Ajker Patrika

তিনে তিন ব্রাজিলের

তিনে তিন ব্রাজিলের

ঢাকা: ম্যাচের নির্ধারিত সময় শেষে ব্রাজিল-কলম্বিয়া ১-১ গোলে সমতা। অতিরিক্ত সময়ের ১০ মিনিটের খেলা চলছে। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে নেইমারের নেওয়া কর্নার কিক চিলের মতো ছো মেরে জালে জড়িয়ে দেন কাসিমিরো। ম্যাচের অন্তিমলগ্নে জয়সূচক গোল পেয়ে উল্লাসে ফেটে পড়ে সেলেসাওরা। এই গোলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন নেইমাররা। 

ম্যাচে শুরুতেই গোল খায় ব্রাজিল। ১০ মিনিটের মাথায় কলম্বিয়াকে এগিয়ে দেন লুইস দিয়াজ। পোর্তোর হয়ে খেলা এই ফরোয়ার্ড অসাধারণ দক্ষতায় দৃষ্টিনন্দন এক ব্যাক ভলি করে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন। সতীর্থ হুয়ান কুয়াদ্রাদোর ক্রস অবশ্য ছিল উইলমার বেরিওসের উদ্দেশ্যে। তবে সময়মতো বলের পজিশনে গিয়ে শরীর হাওয়ায় ভাসিয়ে দিয়ে বলকে জালের পথ দেখান দিয়াজ। 

গোল শোধে মরিয়া হয়ে উঠে ব্রাজিল। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও একাধিক গোলের সুযোগ তৈরি করে সেলেসাওরা। একাধিকবার গোলের কাছে গিয়ে ফিরে আসতে হয়। একবার তো কলম্বিয়ার গোলরক্ষক ওসপিনাকে পরাস্ত করেও নেইমারের শট বারে লেগে ফিরে আসে। তবে গোল পেতে এরপর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৭৮ মিনিটে রবার্তো ফিরমিনোর গোলে সমতায় ফিরে ব্রাজিল। তবে তার আগে বল রেফারির পায়ে লাগায় গোল বাতিল করার আবেদন জানায় কলম্বিয়ানরা। ভারে সিদ্ধান্ত ব্রাজিলের পক্ষে যায়। 

দ্বিতীয়ার্ধে প্রচুর পাস খেলে মাঝমাঠের দখল নেয় ব্রাজিল। বারবার গোলমুখে গিয়ে খেই হারিয়ে ফেলছিলেন নেইমার-জেসুসরা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে কাসিমিরোর গোল ২-১ গোলে জয় এনে দেয় ব্রাজিলকে। প্রথম দুই ম্যাচ জিতে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে ব্রাজিলের। কলম্বিয়ার সঙ্গে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও নিশ্চিত করেছে তিতের শিষ্যরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত