Ajker Patrika

বাংলাদেশের স্বপ্নভাঙা নেপালকে কাঁদাল ভারত

বাংলাদেশের স্বপ্নভাঙা নেপালকে কাঁদাল ভারত

বাংলাদেশের বিপক্ষে ড্র করে সাফের ফাইনালে উঠেছিল নেপাল। প্রথমবার সাফের ফাইনালে ওঠা নেপালকে ৩-০ গোলে হারিয়ে সাফের অষ্টম শিরোপা জিতল ভারত। ম্যাচে একটি করে গোল করেছেন সুনীল ছেত্রী, সুরেশ ওয়াঞ্জাম ও সাহাল আবদুল সামাদ।

নিজেদের শেষ ম্যাচে এই নেপালের বিপক্ষে ড্র করেই স্বপ্ন ভঙ্গ হয়েছিল বাংলাদেশের। ফাইনালে সেই নেপালকে কাঁদাল ইগর স্টিমাচের দল।

এর আগে সাফে সাতবার শিরোপা জেতা ভারত আজ ফাইনালে নেমেছিল ফেবারিট হিসেবেই। ম্যাচের শুরু থেকে দাপটও দেখিয়েছে তারা। তবে প্রথমার্ধে বল পজিশনে এগিয়ে থাকা ভারত নেপালের রক্ষণ ভাঙতে পারেনি। বেশ কয়েকবার আক্রমণে গিয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছে ভারতের আক্রমণভাগ। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল ভারত। ম্যাচের ডেডলক ভাঙতে এবার আর কালক্ষেপণ করেননি ছেত্রী। ৪৯ মিনিটে প্রিতম কোটালের বাড়ানো বলে জাল কাঁপান ভারতীয় অধিনায়ক। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন ওয়াঞ্জাম। নেপালও ম্যাচ থেকে ছিটকে যায়।

গোল শোধে মরিয়া নেপালকে আর ম্যাচে ফেরার সুযোগ দেয়নি ভারত। উল্টো নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে ব্যবধান ৩-০ করেন সামাদ। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয়ে চ্যাম্পিয়নের হাসি নিয়ে মাঠ ছাড়েন সামাদ-ছেত্রীরা। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে সাফের শিরোপা নিশ্চিত করল ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত