Ajker Patrika

‘ব্রাজিল বিশ্বকাপের হার ঘুমাতে দেয়নি মেসিকে’

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৪: ৩৯
‘ব্রাজিল বিশ্বকাপের হার ঘুমাতে দেয়নি মেসিকে’

কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১৮ দিন। টুর্নামেন্টটিকে ঘিরে সারা বিশ্বে শুরু হবে সমর্থকদের মধ্যে তুমুল উন্মাদনা। আর অংশগ্রহণকারী দলগুলো নামবে বিশ্বকাপের ট্রফি জয়ের আশায়। ফুটবলারদের কাছে বিশ্বকাপ জয় একটি আরাধ্য স্বপ্ন। তবে সবার ভাগ্যে থাকে না এটিতে চুমু এঁকে দেওয়ার। যেমন পারেননি সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিও। 

ব্রাজিল বিশ্বকাপে স্বপ্ন পূরণের হাত ছোঁয়া দূরত্বে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে মেসিকে। সে সময় কতটা হতাশ হয়েছিলেন তা জানিয়েছিলেন সাবেক এজেন্ট ফ্যাবিয়ান সোলদিনিকে। ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলের হার আর্জেন্টাইন তারকা এক বছর ঘুমাতে দেননি এমনটি জানিয়েছেন সোলদিনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবোয়েকে এমনটিই জানিয়েছেন মেসির সাবেক এই এজেন্ট। 

সোলদিনি বলেছেন, ‘আমাদের বিচ্ছেদের ১০ বছর পর তার সঙ্গে দেখা করতে বাসায় গিয়েছিলাম। তখন সে আমাকে বলেছিল ‘ফ্যাবি, এক বছর ধরে ব্রাজিলের ফাইনালের কথা ভেবে রাত জেগে আছি। আমি ঘুমাতে পারি না। বলা যায়, বিশ্বকাপটা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল।’ 

ফাইনালের পরাজয়টা কেন মেসিকে এতটা প্রভাবিত করেছিল তার ব্যাখ্যাও দিয়েছেন সোলদিনি। তিনি বলেছেন, ‘এটি ছিল তার ভালোবাসা। সে জাতীয় দলকে ভালোবাসত। বার্সেলোনা বা নিউওয়ে’সের প্রতি ছিল না। শুধু আর্জেন্টিনার প্রতি ছিল। তার পরম ভালোবাসা ছিল জাতীয় দল।’ 

২০০৫ সালে কিছু মতপার্থক্যের কারণে মেসির সঙ্গে সোলদিনির পেশাগত সম্পর্ক ছিন্ন হয়। তবে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক এখনো চমৎকার বজায় রয়েছে। এবারের বিশ্বকাপেই শেষ এমনটি কিছুদিন আগে জানিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। নিশ্চয়ই শেষ সুযোগটা দুর্দান্তভাবেই কাজে লাগাতে চাইবেন ফুটবল জাদুকর। তবে আরাধ্য স্বপ্নটা পূরণ করতে পারবেন কি না মেসি তা সময় হলেই জানা যাবে। 

লিওনেল মেসি সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত