প্রায় এক দশক হতে চলল, অ্যালেক্স ফার্গুসনের শূন্যস্থানটা ভরাট করতে পারলেন না কোনো কোচই। ডেভিড ময়েস, হোসে মরিনহো, লুইস ফন গালরা এলেন আর গেলেন। যোগ্য কোচের অভাবে ফার্গুসনের সাজানো ম্যানচেস্টার ইউনাইটেড যেন এখন বেহুলার সংসার।
২০১৩ সালে ফার্গুসনের পর ওল্ড ট্রাফোর্ডে কোচ বদল হয়েছে সাতবার। আগামী মৌসুমে ডাগআউটে আসবেন অষ্টম কোচ এরিক টেন হাগ। বড় নামের গুণী কোচেরাই যখন সাফল্য আনতে পারলেন না, টেন হাগের জাদুতে অতীতের সোনালি সুদিন ফিরবে কি না, তা নিয়ে সন্দিহান খোদ রেড ডেভিল সমর্থকেরাই!
বর্তমানে আয়াক্সের দায়িত্বে থাকা টেন হাগ দায়িত্ব নেবেন আগামী মৌসুমের শুরুতে। এই মৌসুমের শেষ পর্যন্ত যেহেতু তিনি অন্য আরেক দলের কোচ, তাই প্রকাশ্যে টেন হাগের ম্যানচেস্টার নাম মুখে নেওয়া আপাতত বারণ। এদিকে অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিকের কোচিংয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ হারিয়েছে ম্যানইউ। অধৈর্য হয়ে উঠছেন ভক্তরা।
গুঞ্জন আছে, টেন হাগের পরিকল্পনায় থাকছে না ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। কিন্তু এর পরও সমর্থকদের শান্ত করতে নতুন কোচের ঢাল হয়েছেন রোনালদো। ম্যানইউ অফিশিয়াল ওয়েবসাইটে সবাইকে ধৈর্য ধরার আহ্বান পর্তুগিজ মহাতারকার। বলেছেন, ‘আমি জানি তিনি (টেন হাগ) আয়াক্সে দারুণ কাজ করেছেন এবং তিনি একজন অভিজ্ঞ কোচ। কিন্তু তাঁকে আমাদের পর্যাপ্ত সময় দিতে হবে।’
সময় পেলে টেন হাগ আবারও অতীতের সুদিন ফিরিয়ে আনতে পারবেন বলেও বিশ্বাস রোনালদোর, ‘টেন হাগ যেভাবে এগোতে চান, সেভাবে অবশ্যই পরিবর্তন আনা সম্ভব। আর সবাই যদি নিজ নিজ জায়গায় ভালো করে, তাহলে অবশ্যই ম্যানইউ ঘুরে দাঁড়াবে। একজন ভক্ত হিসেবেও নতুন কোচকে ঘিরে আমরা রোমাঞ্চিত। আমাদের এতটুকু বিশ্বাস রাখতে হবে যে আগামী মৌসুমে অবশ্যই আমাদের শিরোপা জেতা সম্ভব।’
প্রায় এক দশক হতে চলল, অ্যালেক্স ফার্গুসনের শূন্যস্থানটা ভরাট করতে পারলেন না কোনো কোচই। ডেভিড ময়েস, হোসে মরিনহো, লুইস ফন গালরা এলেন আর গেলেন। যোগ্য কোচের অভাবে ফার্গুসনের সাজানো ম্যানচেস্টার ইউনাইটেড যেন এখন বেহুলার সংসার।
২০১৩ সালে ফার্গুসনের পর ওল্ড ট্রাফোর্ডে কোচ বদল হয়েছে সাতবার। আগামী মৌসুমে ডাগআউটে আসবেন অষ্টম কোচ এরিক টেন হাগ। বড় নামের গুণী কোচেরাই যখন সাফল্য আনতে পারলেন না, টেন হাগের জাদুতে অতীতের সোনালি সুদিন ফিরবে কি না, তা নিয়ে সন্দিহান খোদ রেড ডেভিল সমর্থকেরাই!
বর্তমানে আয়াক্সের দায়িত্বে থাকা টেন হাগ দায়িত্ব নেবেন আগামী মৌসুমের শুরুতে। এই মৌসুমের শেষ পর্যন্ত যেহেতু তিনি অন্য আরেক দলের কোচ, তাই প্রকাশ্যে টেন হাগের ম্যানচেস্টার নাম মুখে নেওয়া আপাতত বারণ। এদিকে অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিকের কোচিংয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ হারিয়েছে ম্যানইউ। অধৈর্য হয়ে উঠছেন ভক্তরা।
গুঞ্জন আছে, টেন হাগের পরিকল্পনায় থাকছে না ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। কিন্তু এর পরও সমর্থকদের শান্ত করতে নতুন কোচের ঢাল হয়েছেন রোনালদো। ম্যানইউ অফিশিয়াল ওয়েবসাইটে সবাইকে ধৈর্য ধরার আহ্বান পর্তুগিজ মহাতারকার। বলেছেন, ‘আমি জানি তিনি (টেন হাগ) আয়াক্সে দারুণ কাজ করেছেন এবং তিনি একজন অভিজ্ঞ কোচ। কিন্তু তাঁকে আমাদের পর্যাপ্ত সময় দিতে হবে।’
সময় পেলে টেন হাগ আবারও অতীতের সুদিন ফিরিয়ে আনতে পারবেন বলেও বিশ্বাস রোনালদোর, ‘টেন হাগ যেভাবে এগোতে চান, সেভাবে অবশ্যই পরিবর্তন আনা সম্ভব। আর সবাই যদি নিজ নিজ জায়গায় ভালো করে, তাহলে অবশ্যই ম্যানইউ ঘুরে দাঁড়াবে। একজন ভক্ত হিসেবেও নতুন কোচকে ঘিরে আমরা রোমাঞ্চিত। আমাদের এতটুকু বিশ্বাস রাখতে হবে যে আগামী মৌসুমে অবশ্যই আমাদের শিরোপা জেতা সম্ভব।’
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
১৩ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
১৫ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
১৬ ঘণ্টা আগে