কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১৮ দিন। টুর্নামেন্টটিকে ঘিরে সারা বিশ্বে শুরু হবে সমর্থকদের মধ্যে তুমুল উন্মাদনা। আর অংশগ্রহণকারী দলগুলো নামবে বিশ্বকাপের ট্রফি জয়ের আশায়। ফুটবলারদের কাছে বিশ্বকাপ জয় একটি আরাধ্য স্বপ্ন। তবে সবার ভাগ্যে থাকে না এটিতে চুমু এঁকে দেওয়ার। যেমন পারেননি সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিও।
ব্রাজিল বিশ্বকাপে স্বপ্ন পূরণের হাত ছোঁয়া দূরত্বে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে মেসিকে। সে সময় কতটা হতাশ হয়েছিলেন তা জানিয়েছিলেন সাবেক এজেন্ট ফ্যাবিয়ান সোলদিনিকে। ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলের হার আর্জেন্টাইন তারকা এক বছর ঘুমাতে দেননি এমনটি জানিয়েছেন সোলদিনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবোয়েকে এমনটিই জানিয়েছেন মেসির সাবেক এই এজেন্ট।
সোলদিনি বলেছেন, ‘আমাদের বিচ্ছেদের ১০ বছর পর তার সঙ্গে দেখা করতে বাসায় গিয়েছিলাম। তখন সে আমাকে বলেছিল ‘ফ্যাবি, এক বছর ধরে ব্রাজিলের ফাইনালের কথা ভেবে রাত জেগে আছি। আমি ঘুমাতে পারি না। বলা যায়, বিশ্বকাপটা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল।’
ফাইনালের পরাজয়টা কেন মেসিকে এতটা প্রভাবিত করেছিল তার ব্যাখ্যাও দিয়েছেন সোলদিনি। তিনি বলেছেন, ‘এটি ছিল তার ভালোবাসা। সে জাতীয় দলকে ভালোবাসত। বার্সেলোনা বা নিউওয়ে’সের প্রতি ছিল না। শুধু আর্জেন্টিনার প্রতি ছিল। তার পরম ভালোবাসা ছিল জাতীয় দল।’
২০০৫ সালে কিছু মতপার্থক্যের কারণে মেসির সঙ্গে সোলদিনির পেশাগত সম্পর্ক ছিন্ন হয়। তবে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক এখনো চমৎকার বজায় রয়েছে। এবারের বিশ্বকাপেই শেষ এমনটি কিছুদিন আগে জানিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। নিশ্চয়ই শেষ সুযোগটা দুর্দান্তভাবেই কাজে লাগাতে চাইবেন ফুটবল জাদুকর। তবে আরাধ্য স্বপ্নটা পূরণ করতে পারবেন কি না মেসি তা সময় হলেই জানা যাবে।
লিওনেল মেসি সম্পর্কিত আরও পড়ুন:
কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১৮ দিন। টুর্নামেন্টটিকে ঘিরে সারা বিশ্বে শুরু হবে সমর্থকদের মধ্যে তুমুল উন্মাদনা। আর অংশগ্রহণকারী দলগুলো নামবে বিশ্বকাপের ট্রফি জয়ের আশায়। ফুটবলারদের কাছে বিশ্বকাপ জয় একটি আরাধ্য স্বপ্ন। তবে সবার ভাগ্যে থাকে না এটিতে চুমু এঁকে দেওয়ার। যেমন পারেননি সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিও।
ব্রাজিল বিশ্বকাপে স্বপ্ন পূরণের হাত ছোঁয়া দূরত্বে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে মেসিকে। সে সময় কতটা হতাশ হয়েছিলেন তা জানিয়েছিলেন সাবেক এজেন্ট ফ্যাবিয়ান সোলদিনিকে। ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলের হার আর্জেন্টাইন তারকা এক বছর ঘুমাতে দেননি এমনটি জানিয়েছেন সোলদিনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবোয়েকে এমনটিই জানিয়েছেন মেসির সাবেক এই এজেন্ট।
সোলদিনি বলেছেন, ‘আমাদের বিচ্ছেদের ১০ বছর পর তার সঙ্গে দেখা করতে বাসায় গিয়েছিলাম। তখন সে আমাকে বলেছিল ‘ফ্যাবি, এক বছর ধরে ব্রাজিলের ফাইনালের কথা ভেবে রাত জেগে আছি। আমি ঘুমাতে পারি না। বলা যায়, বিশ্বকাপটা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল।’
ফাইনালের পরাজয়টা কেন মেসিকে এতটা প্রভাবিত করেছিল তার ব্যাখ্যাও দিয়েছেন সোলদিনি। তিনি বলেছেন, ‘এটি ছিল তার ভালোবাসা। সে জাতীয় দলকে ভালোবাসত। বার্সেলোনা বা নিউওয়ে’সের প্রতি ছিল না। শুধু আর্জেন্টিনার প্রতি ছিল। তার পরম ভালোবাসা ছিল জাতীয় দল।’
২০০৫ সালে কিছু মতপার্থক্যের কারণে মেসির সঙ্গে সোলদিনির পেশাগত সম্পর্ক ছিন্ন হয়। তবে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক এখনো চমৎকার বজায় রয়েছে। এবারের বিশ্বকাপেই শেষ এমনটি কিছুদিন আগে জানিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। নিশ্চয়ই শেষ সুযোগটা দুর্দান্তভাবেই কাজে লাগাতে চাইবেন ফুটবল জাদুকর। তবে আরাধ্য স্বপ্নটা পূরণ করতে পারবেন কি না মেসি তা সময় হলেই জানা যাবে।
লিওনেল মেসি সম্পর্কিত আরও পড়ুন:
৪ বছর পর ব্যাট হাতে নামলেন, তবে ব্রেন্ডন টেলর ভোলেননি নিজের সেই ক্ল্যাসিক ব্যাটিং। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টেও জিম্বাবুয়ের নখদন্তহীন ব্যাটিং। ম্যাট হেনরির তোপেরমুখে ১২৫ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। দলের স্কোরের ৪৪ রানই টেলরের। সর্বোচ্চ বল মোকাবিলা (১০৭), সর্বোচ্চ মিনিট (১৪৩) ধরে
১১ ঘণ্টা আগেমিরপুরের মূল মাঠ থেকে শুরু করে গ্রিনহাউসের উইকেটগুলো—পছন্দ করছে না বিসিবিও। এমন অবস্থায় বিসিবির গ্রাউন্ডস বিভাগের চেয়ারম্যান মাহবুব আনাম কিউরেটর গামিনি ডি সিলভাকে শোকজ করেছেন। মাঠ ও উইকেট সংস্কারের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে কাজের গতি দেখে বিসিবির সংশ্লিষ্ট কর্তাদের কপালে চিন্তার ভাঁজ।
১১ ঘণ্টা আগেবিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠছে—সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২২ সেপ্টেম্বর। তার আগে আজ আয়োজকেরা প্রকাশ করেছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা।
১২ ঘণ্টা আগে৮ মাস ধরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম। সবশেষ ১১ টি-টোয়েন্টিতে নেই ফিফটিও, তাঁর স্ট্রাইকরেট নিয়েও বিভিন্ন সময় সমালোচনা হয়। তরুণদের সঙ্গে বাবরকেও এখন লড়াই করতে হচ্ছে। হাসান নওয়াজ-সাইম আইয়ুবদের আক্রমণাত্মক ব্যাটিং ও হাই স্ট্রাইকরেট বাবরের পজিশনকে নড়বড়েই করে রেখেছে।
১৩ ঘণ্টা আগে