লিভারপুল সমর্থকদের জন্য চলতি মৌসুম কেবলই হতাশার। মাঠে জরাজীর্ণ পারফরম্যান্সে রীতিমতো কোণঠাসা দলটি। খুব বেশি আগের কথা নয় আক্রমণভাগের ত্রাস ছড়ানো সালাহ-ফিরমিনো-মানে ত্রয়ীর উপর ভর করে উড়ছিল এই ইংলিশ ক্লাবটি।
গত মৌসুমে লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে পাড়ি দেন সাদিও মানে। চলতি মৌসুম চুক্তির মেয়াদ শেষে রবার্তো ফিরমিনোর বিদায়ে এই ত্রয়ীর কেবল বাকি রইলেন সালাহ। ২০১৫ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে আট বছর লিভারপুলের হয়ে খেলে এবার ঠিকানা বদলের সিদ্ধান্ত নিয়েছেন ফিরমিনো। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ চেয়েছিলেন ফিরমিনোকে দলে রাখতে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড প্রথমে চুক্তি নবায়নে আগ্রহী ছিলেন ঠিকই। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।
জার্মান ক্লাব হফেনহাইম থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর ৩৫৩টি ম্যাচ খেলে ১০৭টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭০টি গোল। অল রেডদের হয়ে ২০১৯-২০ মৌসুমে সালাহ-ফিরমিনো-মানে ছিলেন দুর্দান্ত ছন্দে। লিভারপুল ওই মৌসুমেই ৩০ বছর পর অধরা প্রিমিয়ার লিগ জিতে নেয়। অ্যান ফিল্ডে আট বছরের ক্যারিয়ারে ৮টি শিরোপা জিতে ৩১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
সাম্প্রতিক সময়ে পেশির চোট এবং পারফরম্যান্সের ঘাটতির ফলে দলে অনিয়মিত হয়ে পড়েন ফিরমিনো। চলতি মৌসুমে আক্রমণভাগে কোডি গাকপো এবং ডারউইন নুনেজের যোগদান ফিরমিনোর দলের নিয়মিত সুযোগ পাওয়ার সম্ভাবনা আরও কমিয়ে দেয়। চলতি মৌসুম শেষে দারুণ এই ত্রয়ীর আরেক তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছে।
গত কয়েক মৌসুমে সোনালি সময় কাটানো ইউরোপের এই জায়ান্ট ক্লাব এখন নিজেদের হারিয়ে খুঁজছে। অ্যানফিল্ডে মানে-ফিরমিনোর অভাব গাকপো-নুনেজরা পূরণ করতে পারবেন কি না, সেটা সময়ই বলে দিবে।
লিভারপুল সমর্থকদের জন্য চলতি মৌসুম কেবলই হতাশার। মাঠে জরাজীর্ণ পারফরম্যান্সে রীতিমতো কোণঠাসা দলটি। খুব বেশি আগের কথা নয় আক্রমণভাগের ত্রাস ছড়ানো সালাহ-ফিরমিনো-মানে ত্রয়ীর উপর ভর করে উড়ছিল এই ইংলিশ ক্লাবটি।
গত মৌসুমে লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে পাড়ি দেন সাদিও মানে। চলতি মৌসুম চুক্তির মেয়াদ শেষে রবার্তো ফিরমিনোর বিদায়ে এই ত্রয়ীর কেবল বাকি রইলেন সালাহ। ২০১৫ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে আট বছর লিভারপুলের হয়ে খেলে এবার ঠিকানা বদলের সিদ্ধান্ত নিয়েছেন ফিরমিনো। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ চেয়েছিলেন ফিরমিনোকে দলে রাখতে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড প্রথমে চুক্তি নবায়নে আগ্রহী ছিলেন ঠিকই। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।
জার্মান ক্লাব হফেনহাইম থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর ৩৫৩টি ম্যাচ খেলে ১০৭টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭০টি গোল। অল রেডদের হয়ে ২০১৯-২০ মৌসুমে সালাহ-ফিরমিনো-মানে ছিলেন দুর্দান্ত ছন্দে। লিভারপুল ওই মৌসুমেই ৩০ বছর পর অধরা প্রিমিয়ার লিগ জিতে নেয়। অ্যান ফিল্ডে আট বছরের ক্যারিয়ারে ৮টি শিরোপা জিতে ৩১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
সাম্প্রতিক সময়ে পেশির চোট এবং পারফরম্যান্সের ঘাটতির ফলে দলে অনিয়মিত হয়ে পড়েন ফিরমিনো। চলতি মৌসুমে আক্রমণভাগে কোডি গাকপো এবং ডারউইন নুনেজের যোগদান ফিরমিনোর দলের নিয়মিত সুযোগ পাওয়ার সম্ভাবনা আরও কমিয়ে দেয়। চলতি মৌসুম শেষে দারুণ এই ত্রয়ীর আরেক তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছে।
গত কয়েক মৌসুমে সোনালি সময় কাটানো ইউরোপের এই জায়ান্ট ক্লাব এখন নিজেদের হারিয়ে খুঁজছে। অ্যানফিল্ডে মানে-ফিরমিনোর অভাব গাকপো-নুনেজরা পূরণ করতে পারবেন কি না, সেটা সময়ই বলে দিবে।
রানে ছিলেন না। শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজে রানে ফিরেছেন লিটন দাস। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছেন বাংলাদেশকে, হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। এখন অধিনায়কের উচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে দল গড়া। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজকে ঘিরে তেমন কিছু ভাবছেন..
১৮ মিনিট আগেজাতীয় ব্যাডমিন্টনে পুরুষ এককে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন খন্দকার আবদুস সোয়াদ। এনিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশ আনসারের এই শাটলার। নারী এককে দেখা মিলেছে নতুন রানির। ঊর্মি আক্তারকে হারিয়ে প্রথমবার মুকুট পেয়েছেন নাছিমা খাতুন।
২২ মিনিট আগেবাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজে মিরপুরের উইকেট কেমন হবে, এ নিয়ে ধোঁয়াশা। তবে এই মাঠের উইকেট কখনো বোলারদের ঠকায় না, এটাই তো চেনা-জানা পরিচয়। আজ তো সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে কিছুটা রসিকতার সঙ্গে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেই ফেলেছেন, বোলার হিসেবে মিরপুরে খেললে তাঁর ক্যারিয়ার বড় হতো।
১ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপ নিয়ে ধীরে ধীরে কাটছিল অনিশ্চয়তা। সূচি প্রকাশ না করা হলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন হয়েছিল।
৪ ঘণ্টা আগে