আর এ সময়টাতে বাচ্চা সামলাতে হতো ফুটবলারদের! বাচ্চা সামলাতে গিয়ে ফুটবলাররা ঠিকমতো রাতে ঘুমাতে পারেননি বলেও অভিযোগ জার্মান কোচের।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামেও মেলে ঘটনার সত্যতা। ক্রিস্টিয়ান গুন্তারের স্ত্রী ক্যাটি ও ডেভিড রামের প্রেমিকা ইভা ক্যাথেরিনার মিরর সেলফি এখন সমালোচনার তুঙ্গে। স্ত্রীদের টিম হোটেলে রাখার কোনো ইচ্ছা ছিল না বলেও নাকি ডিএফভি প্রধানকে জানিয়েছেন জার্মান কোচ। শেষ পর্যন্ত অবশ্য কোস্টারিকার বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছিল জার্মানি। কিন্তু জাপানের কাছে স্পেন হেরে যাওয়ায় টানা দ্বিতীয়বারের মতো বাদ পড়তে হয় চারবারের বিশ্বসেরা দলটিকে।
কাতারে খেলোয়াড়দের থাকার জায়গা নিয়েও অভিযোগ ছিল জার্মানির। দোহা থেকে ১১১ কিলোমিটার দূরে মরুর বুকে জুলাল রিসোর্টের দূরত্বের কারণে খেলোয়াড়কে সংবাদ সম্মেলনে খেলোয়াড়কে না পাঠিয়ে জরিমানাও গুনেছে জার্মানি।
ক্রিস ওকসের আবেদনে আম্পায়ার প্রথমে সাড়া দেননি। সতীর্থদের সঙ্গে আলাপ-আলোচনার পর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস রিভিউর সিদ্ধান্ত নিলেন। রিভিউতে দেখা যায়, বল পায়ে আঘাত করার আগে সেটা ঋষভ পন্তের ব্যাট ছুঁয়ে এসেছে। সেই যাত্রায় বেঁচে যান পন্ত।
১০ মিনিট আগেঢাকায় এখন এশিয়ান ক্রিকেট বোর্ডগুলোর শীর্ষ কর্তাদের মিলনমেলা। ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ভারত-শ্রীলঙ্কার প্রতিনিধিরা সশরীরে অংশ না নিলেও যুক্ত থাকবে অনলাইনে। আর যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁদের তালিকাটাও যথেষ্ট ওজনদারই বলতে হয়। এসিসির এই সভা সামনে রেখে ‘এক ঢিলে’
৪২ মিনিট আগেস্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
১২ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
১৩ ঘণ্টা আগে