Ajker Patrika

চার মাসের মাথায় চুক্তি বাতিল ইস্কোর

চার মাসের মাথায় চুক্তি বাতিল ইস্কোর

ইস্কোকে ছেড়ে দিচ্ছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। দুই পক্ষ চুক্তি বাতিলের সিদ্ধান্তে পৌঁছেছে। চার মাস আগে ফ্রি ট্রান্সফারে সাবেক স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে চুক্তি করেছিল ক্লাবটি।

রিয়াল মাদ্রিদে ৯ বছরের দারুণ এক অধ্যায় কাটানোর পর গত আগস্টে দুই বছরের চুক্তিতে সেভিয়ায় যোগ দেন ৩০ বছর বয়সী তারকা। কিন্তু সেই চুক্তি আর দীর্ঘ হচ্ছে না।

২০১৩ সালে মালাগা থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে আসেন ইস্কো। রিয়ালকে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা লিগা জেতাতে অবদান রাখেন তিনি। এরপর পাড়ি যোগ দেন সেভিয়ায়। আন্দালুসিয়ান ক্লাবটির হয়ে ১৯ ম্যাচে মাত্র এক গোল করেছেন ইস্কো। অ্যাসিস্ট করেছেন তিনটি।

ইস্কোকে ছেড়ে দেওয়ার প্রসঙ্গে সেভিয়া এক বিবৃতিতে জানায়, ‘ক্লাব ইস্কোর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে।’

সেভিয়ায় ইস্কোর প্রেজেন্টেশনের দিন ১০ হাজারেরও বেশি সমর্থক এসেছিলেন। গত অক্টোবরে কোচ হুলেন লোপেতেগিকে বরখাস্ত করে ক্লাবটি। তাঁর স্থলাভিষিক্ত হন হোর্হে সাম্পাওলি। কিন্তু আর্জেন্টিনার জাতীয় দলের সাবেক কোচের রাডারে নেই ইস্কো।

কাতার বিশ্বকাপ শেষে ২৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে লা লিগার ২০২২-২৩ মৌসুমের বাকি ম্যাচ। চলতি মৌসুমে অবনমন অঞ্চলে আছে সেভিয়া। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মৌসুমের মাঝপথের দল-বদলে নতুনভাবে নিজেদের গোছাতে চায় স্প্যানিশ ক্লাবটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত