কালীপ্রসন্ন ঘোষ বাঙালি সাহিত্যিক হওয়ায় তাঁর ‘পারিব না’ কবিতাটি পড়ার সম্ভাবনা খুব কম বায়ার্ন মিউনিখের কর্তা ব্যক্তিদের। জার্মান ক্লাবের কর্মকর্তারা না পড়ে থাকলেও বাংলাদেশে জন্ম হওয়া এই সাহিত্যিকের কবিতার মতোই যেন পণ করেছেন হ্যারি কেইনকে কিনেই ছাড়বেন তাঁরা।
‘পারিব না’ কবিতার একটি লাইন হচ্ছে—একবার না পারিলে দেখ শতবার। ঘোষ বুঝাতে চেয়েছেন সফল হওয়ার জন্য যেন শতবার চেষ্টা করা হয়। তবে বায়ার্নকে শতবার চেষ্টা করতে হয়নি, চতুর্থবারেই সফল হয়েছে। এর আগে তিনবার প্রস্তাব দিয়েও কেইনের ক্লাব টটেনহামকে রাজি করাতে পারেনি তারা। অবশেষে ১ হাজার ২০৮ কোটি ১৯ লাখ টাকার প্রস্তাব দিয়ে রাজি করিয়েছে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা।
টটেনহামের রাজি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’। এখন কেইন রাজি থাকলেই চলবে। ইংল্যান্ড অধিনায়ক অবশ্য আগে থেকেই বায়ার্নে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে জার্মান ক্লাবের হয়ে তিনি সর্বোচ্চ দামি খেলোয়াড় হবেন। ৯৬৫ কোটি ৪২ লাখ টাকায় বর্তমানে লুকাস হার্নান্দেজ সবচেয়ে দামি খেলোয়াড়।
দ্য অ্যাথলেটিক জানিয়েছে, নতুন মৌসুম শুরুর আগে বায়ার্নের দেওয়া প্রস্তাবের সমাধান চেয়েছিলেন কেইন। তাঁর চাওয়াতেই টটেনহাম–বায়ার্ন এত দিন দর–কষাকষি করেছে। আগামী মৌসুমেই ফ্রি এজেন্ট হবেন ৩০ বছর বয়সী স্ট্রাইকার। নতুন চুক্তি না করায় তাঁকে ইংলিশ ক্লাব বিক্রি করতে চায় এ মৌসুমেই। সবার চাওয়া আজ এক জায়গা মিলেছে।
২০১১ সাল থেকে টটেনহামে খেলা কেইন ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ ২৮০ গোলের মালিক তিনি। প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের রেকর্ডও ভেঙে দেওয়ার পথে তিনি। ২১৩ গোলে আছেন দুইয়ে। ২৬০ গোলে শীর্ষে আছেন ইংল্যান্ড কিংবদন্তি অ্যালেন শিয়েরার। ক্লাবটির হয়ে সর্বশেষ ৯ মৌসুমেই অন্তত ২৫টি করে গোল করেছেন। তার ফলস্বরূপ সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন তিনবার। কিন্তু একবারের জন্যও প্রিমিয়ার লিগ জিততে পারেননি তিনি। তাঁর না পাওয়ার এই আক্ষেপ এবার বুন্দেসলিগায় বায়ার্নের হয়ে ঘুচানোর সুযোগ পাচ্ছেন।
কালীপ্রসন্ন ঘোষ বাঙালি সাহিত্যিক হওয়ায় তাঁর ‘পারিব না’ কবিতাটি পড়ার সম্ভাবনা খুব কম বায়ার্ন মিউনিখের কর্তা ব্যক্তিদের। জার্মান ক্লাবের কর্মকর্তারা না পড়ে থাকলেও বাংলাদেশে জন্ম হওয়া এই সাহিত্যিকের কবিতার মতোই যেন পণ করেছেন হ্যারি কেইনকে কিনেই ছাড়বেন তাঁরা।
‘পারিব না’ কবিতার একটি লাইন হচ্ছে—একবার না পারিলে দেখ শতবার। ঘোষ বুঝাতে চেয়েছেন সফল হওয়ার জন্য যেন শতবার চেষ্টা করা হয়। তবে বায়ার্নকে শতবার চেষ্টা করতে হয়নি, চতুর্থবারেই সফল হয়েছে। এর আগে তিনবার প্রস্তাব দিয়েও কেইনের ক্লাব টটেনহামকে রাজি করাতে পারেনি তারা। অবশেষে ১ হাজার ২০৮ কোটি ১৯ লাখ টাকার প্রস্তাব দিয়ে রাজি করিয়েছে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা।
টটেনহামের রাজি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’। এখন কেইন রাজি থাকলেই চলবে। ইংল্যান্ড অধিনায়ক অবশ্য আগে থেকেই বায়ার্নে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে জার্মান ক্লাবের হয়ে তিনি সর্বোচ্চ দামি খেলোয়াড় হবেন। ৯৬৫ কোটি ৪২ লাখ টাকায় বর্তমানে লুকাস হার্নান্দেজ সবচেয়ে দামি খেলোয়াড়।
দ্য অ্যাথলেটিক জানিয়েছে, নতুন মৌসুম শুরুর আগে বায়ার্নের দেওয়া প্রস্তাবের সমাধান চেয়েছিলেন কেইন। তাঁর চাওয়াতেই টটেনহাম–বায়ার্ন এত দিন দর–কষাকষি করেছে। আগামী মৌসুমেই ফ্রি এজেন্ট হবেন ৩০ বছর বয়সী স্ট্রাইকার। নতুন চুক্তি না করায় তাঁকে ইংলিশ ক্লাব বিক্রি করতে চায় এ মৌসুমেই। সবার চাওয়া আজ এক জায়গা মিলেছে।
২০১১ সাল থেকে টটেনহামে খেলা কেইন ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ ২৮০ গোলের মালিক তিনি। প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের রেকর্ডও ভেঙে দেওয়ার পথে তিনি। ২১৩ গোলে আছেন দুইয়ে। ২৬০ গোলে শীর্ষে আছেন ইংল্যান্ড কিংবদন্তি অ্যালেন শিয়েরার। ক্লাবটির হয়ে সর্বশেষ ৯ মৌসুমেই অন্তত ২৫টি করে গোল করেছেন। তার ফলস্বরূপ সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন তিনবার। কিন্তু একবারের জন্যও প্রিমিয়ার লিগ জিততে পারেননি তিনি। তাঁর না পাওয়ার এই আক্ষেপ এবার বুন্দেসলিগায় বায়ার্নের হয়ে ঘুচানোর সুযোগ পাচ্ছেন।
৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
১০ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-নেইমারদের নতুন কোচ কে? এই প্রশ্নে শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নাম ঘোষণা করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
১১ ঘণ্টা আগেপাসপোর্ট হাতে পাওয়ার মাত্র একদিনের ভেতরই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন সমিত সোম। তাই বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়ার
১১ ঘণ্টা আগেকানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়
১২ ঘণ্টা আগে