Ajker Patrika

২০১৪ বিশ্বকাপের সঙ্গে এই আর্জেন্টিনা দলের মিল পাচ্ছেন মেসি

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১২: ৫৬
২০১৪ বিশ্বকাপের সঙ্গে এই আর্জেন্টিনা দলের মিল পাচ্ছেন মেসি

আরেকটি ফুটবল বিশ্বকাপ। আরেকবার আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা খরা কাটানোর অভিযান। সর্বশেষ রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে যাত্রা থেমে গেলেও আগেরবার কাছ থেকে স্বপ্নভঙ্গ হয়েছিল মেসিদের। সেবার ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে জার্মানির কাছে হেরে শিরোপা জেতা হয়নি আলবিসেলেস্তেদের। এবারের কাতার বিশ্বকাপের দলটিকে ২০১৪ বিশ্বকাপের মতো বলছেন লিওনেল মেসি। 

আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তার আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। দুই দলের মাঝে মিল নিয়ে সাতবারের ব্যালন ডি অর জয়ী এই তারকা বলেন, ‘এই স্কোয়াড সত্যি আমাকে ২০১৪ স্কোয়াডের কথা মনে করিয়ে দিচ্ছে। এটাও অনুরূপ শক্তিশালী দল। সেবার আমরা খুব ঐক্যবদ্ধ ছিলাম। মাঠে আমাদের কী করতে হবে সে সম্পর্কে বেশ স্পষ্ট ছিলাম। এবারও তেমন দল নিয়ে এখানে আসতে পারাটা আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে।’

আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

এমনিতে এবার আশা জাগিয়েই কাতার বিশ্বকাপে খেলতে গেছে আর্জেন্টিনা। টানা ৩৬ ম্যাচ অপরাজেয় দুইবারের বিশ্বকাপ জয়ী দলটি। দলের মধ্যে বেশ ভালো বোঝাপড়া। বিশ্বব্যাপী অনেক ফুটবল ভক্তই তাই এবার আর্জেন্টিনার হাতে বিশ্বকাপের সোনালি শিরোপাটা দেখতে চান। এ নিয়ে মেসি বলেন, ‘হ্যাঁ, এটা দুর্দান্ত যে, অনেক সমর্থক আমাদের সমর্থন জানাচ্ছেন। অনেকজন চায় আমরা বিশ্বকাপ জিতি। তাদের যে ভালোবাসা পেয়েছি তার প্রতি আমি কৃতজ্ঞ। আমি যেখানেই গিয়েছি, তা খুব ভালোভাবে অনুভব করেছি।’ 

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত