ক্রীড়া ডেস্ক
বেশ কয়েকজন নতুন মুখ নিয়ে এই মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ৩২ সদস্যের দল দিয়েছেন লা আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।
চোটের কারণে স্কোয়াডে জায়গা হয়নি পাওলো দিবালা, মার্কোস আকুনা ও জেরোনিমো রুলির। চোটের কারণে নেই জিও লো সেলসোও। অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের লাইনআপে না থাকলেও দলে ফিরেছেন ফ্রাঙ্কো আরমানি।
বিশ্বকাপজয়ীদের দলে আছেন চারজন অনুর্ধ্ব-২৩ দলের খেলেয়াড়। অভিজ্ঞদের মধ্যে আছেন লিওনেল মেসি ও আনহেল দি মারিয়ারাও।
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হুয়াম মুসো (উদিনেস), ওয়াল্টার বেনিতেস (পিএসভি), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), গেরমান পাজেল্লা (রিয়াল বেতিস), গনসালো মনতিয়েল (নটিংহ্যাম ফরেস্ট), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), লিসান্দ্রো মার্তিনেস (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লুকাস এসকুইভেল (আতলেতিকো পারানায়েন্সে, অনুর্ধ্ব-২৩ দল)।
মাঝমাঠ: লিয়ান্দ্রো পারেদেস (রোমা), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), ফাকুন্দো বুয়ানান্তোত্তে (ব্রাইটন), এনজো ফার্নান্দেস (চেলসি), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এজেকুইয়েল পালাসিওস (বেয়ার লেভারকুসেন), ব্রুনো জাপেল্লি (আতলেতিকো পারানায়েন্সে, অনুর্ধ্ব-২৩ দল), থিয়াগো আলমাদা (আটলান্টা ইউনাইটেড)।
আক্রমণভাগ: নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), লওতারো মার্তিনেস (ইন্টার মিলান), আনহেল কোরেয়া (আতলেতিকো মাদ্রিদ), হুলিয়ান আলভারেস (ম্যানচেস্টার সিটি), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), আনহেল দি মারিয়া (বেনফিকা), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), অ্যালান ভেলাসকো (এফসি ডালাস অনুর্ধ্ব-২৩ দল), লুকাস বেলাত্রান (ফিওরেন্তিনা, অনুর্ধ্ব-২৩ দল)।
বেশ কয়েকজন নতুন মুখ নিয়ে এই মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ৩২ সদস্যের দল দিয়েছেন লা আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।
চোটের কারণে স্কোয়াডে জায়গা হয়নি পাওলো দিবালা, মার্কোস আকুনা ও জেরোনিমো রুলির। চোটের কারণে নেই জিও লো সেলসোও। অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের লাইনআপে না থাকলেও দলে ফিরেছেন ফ্রাঙ্কো আরমানি।
বিশ্বকাপজয়ীদের দলে আছেন চারজন অনুর্ধ্ব-২৩ দলের খেলেয়াড়। অভিজ্ঞদের মধ্যে আছেন লিওনেল মেসি ও আনহেল দি মারিয়ারাও।
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হুয়াম মুসো (উদিনেস), ওয়াল্টার বেনিতেস (পিএসভি), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), গেরমান পাজেল্লা (রিয়াল বেতিস), গনসালো মনতিয়েল (নটিংহ্যাম ফরেস্ট), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), লিসান্দ্রো মার্তিনেস (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লুকাস এসকুইভেল (আতলেতিকো পারানায়েন্সে, অনুর্ধ্ব-২৩ দল)।
মাঝমাঠ: লিয়ান্দ্রো পারেদেস (রোমা), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), ফাকুন্দো বুয়ানান্তোত্তে (ব্রাইটন), এনজো ফার্নান্দেস (চেলসি), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এজেকুইয়েল পালাসিওস (বেয়ার লেভারকুসেন), ব্রুনো জাপেল্লি (আতলেতিকো পারানায়েন্সে, অনুর্ধ্ব-২৩ দল), থিয়াগো আলমাদা (আটলান্টা ইউনাইটেড)।
আক্রমণভাগ: নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), লওতারো মার্তিনেস (ইন্টার মিলান), আনহেল কোরেয়া (আতলেতিকো মাদ্রিদ), হুলিয়ান আলভারেস (ম্যানচেস্টার সিটি), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), আনহেল দি মারিয়া (বেনফিকা), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), অ্যালান ভেলাসকো (এফসি ডালাস অনুর্ধ্ব-২৩ দল), লুকাস বেলাত্রান (ফিওরেন্তিনা, অনুর্ধ্ব-২৩ দল)।
রাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
১১ মিনিট আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
২৩ মিনিট আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
১ ঘণ্টা আগেসিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩ ঘণ্টা আগে