কাতার বিশ্বকাপকে সামনে রেখে দুদিন আগে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা করেছেন স্পেন কোচ লুইস এনরিকে। এ তালিকায় পাঁচজন গোলরক্ষককে রাখলেও দাভিদ দে হেয়াকে রাখেননি এনরিকে এমনটা জানিয়েছে ডেইল মেইল।
এনরিকের চোখে বিশ্বকাপের জন্য দে হেয়া সেরা না হলেও ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের কাছে অভিজ্ঞ এই গোলরক্ষকেই সেরা। ওয়েস্ট হামের বিপক্ষে গতকাল ১-০ গোলে জয়ের ম্যাচে যেসব দুর্দান্ত সেভ করেছেন তা ছিল সত্যি অবিশ্বাস্য। এ জন্য দুরন্ত পারফরম্যান্সের প্রশংসাও পাচ্ছেন তিনি। কোচ এরিক টেন হাগের মতে, সে দুর্দান্ত একজন গোলরক্ষক।
ম্যাচ শেষে দে হেয়ার অবিশ্বাস্য পারফরম্যান্স নিয়ে এরিক টেন হাগ বলেছেন, ‘দাভিদের সঙ্গে কাজ করতে পেরে খুশি। সে দুর্দান্ত একজন গোলরক্ষক। তার বয়স মাত্র ৩১ বছর। সে শারীরিকভাবে সুস্থ। সে ইতিমধ্যে ক্লাবের হয়ে মনোমুগ্ধকর পারফরম্যান্স করেছে। আশা করি এমন পারফরম্যান্স সে ভবিষ্যতেও করবে।’
মার্কাস রাশফোর্ডের একমাত্র গোলে গতকাল ওয়েস্ট হামকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে ম্যান ইউ। তবে এই ধারাটা অব্যাহত রাখা সম্ভব হতো না পোস্টের নিচে দি হেয়া না থাকলে। কেননা ম্যাচের শেষ দিকে নিশ্চিত কয়েকটি গোল বাঁচিয়েছেন এই স্প্যানিশ গোলরক্ষক। কুর্ট জুমার হেড আর মাইকেল অ্যান্তোনি ও ডেক্লান রিচের দুর্দান্ত শট দুটিকে অবিশ্বাস্যভাবে সেভ করেছেন তিনি। বলা যায়, তাঁর বীরত্বেই ম্যাচ জিতেছে ম্যান ইউ।
কাতার বিশ্বকাপকে সামনে রেখে দুদিন আগে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা করেছেন স্পেন কোচ লুইস এনরিকে। এ তালিকায় পাঁচজন গোলরক্ষককে রাখলেও দাভিদ দে হেয়াকে রাখেননি এনরিকে এমনটা জানিয়েছে ডেইল মেইল।
এনরিকের চোখে বিশ্বকাপের জন্য দে হেয়া সেরা না হলেও ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের কাছে অভিজ্ঞ এই গোলরক্ষকেই সেরা। ওয়েস্ট হামের বিপক্ষে গতকাল ১-০ গোলে জয়ের ম্যাচে যেসব দুর্দান্ত সেভ করেছেন তা ছিল সত্যি অবিশ্বাস্য। এ জন্য দুরন্ত পারফরম্যান্সের প্রশংসাও পাচ্ছেন তিনি। কোচ এরিক টেন হাগের মতে, সে দুর্দান্ত একজন গোলরক্ষক।
ম্যাচ শেষে দে হেয়ার অবিশ্বাস্য পারফরম্যান্স নিয়ে এরিক টেন হাগ বলেছেন, ‘দাভিদের সঙ্গে কাজ করতে পেরে খুশি। সে দুর্দান্ত একজন গোলরক্ষক। তার বয়স মাত্র ৩১ বছর। সে শারীরিকভাবে সুস্থ। সে ইতিমধ্যে ক্লাবের হয়ে মনোমুগ্ধকর পারফরম্যান্স করেছে। আশা করি এমন পারফরম্যান্স সে ভবিষ্যতেও করবে।’
মার্কাস রাশফোর্ডের একমাত্র গোলে গতকাল ওয়েস্ট হামকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে ম্যান ইউ। তবে এই ধারাটা অব্যাহত রাখা সম্ভব হতো না পোস্টের নিচে দি হেয়া না থাকলে। কেননা ম্যাচের শেষ দিকে নিশ্চিত কয়েকটি গোল বাঁচিয়েছেন এই স্প্যানিশ গোলরক্ষক। কুর্ট জুমার হেড আর মাইকেল অ্যান্তোনি ও ডেক্লান রিচের দুর্দান্ত শট দুটিকে অবিশ্বাস্যভাবে সেভ করেছেন তিনি। বলা যায়, তাঁর বীরত্বেই ম্যাচ জিতেছে ম্যান ইউ।
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
৭ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৯ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
৯ ঘণ্টা আগে