Ajker Patrika

ফুটবলে ফিরছেন ধর্ষণ মামলা থেকে মুক্ত মেন্ডি

ফুটবলে ফিরছেন ধর্ষণ মামলা থেকে মুক্ত মেন্ডি

ধর্ষণ মামলা থেকে মুক্তি পাওয়ার পর সুসংবাদ পেয়েছেন বেঞ্জামিন মেন্ডি। ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী ডিফেন্ডারের সঙ্গে চুক্তি করেছে স্বদেশি ক্লাব লোরিয়াঁ। 

লিগ ওয়ানের ক্লাবের সঙ্গে ২ বছরের চুক্তি করেছেন মেন্ডি। দুই বছর ফুটবলের বাইরে থাকা সাবেক ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার ফ্রি এজেন্টে লোরিয়াঁতে যোগ দিয়েছেন। ২০২৫ সাল পর্যন্ত দলের রক্ষণভাগ সামলাবেন ২৯ বছর বয়সী তারকা। 

নতুন মৌসুমে একাদশে জায়গা পেতে ক্লাবের রক্ষণভাগের অন্যান্য সতীর্থদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে মেন্ডিকে। সতীর্থদের সঙ্গে প্রতিযোগিতার আগে অবশ্য নিজের শরীরের সঙ্গেই যুদ্ধ করতে হবে মেন্ডিকে। দীর্ঘ সময় ফুটবলের বাইরে থাকায় ফিটনেসের ঘাটতি রয়েছে তাঁর। সঙ্গে ওজন বেড়ে গেছে ২৯ বছর বয়সী ডিফেন্ডারের। সবকিছু জয় করে নিশ্চয়ই দুঃসময়ে তাঁকে সহায়তা করার জন্য লোরিয়াঁকে প্রতিদান চাইবেন তিনি। 

গত ১৪ জুন ধর্ষণ মামলা থেকে মুক্তি পান মেন্ডি। তাঁর বিরুদ্ধে ২০২১ সালে ছয়টি ধর্ষণ ও এক ধর্ষণ চেষ্টার মামলা হয়। এই মামলায় তাঁকে কারাবাসও ভোগ করতে হয়। অথচ যখন এই অন্ধকার সময়ের মুখোমুখি হন তখন দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। ২০১৭ সালে ম্যানসিটিতে যোগ দিয়ে তিনটি প্রিমিয়ার লিগ জিতেছেন। মাঝে ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সকে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন করার পথে রক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। এর আগে মার্শেই ও মোনাকোর হয়েই নিজেকে ইউরোপীয় ফুটবলে চিনিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত