Ajker Patrika

চেলসিকে শিরোপা হারানো গোলরক্ষকের পাশে ‘মিস ইউনিভার্স’ প্রেমিকা

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

কারাবাও কাপের ফাইনালে শেষ মুহূর্ত পেনাল্টি বিশেষজ্ঞ হিসেবে মাঠে নেমেছিলেন চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগা। পেনাল্টি শুটআউটের ম্যারাথন লড়াইয়ে লিভারপুলের ১১ শটের একটিও ঠেকাতে পারেননি কেপা। উল্টো নিজে পেনাল্টি মিস করে ভূমিকা রেখেছেন দলের হারে।

হারের পর চেলসি কোচ থমাস টুখেলকে পাশে পেয়েছিলেন সমালোচনার মুখে থাকা কেপা। এবার তাঁকে সান্ত্বনা দিতে এগিয়ে এসেছেন ‘মিস ইউনিভার্স’ বান্ধবী। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে কেপার পাশে থাকার কথা জানিয়েছেন মিস ইউনিভার্স স্পেন জয়ী আন্দ্রেয়া মার্টিনেজ।

কদিন আগে থেকে আন্দ্রেয়ার সঙ্গে জনসম্মুখে দেখা যায় কেপাকে। তবে ধারণা করা হচ্ছে, আরও কিছুদিন আগে থেকেই প্রেম করছেন তাঁরা। এবার প্রেমিকের দুঃসময়ে পোস্ট দিয়ে তাঁকে সমর্থন দিলেন আন্দ্রেয়া। সাবেক এই বাস্কেটবল খেলোয়াড় লিখেন, ‘আমি যখন বাস্কেটবল খেলোয়াড় ছিলাম তখন একটা জিনিস শিখেছি, দল হচ্ছে সব সময় দল। এখানে কোনো নায়ক নেই, কোনো খলনায়ক নেই।’

তবে এই বক্তব্য শুধু কেপার জন্য নয় দাবি করে আন্দ্রেয়া আরও লিখেন, ‘আমার ব্যক্তিগত মত হচ্ছে, এটা খুব অন্যায় ব্যাপার (কেপাকে দোষ দেওয়া)। তবে আমি শুধু একটি ম্যাচের কথা বলছি না। প্রকৃত সমর্থকদের এখন ভালোবাসা দেখাতে হবে। শুধু জেতার সময় ভালোবাসা দেখালে চলবে না। কেপা, গোলরক্ষক ও ব্যক্তি হিসেবে আমরা সবাই তোমার জন্য আমরা গর্বিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত