Ajker Patrika

রোনালদোকে ছাড়াই জিতল পর্তুগাল

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৩: ০৮
রোনালদোকে ছাড়াই জিতল পর্তুগাল

আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে দারুণ এক জয় পেয়েছিল পর্তুগাল। দুই হলুদ কার্ডের খাঁড়ায় সেই ম্যাচে নিষেধাজ্ঞায় পড়েন পর্তুগিজ তারকা। আইরিশদের বিপক্ষে সেই ম্যাচের পর তাই জাতীয় ছেড়ে নতুন ক্লাব ম্যানইউর ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। রোনালদোকে ছাড়াও পর্তুগালের জয় আটকাতে পারেনি কাতার।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রোনালদোকে ছাড়া কাতারের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে পর্তুগাল। আগের ম্যাচের একাদশে এদিন ১১টি পরিবর্তন আনেন পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। পর্তুগালের হয়ে গোল তিনটি করেন আন্দ্রে সিলভা, অভিষিক্ত ওটাভিও ও ব্রুনো ফার্নান্দেজ। কাতারের হয়ে একমাত্র গোলটি করেন আবদেলকরিম হাসান।

এদিন প্রথমার্ধে দারুণ শুরু করে বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতার। নবম মিনিটে এগিয়েও যেতে পারত। কিন্তু আবদেলআজিজ হাতিমের শট পোস্টে লাগলে হতাশ হতে হয় তাদের। ম্যাচের ১৬ মিনিটের সময় হাতিমের আরেকটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন পর্তুগাল গোলরক্ষক।

নিজেদের গুছিয়ে নিতে একটু সময় নেওয়া পর্তুগাল ৯০ সেকেন্ডের মধ্যে দুই গোল করে এগিয়ে যায়। ২৩ মিনিটে সতীর্থের ক্রস থেকে হেডে প্রথম গোলটি করেন সিলভা। পরের মিনিটে হেডে বল জালে জড়িয়ে ব্যবধান বাড়ান পর্তুগালের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামা ওটাভিও।

প্রথমার্ধের শেষ দিকে অবশ্য বড় ধাক্কা খায় কাতার। ডি বক্সের কাছাকাছি পর্তুগালের গনঞ্জালো গেদেসকে ফাউল করে বসেন গোলরক্ষক মেশাল বারশাম। ভিএআরের সহায়তায় তাঁকে লাল কার্ড দেখান রেফারি। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে গোল করে ব্যবধান কমান আবদেলকরিম। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ডিয়েগো জোতা ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পর্তুগাল। পেনাল্টি থেকে গোল করেন ম্যানইউ মিডফিল্ডার ব্রুনো। তবে রেফারির সিদ্ধান্তের বিপক্ষে অসন্তোষ প্রকাশ করায় সরাসরি লাল কার্ড দেখেন কাতারের বুয়ালেম।

বিশ্বকাপ বাছাইপর্বের পরের ম্যাচে রোনালদোকে পাচ্ছে না পর্তুগাল। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আগামী মঙ্গলবার আজারবাইজানের মুখোমুখি হবে ২০১৬ ইউরো জয়ীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত