Ajker Patrika

‘রোনালদোকে বাদ দিয়ে শান্তিতে ঘুমিয়েছি’

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৪: ৫৭
‘রোনালদোকে বাদ দিয়ে শান্তিতে ঘুমিয়েছি’

এবারে মৌসুমে বিশ্বকাপ বিরতির পর থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১১ ম্যাচে অপরাজিত আছে রেড ডেভিলসরা। আজ রাতে এমন দুর্দান্ত পারফরম্যান্স নিয়েই লিভারপুলের মুখোমুখি হবে তারা।

তবে এমন পারফরম্যান্স কিন্তু মৌসুমের শুরুতে ছিল না। দলের পরাজয়ের মাঝে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ক্লাব ও কোচ টেন হাগের ঝামেলাও চলছিল। সবকিছু মিলিয়ে বিশ্বকাপের আগে টালমাটাল এক সময় অতিক্রম করেছে দলটি।

রোনালদোর ক্লাব ছাড়ার পর থেকেই দুর্দান্ত গতিতে ছুটছে ম্যান ইউনাইটেড। সঙ্গে দলকে এক সুতোয় গেঁথেছেন টেন হাগ। দলের পারফরম্যান্স এখন সন্তুষ্ট বলে জানিয়েছেন ম্যান ইউনাইটেড কোচ। তাঁর মতে, রোনালদোকে বাদ দেওয়ার পর শান্তিতে ঘুমিয়েছেন তিনি।

অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে খেলতে নামার আগে এমনটিই জানিয়েছেন টেন হাগ। রোনালদোকে ব্রাইটনের বিপক্ষে বাদ দেওয়ার বিষয়ে সরাসরি না বললেও সেই সময়ের ঘটনাগুলোকে ইঙ্গিত করেই তিনি বলেছেন, ‘আমি অবশ্যই এর মতো বড় সিদ্ধান্তগুলো নিয়ে বিবেচনা করি। ম্যানেজার হিসেবে আপনাকে সব সময় কৌশলগত চিন্তাভাবনা করতে হবে এবং পরিণতির মুখোমুখি হতে হবে। এ বিষয়ে আমি সচেতন, কিন্তু এটি আমার কাজ এবং দায়িত্ব।’

এর পরেই রোনালদোকে বাদ দেওয়া এবং ক্লাব ছাড়ার সময়ের সঙ্গে তুলনা করে লিভারপুলের বিপক্ষে চিন্তিত কি না তা জানিয়েছেন টেন হাগ। তিনি বলেছেন, ‘লিভারপুলের বিপক্ষে খেলতে নামার আগে চিন্তা করছি না। সেই সব রাতের মতোই আমি শান্তিতে ঘুমাচ্ছি। ক্লাব ও দলের প্রতি সম্মান রেখেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি সেই সব সিদ্ধান্তকে সমর্থন করি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত