ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না কাজী সালাউদ্দিন। ক্রীড়া সাংবাদিকদের মা-বাবার পায়ের জুতা পরা ছবি নিয়ে সমালোচনা করে বেশ নিন্দিত হচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি।
সাংবাদিকদের কুরুচিপূর্ণ মন্তব্য করে তোপের মুখে পড়েন সালাউদ্দিন। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি সংগঠন থেকে তাঁকে বহিষ্কার করে। বিএসপিএ সম্মানসূচক অনারারি সদস্য পদে ছিলেন তিনি।
ক্রীড়া সাংবাদিকদের পর এবার সালাউদ্দিনের সমালোচনা করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তাঁর মতে, এই ধরনের কথা কেউ ঘুমিয়েও বলতে পারেন না। আজ শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বঙ্গবন্ধু আইএইচএফ টুর্নামেন্টের লোগো উন্মোচনের সময় এমনটি জানিয়েছেন তিনি।
ক্রীড়া সাংবাদিকদের প্রতি সমবেদনা জানিয়ে জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘এই খেলাগুলোকে যাঁরা মানুষের ঘর পর্যন্ত পৌঁছে দেন, আমাদের খেলাধুলাকে এগিয়ে নিতে কাজ করেন, সেই তাঁদের বিপক্ষে এমন উক্তি—এটা শুনে সত্যি আমি মর্মাহত হয়েছি। কষ্ট পেয়েছি।’
সালাউদ্দিনের সাধারণ জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বাফুফে সভাপতির মন্তব্যের নিন্দা করে জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘এ ধরনের কথা কেউ ঘুমিয়েও বলতে পারে না, আমি বিশ্বাস করি না। সেটা “অফ দ্য রেকর্ড” বা “অন দ্য রেকর্ড” হোক। এই ধরনের পদে থেকে এই কথা বলতে পারে না। এটা পুরো বাংলাদেশের যারা শুনেছে, তারাই কষ্ট পেয়েছে। কারও পরিবার নিয়ে কথা বলা, এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। কারও পরিবার নিয়ে কথা বলা উচিত নয়। এটা খুবই নিন্দিত কাজ হয়েছে।’
২ মে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে ক্রীড়া সাংবাদিকদের পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন সালাউদ্দিন। সেদিন তিনি বলেছিলেন, ‘সাংবাদিকেরা এখানে ঢুকতে গেলে ছবি দিতে হবে তাদের বাপ-মায়ের। আরেকটা শর্ত হলো, তার বাপের ফটো পাঠাতে হবে জুতা পরা। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে বাধ্যতামূলক। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’
পরে অবশ্য এই মন্তব্যের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চান সালাউদ্দিন।
ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না কাজী সালাউদ্দিন। ক্রীড়া সাংবাদিকদের মা-বাবার পায়ের জুতা পরা ছবি নিয়ে সমালোচনা করে বেশ নিন্দিত হচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি।
সাংবাদিকদের কুরুচিপূর্ণ মন্তব্য করে তোপের মুখে পড়েন সালাউদ্দিন। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি সংগঠন থেকে তাঁকে বহিষ্কার করে। বিএসপিএ সম্মানসূচক অনারারি সদস্য পদে ছিলেন তিনি।
ক্রীড়া সাংবাদিকদের পর এবার সালাউদ্দিনের সমালোচনা করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তাঁর মতে, এই ধরনের কথা কেউ ঘুমিয়েও বলতে পারেন না। আজ শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বঙ্গবন্ধু আইএইচএফ টুর্নামেন্টের লোগো উন্মোচনের সময় এমনটি জানিয়েছেন তিনি।
ক্রীড়া সাংবাদিকদের প্রতি সমবেদনা জানিয়ে জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘এই খেলাগুলোকে যাঁরা মানুষের ঘর পর্যন্ত পৌঁছে দেন, আমাদের খেলাধুলাকে এগিয়ে নিতে কাজ করেন, সেই তাঁদের বিপক্ষে এমন উক্তি—এটা শুনে সত্যি আমি মর্মাহত হয়েছি। কষ্ট পেয়েছি।’
সালাউদ্দিনের সাধারণ জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বাফুফে সভাপতির মন্তব্যের নিন্দা করে জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘এ ধরনের কথা কেউ ঘুমিয়েও বলতে পারে না, আমি বিশ্বাস করি না। সেটা “অফ দ্য রেকর্ড” বা “অন দ্য রেকর্ড” হোক। এই ধরনের পদে থেকে এই কথা বলতে পারে না। এটা পুরো বাংলাদেশের যারা শুনেছে, তারাই কষ্ট পেয়েছে। কারও পরিবার নিয়ে কথা বলা, এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। কারও পরিবার নিয়ে কথা বলা উচিত নয়। এটা খুবই নিন্দিত কাজ হয়েছে।’
২ মে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে ক্রীড়া সাংবাদিকদের পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন সালাউদ্দিন। সেদিন তিনি বলেছিলেন, ‘সাংবাদিকেরা এখানে ঢুকতে গেলে ছবি দিতে হবে তাদের বাপ-মায়ের। আরেকটা শর্ত হলো, তার বাপের ফটো পাঠাতে হবে জুতা পরা। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে বাধ্যতামূলক। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’
পরে অবশ্য এই মন্তব্যের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চান সালাউদ্দিন।
১১ বছর আগে ঘরের মাঠে অঘটনের শিকার হওয়ার দুঃসহ স্মৃতি ফিরে আসছিল বারবার। সেই ঘায়ে প্রলেপ লাগাতেই এশিয়া কাপে আজ হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ-তানজিম হাসানরা বল হাতে এনে দিয়েছেন দুর্দান্ত শুরু। ব্যাটিংয়ে নেমে হংকং তাই খানিকটা হাবুডুবুই খাচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেট
১৪ মিনিট আগে‘ইতিহাস তৈরিই হয় ভাঙার জন্য’— এশিয়া কাপের ক্যাপ্টেনস মিটে বেশ আত্মবিশ্বাস নিয়ে কথাটি বলেন লিটন দাস। এবার তা মাঠে প্রতিফলন করার পালা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেএশিয়া কাপে জাতীয় দলের ব্যস্ততা থাকায় এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টিতে দেখা যাবে না লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, মোস্তাফিজুর রহমান বা জাকের আলীদের। তবে তাঁরা পুরোপুরি বাদ পড়েননি, বিভিন্ন দলের স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে তাঁদের নাম।
২ ঘণ্টা আগেপাকিস্তান-ভারত ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ বরাবরই শীর্ষে। চলতি এশিয়া কাপেও গ্রুপপর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দেশের লড়াই দেখার জন্য তাকিয়ে ক্রিকেট বিশ্ব। তবে ম্যাচটির টিকিট নিয়ে এবার দর্শকদের মধ্যে কাড়াকাড়ি নেই। এই পরিস্থিতিতে ম্যাচটির টিকিটের দাম কমিয়েছে কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে