ইতালির ফুটবল প্রেমীরা তখনো ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের বিপক্ষে খেলা দেখায় মগ্ন। এ সময় একদল ডাকাত আজ্জুরিদের সাবেক তারকা ফুটবলার রবার্তো বাজ্জোর বাড়িতে হামলা চালায়।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় নর্দান সিটির ভিসেনজার কাছে ৫ জন দুর্বৃত্ত বাজ্জোর বাড়িতে হামলা চালায় বলে জানিয়েছে ইতালির স্থানীয় সংবাদমাধ্যম। বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করে ডাকাতেরা। ডাকাতদের হামলায় আহত বাজ্জোকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
বাজ্জো একাই ৫ ডাকাতের সঙ্গে লড়াই করলেও পেরে ওঠেননি। শেষ পর্যন্ত তাঁকে এবং তাঁর স্ত্রীকে বেঁধে একাধিক ঘড়ি এবং গয়না নিয়ে পালায় তারা। ডাকাতেরা চলে যাওয়ার পর কোনোভাবে নিজেকে বাঁধনমুক্ত করে পুলিশে ফোন করেন সাবেক এই ইতালিয়ান ফরোয়ার্ড। পুলিশ এসে তাঁকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাজ্জো। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ইতালির প্রথম ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপে গোল করা বাজ্জোর জাতীয় দলের হয়ে একই সঙ্গে নায়ক এবং খলনায়ক হওয়ার অভিজ্ঞতা আছে। ১৯৯৪ বিশ্বকাপে পাঁচ গোল করে প্রায় একাই ইতালিকে ফাইনালে তুলেছিলেন তিনি। আবার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি মিস করে খলনায়ক বনে যান বাজ্জো।
ক্লাব ক্যারিয়ারে বাজ্জো খেলেছেন ইতালির তিন জায়ান্ট জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলানে। ১৯৮২ সালে ভিসেনজার হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন ৫৭ বছর বয়সী এই তারকা। অবসর নেন ২০০৪ সালে, ব্রেসিয়ারে। ইতালির জার্সিতে ১৯৮৮-২০০৪ পর্যন্ত ৫৬ ম্যাচে ২৭ গোল করেছেন তিনি।
ইতালির ফুটবল প্রেমীরা তখনো ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের বিপক্ষে খেলা দেখায় মগ্ন। এ সময় একদল ডাকাত আজ্জুরিদের সাবেক তারকা ফুটবলার রবার্তো বাজ্জোর বাড়িতে হামলা চালায়।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় নর্দান সিটির ভিসেনজার কাছে ৫ জন দুর্বৃত্ত বাজ্জোর বাড়িতে হামলা চালায় বলে জানিয়েছে ইতালির স্থানীয় সংবাদমাধ্যম। বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করে ডাকাতেরা। ডাকাতদের হামলায় আহত বাজ্জোকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
বাজ্জো একাই ৫ ডাকাতের সঙ্গে লড়াই করলেও পেরে ওঠেননি। শেষ পর্যন্ত তাঁকে এবং তাঁর স্ত্রীকে বেঁধে একাধিক ঘড়ি এবং গয়না নিয়ে পালায় তারা। ডাকাতেরা চলে যাওয়ার পর কোনোভাবে নিজেকে বাঁধনমুক্ত করে পুলিশে ফোন করেন সাবেক এই ইতালিয়ান ফরোয়ার্ড। পুলিশ এসে তাঁকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাজ্জো। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ইতালির প্রথম ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপে গোল করা বাজ্জোর জাতীয় দলের হয়ে একই সঙ্গে নায়ক এবং খলনায়ক হওয়ার অভিজ্ঞতা আছে। ১৯৯৪ বিশ্বকাপে পাঁচ গোল করে প্রায় একাই ইতালিকে ফাইনালে তুলেছিলেন তিনি। আবার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি মিস করে খলনায়ক বনে যান বাজ্জো।
ক্লাব ক্যারিয়ারে বাজ্জো খেলেছেন ইতালির তিন জায়ান্ট জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলানে। ১৯৮২ সালে ভিসেনজার হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন ৫৭ বছর বয়সী এই তারকা। অবসর নেন ২০০৪ সালে, ব্রেসিয়ারে। ইতালির জার্সিতে ১৯৮৮-২০০৪ পর্যন্ত ৫৬ ম্যাচে ২৭ গোল করেছেন তিনি।
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
৬ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
৭ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
৮ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
৯ ঘণ্টা আগে