নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পেশাদার লিগে প্রথমবারের মতো খেলতে নেমেই ‘দৈত্য’ বধ করেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। ২০২১-২২ বাংলাদেশ প্রিমিয়ার লিগ মৌসুমের প্রথম ম্যাচেই ‘পুঁচকে’দের কাছে অঘটনের শিকার বর্তমান ও টানা লিগ শিরোপাজয়ী দল বসুন্ধরা কিংস।
টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম। মাঠের জায়গায় জায়গায় উঠে গেছে ঘাস। ঘাসহীন, ছিলে যাওয়া মাঠে সময়-সময় হোঁচট খেলেন বসুন্ধরার খেলোয়াড়েরা। মাঠের পারফরম্যান্সের প্রভাব পড়ল ফলেও। নবাগত স্বাধীনতার কাছে ২-১ গোলে হেরে গেছে বসুন্ধরা।
মাঠ নিয়ে ফুটবল ও আর্চারি ফেডারেশনের দড়ি টানাটানির মধ্যেই আজ বিকেল ৩টায় শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে গড়ায় এ মৌসুমের প্রথম ম্যাচ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রথম গোলটা স্বাধীনতার, পেনাল্টির কল্যাণে।
ম্যাচের ২২ মিনিটে বক্সের ভেতর আতিকুর রহমান ফাহাদের হাতে বল লাগলে মাঠের রেফারি আলমগীর এড়িয়ে গেলেও সহকারী রেফারি মনির ঢালি পতাকা তুলে পেনাল্টির অনুরোধ করেন। পরে পেনাল্টির বাঁশি বাজান রেফারি আলমগীর। স্পট কিকে জিকোকে পরাস্ত করে স্বাধীনতাকে এগিয়ে নেন বসনিয়ান নেডো তুর্কোভিজ।
৩৮ মিনিটে বসনিয়ান ফরোয়ার্ড স্টোয়ান ভ্রানিয়াসের নেওয়া নিচু ফ্রি-কিক ডান দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক সারওয়ার জাহান।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলিয়ান রবসনের কর্নারে লাফিয়ে উঠে হেড করেন খালেদ শাফি, কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে ভালো খেলেও ১-০ গোলে পিছিয়ে থাকে বসুন্ধরা কিংস। বিরতি থেকে ফিরেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বসুন্ধরা কিংস। স্বাধীনতার হয়ে গোল করেন রাসেল আহমেদ।
ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে উঠে বসুন্ধরা কিংস। ৪৮ মিনিটে স্টোয়ান ভ্রানিয়েসের ফ্রি-কিক ঝাঁপিয়ে রক্ষা করেন সারওয়ার জাহান।
৭৩ মিনিটে তৌহিদুল আলম সবুজের গোলে ম্যাচে ফেরার আভাস দেয় বসুন্ধরা কিংস। বাম দিক থেকে ইয়াসিন আরাফাতের বাড়ানো বল থেকে বক্সের ভেতরে মাথা লাগিয়ে লক্ষ্যভেদ করেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। তাতে শেষ রক্ষা হয়নি বসুন্ধরার। শিরোপা ধরে রাখার মিশনটা শুরু হয়েছে হোঁচট দিয়েই। ম্যাচ শেষে ফলটা মানতে পারলেন না বসুন্ধরা অধিনায়ক রবসন রবিনহো, তেড়ে গেলেন ম্যাচের রেফারি আলমগীর সরকারের দিকে। শেষে পুলিশ পাহারায় মাঠ ছেড়েছেন রেফারিরা।
পেশাদার লিগে প্রথমবারের মতো খেলতে নেমেই ‘দৈত্য’ বধ করেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। ২০২১-২২ বাংলাদেশ প্রিমিয়ার লিগ মৌসুমের প্রথম ম্যাচেই ‘পুঁচকে’দের কাছে অঘটনের শিকার বর্তমান ও টানা লিগ শিরোপাজয়ী দল বসুন্ধরা কিংস।
টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম। মাঠের জায়গায় জায়গায় উঠে গেছে ঘাস। ঘাসহীন, ছিলে যাওয়া মাঠে সময়-সময় হোঁচট খেলেন বসুন্ধরার খেলোয়াড়েরা। মাঠের পারফরম্যান্সের প্রভাব পড়ল ফলেও। নবাগত স্বাধীনতার কাছে ২-১ গোলে হেরে গেছে বসুন্ধরা।
মাঠ নিয়ে ফুটবল ও আর্চারি ফেডারেশনের দড়ি টানাটানির মধ্যেই আজ বিকেল ৩টায় শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে গড়ায় এ মৌসুমের প্রথম ম্যাচ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রথম গোলটা স্বাধীনতার, পেনাল্টির কল্যাণে।
ম্যাচের ২২ মিনিটে বক্সের ভেতর আতিকুর রহমান ফাহাদের হাতে বল লাগলে মাঠের রেফারি আলমগীর এড়িয়ে গেলেও সহকারী রেফারি মনির ঢালি পতাকা তুলে পেনাল্টির অনুরোধ করেন। পরে পেনাল্টির বাঁশি বাজান রেফারি আলমগীর। স্পট কিকে জিকোকে পরাস্ত করে স্বাধীনতাকে এগিয়ে নেন বসনিয়ান নেডো তুর্কোভিজ।
৩৮ মিনিটে বসনিয়ান ফরোয়ার্ড স্টোয়ান ভ্রানিয়াসের নেওয়া নিচু ফ্রি-কিক ডান দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক সারওয়ার জাহান।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলিয়ান রবসনের কর্নারে লাফিয়ে উঠে হেড করেন খালেদ শাফি, কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে ভালো খেলেও ১-০ গোলে পিছিয়ে থাকে বসুন্ধরা কিংস। বিরতি থেকে ফিরেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বসুন্ধরা কিংস। স্বাধীনতার হয়ে গোল করেন রাসেল আহমেদ।
ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে উঠে বসুন্ধরা কিংস। ৪৮ মিনিটে স্টোয়ান ভ্রানিয়েসের ফ্রি-কিক ঝাঁপিয়ে রক্ষা করেন সারওয়ার জাহান।
৭৩ মিনিটে তৌহিদুল আলম সবুজের গোলে ম্যাচে ফেরার আভাস দেয় বসুন্ধরা কিংস। বাম দিক থেকে ইয়াসিন আরাফাতের বাড়ানো বল থেকে বক্সের ভেতরে মাথা লাগিয়ে লক্ষ্যভেদ করেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। তাতে শেষ রক্ষা হয়নি বসুন্ধরার। শিরোপা ধরে রাখার মিশনটা শুরু হয়েছে হোঁচট দিয়েই। ম্যাচ শেষে ফলটা মানতে পারলেন না বসুন্ধরা অধিনায়ক রবসন রবিনহো, তেড়ে গেলেন ম্যাচের রেফারি আলমগীর সরকারের দিকে। শেষে পুলিশ পাহারায় মাঠ ছেড়েছেন রেফারিরা।
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরশু প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছে ৭ উইকেটের আয়েশি জয়। একই ভেন্যুতে আজ দ্বিতীয় ওয়ানডেতেও দাপট দেখাচ্ছে বাংলাদেশ।
১৯ মিনিট আগেতিক্ত সম্পর্কের কারণে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন হচ্ছে না ১২ বছর ধরে। এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টেই শুধু মুখোমুখি হওয়ার সুযোগ পায় এই দুই দল। তবে এখন থেকে ক্রিকেটীয় সম্পর্কও ছিন্ন করতে বললেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
৩৮ মিনিট আগেমুহাম্মাদ আব্বাসের আন্তর্জাতিক অভিষেক হয়েছে তাঁর জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে—ওয়ানডে অভিষেকে মাত্র ২৪ বলে ফিফটি করে গড়েছেন দ্রুততম ফিফটির রেকর্ড। বর্তমানে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে এসেছেন বাংলাদেশ সফরে।
১ ঘণ্টা আগেসুপারম্যান, বাজপাখি—ইন্টার মিলানের গোলরক্ষক ইয়ান সোমেরের গত রাতের পারফরম্যান্স দেখে এসব উপাধিই মনে আসবে। প্রাণপণে লড়তে থাকা বার্সেলোনাকে বলতে গেলে তিনিই হারিয়ে দিয়েছেন। গোলপোস্টের নিচে দাঁড়িয়ে বার্সার একের পর এক শট ফিরিয়ে দিয়ে সোমের বনে গেলেন ম্যাচের মহানায়ক।
২ ঘণ্টা আগে