পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর অভ্যাস বেশ পুরোনো। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, ক্লাব প্রীতি ম্যাচ-ম্যাচ যেমনই হোক, রিয়াল মাদ্রিদ জানে কীভাবে জিততে হয়। এসি মিলানের বিপক্ষে আজ পিছিয়ে পড়ে ম্যাচ জিতেছে রিয়াল। রিয়ালের এই জয়ে উচ্ছ্বসিত কোচ কার্লো আনচেলত্তি।
ক্যালিফোর্নিয়ার রোজ বোলের প্যাসাডেনায় প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল এসি মিলান ও রিয়াল মাদ্রিদ। ২৫ মিনিটেই এগিয়ে যায় মিলান। কর্ণার থেকে ক্রিস্টিয়ান পুলিসিচের ক্রসে বল রিসিভ করেন ফিকায়ো তোমোরি। তখন হেডে গোল করেন তোমোরি। এরপর ৪২ মিনিটে লুকা রোমেরোর বা পাঁয়ের জাদুতে ব্যবধান বাড়িয়ে নেয় মিলান। প্রথমার্ধে ২-০ তে পিছিয়ে থেকে শেষ করা রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে। ৫৭ ও ৫৯ মিনিটে জোড়া গোল করে সমতায় ফেরান রিয়ালের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। আর ৮৪ মিনিটে রিয়ালের তৃতীয় গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। লুকা মদরিচের অ্যাসিস্টে ডান পায়ে দুর্দান্ত গোল করেন ভিনি।
এই ম্যাচে রিয়াল কোচ আনচেলত্তি একটু ভিন্ন ফরম্যাশনে খেলেছেন। ৪-১-২-১-২ ফরম্যাশনে দল সাজিয়েছেন। যেকারণে কিছুটা চাপে পড়লেও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে মিলানকে ৩-২ গোলে হারিয়েছে আনচেলত্তির দল। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘কয়েকটা জিনিস আমাদের একটু পরিবর্তন করতে হয়েছে। পিছিয়ে থেকে শুরু করা আমাদের জন্য একটু কঠিন ছিল। এই সিস্টেমটা আমার বেশ পছন্দ হয়েছে। চাপে মাঝেমধ্যে একটু সমস্যা হয়েছে। তবে আমি বেশ খুশি।’
বরুসিয়া ডর্টমুন্ড থেকে এবারই রিয়ালে এসেছেন জুড বেলিংহাম। ক্লাব প্রীতি ম্যাচে শুরুর একাদশেই তাকে (বেলিংহাম) খেলিয়েছেন আনচেলত্তি। কোনো গোল করা বা অ্যাসিস্ট না করলেও বেলিংহামের পারফরম্যান্সে মুগ্ধ আনচেলত্তি, ‘আমি সত্যিই বেলিংহামের পারফরম্যান্সে আমি মুগ্ধ। বেলিংহাম সত্যিই ভালো খেলেছে। তার যে অসাধারণ প্রতিভা রয়েছে, দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট।’
পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর অভ্যাস বেশ পুরোনো। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, ক্লাব প্রীতি ম্যাচ-ম্যাচ যেমনই হোক, রিয়াল মাদ্রিদ জানে কীভাবে জিততে হয়। এসি মিলানের বিপক্ষে আজ পিছিয়ে পড়ে ম্যাচ জিতেছে রিয়াল। রিয়ালের এই জয়ে উচ্ছ্বসিত কোচ কার্লো আনচেলত্তি।
ক্যালিফোর্নিয়ার রোজ বোলের প্যাসাডেনায় প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল এসি মিলান ও রিয়াল মাদ্রিদ। ২৫ মিনিটেই এগিয়ে যায় মিলান। কর্ণার থেকে ক্রিস্টিয়ান পুলিসিচের ক্রসে বল রিসিভ করেন ফিকায়ো তোমোরি। তখন হেডে গোল করেন তোমোরি। এরপর ৪২ মিনিটে লুকা রোমেরোর বা পাঁয়ের জাদুতে ব্যবধান বাড়িয়ে নেয় মিলান। প্রথমার্ধে ২-০ তে পিছিয়ে থেকে শেষ করা রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে। ৫৭ ও ৫৯ মিনিটে জোড়া গোল করে সমতায় ফেরান রিয়ালের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। আর ৮৪ মিনিটে রিয়ালের তৃতীয় গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। লুকা মদরিচের অ্যাসিস্টে ডান পায়ে দুর্দান্ত গোল করেন ভিনি।
এই ম্যাচে রিয়াল কোচ আনচেলত্তি একটু ভিন্ন ফরম্যাশনে খেলেছেন। ৪-১-২-১-২ ফরম্যাশনে দল সাজিয়েছেন। যেকারণে কিছুটা চাপে পড়লেও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে মিলানকে ৩-২ গোলে হারিয়েছে আনচেলত্তির দল। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘কয়েকটা জিনিস আমাদের একটু পরিবর্তন করতে হয়েছে। পিছিয়ে থেকে শুরু করা আমাদের জন্য একটু কঠিন ছিল। এই সিস্টেমটা আমার বেশ পছন্দ হয়েছে। চাপে মাঝেমধ্যে একটু সমস্যা হয়েছে। তবে আমি বেশ খুশি।’
বরুসিয়া ডর্টমুন্ড থেকে এবারই রিয়ালে এসেছেন জুড বেলিংহাম। ক্লাব প্রীতি ম্যাচে শুরুর একাদশেই তাকে (বেলিংহাম) খেলিয়েছেন আনচেলত্তি। কোনো গোল করা বা অ্যাসিস্ট না করলেও বেলিংহামের পারফরম্যান্সে মুগ্ধ আনচেলত্তি, ‘আমি সত্যিই বেলিংহামের পারফরম্যান্সে আমি মুগ্ধ। বেলিংহাম সত্যিই ভালো খেলেছে। তার যে অসাধারণ প্রতিভা রয়েছে, দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট।’
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৬ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৯ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
১০ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১১ ঘণ্টা আগে