Ajker Patrika

শেষ পর্যন্ত ব্রাজিলেই কোপা আমেরিকা

ক্রীড়া ডেস্ক
শেষ পর্যন্ত ব্রাজিলেই কোপা আমেরিকা

ঢাকা: বদলে গেল কোপা আমেরিকার স্বাগতিক দেশ। করোনা ও রাজনৈতিক জটিলতায় কলম্বিয়া ও আর্জেন্টিনা বাদ পড়েছিল আগেই। এ দুই দেশের পরিবর্তে ব্রাজিলকে কোপা আমেরিকা আয়োজনের দায়িত্ব দিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবলের অভিভাবক কনমেবল।

যৌথভাবে ২০২০ কোপা আমেরিকার স্বাগতিক হওয়ার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। কোপার শতবর্ষের ইতিহাসে এটাই হওয়ার কথা ছিল প্রথম যৌথ আয়োজন। এ বছরের ১৩ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল কোপা। কিন্তু রাজনৈতিক সহিংসতার কারণে কলম্বিয়ার নাম বাতিল করেছিল কনমেবল। এমন অবস্থায় বাকি ছিল শুধু আর্জেন্টিনা।

আর্জেন্টিনায় প্রতিনিয়ত বাড়ছে করোনার সংক্রমণ। গত ১৪ দিনে দেশটিতে করোনা সংক্রমণ বেড়েছে ৫৪ শতাংশ। দেশটিতে চলছে কঠোর লকডাউনও। বাতিল করা হয়েছে ঘরোয়া ফুটবল লিগ। এমন অবস্থায় বাধ্য হয়ে আর্জেন্টিনার নামও বাদ দিয়েছে কনমেবল।

এ পরিস্থিতিতে স্বাগতিক হতে চেয়েছে ব্রাজিল। রাজি হতেও দেরি করেনি কনমেবল। বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩ জুন শুরু হবে এবারের কোপার আসর। শেষ হবে পূর্ব নির্ধারিত সময়ে। ভেন্যুর নাম জানানো হবে দ্রুতই। ২০১৯ সালে সর্বশেষ কোপার আসর বসেছিল এই ব্রাজিলেই। চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিকেরাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লালমাটিয়ায় দুই তরুণীকে যৌন হেনস্তাকারী রিংকু কারাগারে

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

ভারতে এয়ারটেলের সঙ্গে চুক্তি করল স্টারলিংক, বাংলাদেশে সেবা দেবে কোন কোম্পানি

এবার আদালত চত্বরে সাংবাদিকদের মারধর সেই বরখাস্ত এসপি ফজলুলের

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত