Ajker Patrika

আল-নাসরের বড় জয়ে ভক্তদের ধন্যবাদ জানালেন রোনালদো

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১০: ৪১
Thumbnail image

সময়টা ভালো যাচ্ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর। মাঠ ও মাঠের বাইরে সমালোচনা যেন ছিল তাঁর নিত্যসঙ্গী। গতকাল সেই সমালোচনার জবাব দিলেন গোল করে। তাঁর গোল করার দিনে বড় জয় পেয়েছে আল-নাসর। দলের দুর্দান্ত জয়ে ভক্তদের ধন্যবাদ জানালেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। 

গতকাল রিয়াদের কেএসইউ স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল-নাসর ও আল-রায়েদ। ম্যাচের ৪ মিনিটে গোল করেন রোনালদো। টানা তিন ম্যাচ পর গোল করলেন তিনি। পর্তুগিজ ফরোয়ার্ডের গোলে ১-০তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আল-নাসর। দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠেন রোনালদোরা। ৫৫ মিনিটে আব্দুর রহমান গালিব করেন দ্বিতীয় গোল আর ৯০ মিনিটে আল-নাসরের তৃতীয় গোল করেন মোহাম্মদ মারান। আর অতিরিক্ত সময়ে আব্দুল মাজিদ আল-সুলাইহিমের গোলে ৪-০ গোলের দুর্দান্ত জয় পায় আল-নাসর। আল-নাসরের বড় জয়ের পর ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে রোনালদো লিখেছেন, ‘দারুণ জয়। দল দুর্দান্ত খেলেছে। ভক্তদের বিশেষ ধন্যবাদ সব সময় এমন দারুণভাবে সমর্থন দেওয়ার জন্য।’ 

৪-০ গোলের বড় জয়ে সৌদি প্রো লিগে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান একটু পোক্ত করল আল-নাসর। ২৫ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আল-নাসর। শীর্ষে থাকা আল–ইতিহাদের পয়েন্ট ৫৯।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত