Ajker Patrika

ব্রাজিলের কোচ হতে ক্লাবের দায়িত্ব ছাড়লেন দোরিভাল

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৮: ১৫
ব্রাজিলের কোচ হতে ক্লাবের দায়িত্ব ছাড়লেন দোরিভাল

২০২২ বিশ্বকাপ ব্যর্থতার পর থেকে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ব্রাজিলের। মাঠের পারফরম্যান্স তো ভালো হচ্ছেই না। একই সঙ্গে কোনো স্থায়ী কোচও তারা পায়নি। সবকিছু ঠিকঠাক থাকলে অবশেষে সেলেসাওরা স্থায়ী কোচ পেতে যাচ্ছে। 

ব্রাজিলের ভারপ্রাপ্ত কোচের পদ থেকে গত শুক্রবার বরখাস্ত হয়েছেন ফার্নান্দো দিনিজ। এরপরই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নতুন কোচ হওয়ার ব্যাপারে দোরিভাল জুনিয়রের নাম শোনা যায়। তিনি তখন ছিলেন দেশটির ক্লাব সাও পাওলোর প্রধান কোচ। অবশেষে সাও পাওলোর সঙ্গে চুক্তি বাতিল করেছেন দোরিভাল। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে তাঁর কোচ হওয়ার কথা এখনো অফিসিয়ালি জানায়নি ঠিকই। তবে সাও পাওলো গত রাতে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে দোরিভালের দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছে। সাও পাওলো ক্লাবের প্রধান হুলিও কাসারেস এক বিবৃতিতে বলেন, ‘দোরিভালকে আমন্ত্রণ জানানো প্রমাণ করে যে আমরা সঠিক পথেই আছি। এখন এটা ছিল দোরিভালের ব্যাপার, যাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আমার ম্যানেজমেন্টের শেষ পর্যন্ত সাও পাওলোর সঙ্গে চুক্তি নবায়নের। আপনার (দোরিভাল) নতুন চ্যালেঞ্জে সফল হতে শুভ কামনা জানাই।’

সাও পাওলোতো দুই দফায় কোচের দায়িত্বে ছিলেন দোরিভাল। প্রথম মেয়াদ ছিল ২০১৭-এর জুলাই থেকে ২০১৮-এর মার্চ পর্যন্ত। এরপর গত বছরের এপ্রিলে পুনরায় ক্লাবটিতে কোচের পদে যোগদান করেন তিনি। সাও পাওলোকে জিতিয়েছেন ২০২৩ কোপা দো ব্রাজিল। দোরিভাল বলেন, ‘এটা হচ্ছে ব্যক্তিগত স্বপ্নের বাস্তবায়ন। তা সম্ভব হয়েছে সাও পাওলোতে আমার কাজের জন্য যে স্বীকৃতি পেয়েছি। সাম্প্রতিক সময়ে ক্লাবে অবকাঠামোগত যে উন্নতি হয়েছে, তাতে ক্লাব যথোপযুক্ত পেশাদার ব্যক্তিকে খুঁজে নিতে প্রস্তুত। ভক্ত-সমর্থকদের থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, সেজন্য তাদের ধন্যবাদ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত