খেলোয়াড়দের প্রতি ভক্ত-সমর্থকদের প্রত্যাশা থাকে অনেক। অনেক সময় সেই প্রত্যাশা পূরণ করতে না পারলে কেউ কেউ মেজাজ হারিয়ে বসেন। সমর্থকের হাতে ফুটবলারের রক্তাক্ত হওয়ার ঘটনা কম নয়। তেমন এক ঘটনা ঘটল ব্রাজিলের ফুটবলে। দেশটির শীর্ষস্থানীয় ক্লাব করিন্থিয়ানসের মিডফিল্ডার লুয়ানকে ছুরি মেরেছেন এক সমর্থক।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার পারফরম্যান্সে নাখোশ ছিলেন ওই সমর্থক। গত মঙ্গলবার সাও পাওলোয় এক মোটেলের বাইরে এই অপ্রত্যাশিত ঘটনা ঘটে। সমর্থকের এই কাণ্ডকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে উল্লেখ করেছে করিন্থিয়ানস। এই ঘটনার নিন্দাও জানিয়েছে তারা।
ক্লাবটি এক বিবৃতিতে জানায়, সমর্থকের হাতে লুয়ান এমন আহত হওয়ার খবরে করিন্থিয়ানস অত্যন্ত দুঃখ প্রকাশ করছে।
লুয়ানের জখম অবশ্য তেমন গুরুতর নয়। পরে ইনস্টাগ্রামে নিজের রক্তমাখা কাপড়ের ছবি পোস্ট করেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
এই মৌসুম শেষে করিন্থিয়ানসের সঙ্গে চুক্তি শেষ হবে লুয়ানের। ২০২০ সালে ক্লাবটিতে যোগ দিয়ে ৮০ ম্যাচে ১১ গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। গত দুই মৌসুমে করিন্থিয়ানসে ছিলেন অনিয়মিত।
লুয়ানের এই পরিসংখ্যান মোটেও চমকপ্রদ নয়। যার কারণে হয়তো ওই হামলাকারী সমর্থক এমন কাণ্ড করে বসেন। এমনকি তিনি করিন্থিয়ানস কর্তৃপক্ষের কাছে আর্জি জানান, দ্রুত লুয়ানের চুক্তি বাতিল করতে।
একসময় লুয়ানের দিকে চোখ ছিল লিভারপুলের। ২০১৬ রিও অলিম্পিকে স্বর্ণপদকও জেতেন তিনি। ব্রাজিলের ক্লাব ফুটবল ইতিহাসের সফল ক্লাবের একটি করিন্থিয়ানস। তবে এই মৌসুমে ধুঁকছে তারা। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বাদ পড়েছে কোপা লিবার্তোদোরেসের গ্রুপ পর্ব থেকে।
খেলোয়াড়দের প্রতি ভক্ত-সমর্থকদের প্রত্যাশা থাকে অনেক। অনেক সময় সেই প্রত্যাশা পূরণ করতে না পারলে কেউ কেউ মেজাজ হারিয়ে বসেন। সমর্থকের হাতে ফুটবলারের রক্তাক্ত হওয়ার ঘটনা কম নয়। তেমন এক ঘটনা ঘটল ব্রাজিলের ফুটবলে। দেশটির শীর্ষস্থানীয় ক্লাব করিন্থিয়ানসের মিডফিল্ডার লুয়ানকে ছুরি মেরেছেন এক সমর্থক।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার পারফরম্যান্সে নাখোশ ছিলেন ওই সমর্থক। গত মঙ্গলবার সাও পাওলোয় এক মোটেলের বাইরে এই অপ্রত্যাশিত ঘটনা ঘটে। সমর্থকের এই কাণ্ডকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে উল্লেখ করেছে করিন্থিয়ানস। এই ঘটনার নিন্দাও জানিয়েছে তারা।
ক্লাবটি এক বিবৃতিতে জানায়, সমর্থকের হাতে লুয়ান এমন আহত হওয়ার খবরে করিন্থিয়ানস অত্যন্ত দুঃখ প্রকাশ করছে।
লুয়ানের জখম অবশ্য তেমন গুরুতর নয়। পরে ইনস্টাগ্রামে নিজের রক্তমাখা কাপড়ের ছবি পোস্ট করেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
এই মৌসুম শেষে করিন্থিয়ানসের সঙ্গে চুক্তি শেষ হবে লুয়ানের। ২০২০ সালে ক্লাবটিতে যোগ দিয়ে ৮০ ম্যাচে ১১ গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। গত দুই মৌসুমে করিন্থিয়ানসে ছিলেন অনিয়মিত।
লুয়ানের এই পরিসংখ্যান মোটেও চমকপ্রদ নয়। যার কারণে হয়তো ওই হামলাকারী সমর্থক এমন কাণ্ড করে বসেন। এমনকি তিনি করিন্থিয়ানস কর্তৃপক্ষের কাছে আর্জি জানান, দ্রুত লুয়ানের চুক্তি বাতিল করতে।
একসময় লুয়ানের দিকে চোখ ছিল লিভারপুলের। ২০১৬ রিও অলিম্পিকে স্বর্ণপদকও জেতেন তিনি। ব্রাজিলের ক্লাব ফুটবল ইতিহাসের সফল ক্লাবের একটি করিন্থিয়ানস। তবে এই মৌসুমে ধুঁকছে তারা। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বাদ পড়েছে কোপা লিবার্তোদোরেসের গ্রুপ পর্ব থেকে।
চোটে পড়ায় এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম চার ম্যাচে খেলতে পারেননি জসপ্রীত বুমরা। ফেরার পরই দারুণ ছন্দে ভারতীয় এই পেসার। ছন্দে থাকা বুমরা এবার ভেঙেছেন মোস্তাফিজুর রহমানের একটি রেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতে পেসারদের মধ্যে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গত রাতে...
৯ মিনিট আগেশাদাব খান রেকর্ডটা গড়তে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকেই বেছে নিলেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শাদাব উইকেটের সেঞ্চুরি পূর্ণ করলেন। পাকিস্তানি লেগস্পিনারের রেকর্ড গড়ার দিনে রিশাদ হোসেন আরও পিছিয়ে পড়লেন।
১ ঘণ্টা আগেসংবাদ সম্মেলনের শুরুর দিকেই নাজমুল হোসেন শান্ত স্বীকার করে নিলেন, তাঁর আউটের চরম মূল্য দিতে হয়েছে দলকে, ‘আমার আউটটা আমাদের পুরো ব্যাটিং নষ্ট করে ফেলেছে।’ জিম্বাবুয়ের বিপক্ষে এই সিলেট টেস্টে দুই ইনিংসেই বাংলাদেশের ব্যাটিং বলার মতো হয়নি। বোলারদের জোর চেষ্টা তাই বৃথাই গেছে। ২০১৮ সালে সর্বশেষ...
২ ঘণ্টা আগেরিয়াল-বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকো নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহের তো কমতি থাকে না। ফাইনাল হলে তো কথাই নেই। সাড়ে তিন মাস পর আরও একটি ‘এল-ক্লাসিকো’ ফাইনালের আগে বার্সাকে একরকম হুমকি দিয়ে রাখল রিয়াল।
২ ঘণ্টা আগে