ইতালির ফুটবল প্রেমীরা তখনো ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের বিপক্ষে খেলা দেখায় মগ্ন। এ সময় একদল ডাকাত আজ্জুরিদের সাবেক তারকা ফুটবলার রবার্তো বাজ্জোর বাড়িতে হামলা চালায়।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় নর্দান সিটির ভিসেনজার কাছে ৫ জন দুর্বৃত্ত বাজ্জোর বাড়িতে হামলা চালায় বলে জানিয়েছে ইতালির স্থানীয় সংবাদমাধ্যম। বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করে ডাকাতেরা। ডাকাতদের হামলায় আহত বাজ্জোকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
বাজ্জো একাই ৫ ডাকাতের সঙ্গে লড়াই করলেও পেরে ওঠেননি। শেষ পর্যন্ত তাঁকে এবং তাঁর স্ত্রীকে বেঁধে একাধিক ঘড়ি এবং গয়না নিয়ে পালায় তারা। ডাকাতেরা চলে যাওয়ার পর কোনোভাবে নিজেকে বাঁধনমুক্ত করে পুলিশে ফোন করেন সাবেক এই ইতালিয়ান ফরোয়ার্ড। পুলিশ এসে তাঁকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাজ্জো। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ইতালির প্রথম ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপে গোল করা বাজ্জোর জাতীয় দলের হয়ে একই সঙ্গে নায়ক এবং খলনায়ক হওয়ার অভিজ্ঞতা আছে। ১৯৯৪ বিশ্বকাপে পাঁচ গোল করে প্রায় একাই ইতালিকে ফাইনালে তুলেছিলেন তিনি। আবার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি মিস করে খলনায়ক বনে যান বাজ্জো।
ক্লাব ক্যারিয়ারে বাজ্জো খেলেছেন ইতালির তিন জায়ান্ট জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলানে। ১৯৮২ সালে ভিসেনজার হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন ৫৭ বছর বয়সী এই তারকা। অবসর নেন ২০০৪ সালে, ব্রেসিয়ারে। ইতালির জার্সিতে ১৯৮৮-২০০৪ পর্যন্ত ৫৬ ম্যাচে ২৭ গোল করেছেন তিনি।
ইতালির ফুটবল প্রেমীরা তখনো ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের বিপক্ষে খেলা দেখায় মগ্ন। এ সময় একদল ডাকাত আজ্জুরিদের সাবেক তারকা ফুটবলার রবার্তো বাজ্জোর বাড়িতে হামলা চালায়।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় নর্দান সিটির ভিসেনজার কাছে ৫ জন দুর্বৃত্ত বাজ্জোর বাড়িতে হামলা চালায় বলে জানিয়েছে ইতালির স্থানীয় সংবাদমাধ্যম। বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করে ডাকাতেরা। ডাকাতদের হামলায় আহত বাজ্জোকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
বাজ্জো একাই ৫ ডাকাতের সঙ্গে লড়াই করলেও পেরে ওঠেননি। শেষ পর্যন্ত তাঁকে এবং তাঁর স্ত্রীকে বেঁধে একাধিক ঘড়ি এবং গয়না নিয়ে পালায় তারা। ডাকাতেরা চলে যাওয়ার পর কোনোভাবে নিজেকে বাঁধনমুক্ত করে পুলিশে ফোন করেন সাবেক এই ইতালিয়ান ফরোয়ার্ড। পুলিশ এসে তাঁকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাজ্জো। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ইতালির প্রথম ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপে গোল করা বাজ্জোর জাতীয় দলের হয়ে একই সঙ্গে নায়ক এবং খলনায়ক হওয়ার অভিজ্ঞতা আছে। ১৯৯৪ বিশ্বকাপে পাঁচ গোল করে প্রায় একাই ইতালিকে ফাইনালে তুলেছিলেন তিনি। আবার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি মিস করে খলনায়ক বনে যান বাজ্জো।
ক্লাব ক্যারিয়ারে বাজ্জো খেলেছেন ইতালির তিন জায়ান্ট জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলানে। ১৯৮২ সালে ভিসেনজার হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন ৫৭ বছর বয়সী এই তারকা। অবসর নেন ২০০৪ সালে, ব্রেসিয়ারে। ইতালির জার্সিতে ১৯৮৮-২০০৪ পর্যন্ত ৫৬ ম্যাচে ২৭ গোল করেছেন তিনি।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে