বেশ কয়েকজন নতুন মুখ নিয়ে এই মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ৩২ সদস্যের দল দিয়েছেন লা আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।
চোটের কারণে স্কোয়াডে জায়গা হয়নি পাওলো দিবালা, মার্কোস আকুনা ও জেরোনিমো রুলির। চোটের কারণে নেই জিও লো সেলসোও। অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের লাইনআপে না থাকলেও দলে ফিরেছেন ফ্রাঙ্কো আরমানি।
বিশ্বকাপজয়ীদের দলে আছেন চারজন অনুর্ধ্ব-২৩ দলের খেলেয়াড়। অভিজ্ঞদের মধ্যে আছেন লিওনেল মেসি ও আনহেল দি মারিয়ারাও।
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হুয়াম মুসো (উদিনেস), ওয়াল্টার বেনিতেস (পিএসভি), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), গেরমান পাজেল্লা (রিয়াল বেতিস), গনসালো মনতিয়েল (নটিংহ্যাম ফরেস্ট), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), লিসান্দ্রো মার্তিনেস (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লুকাস এসকুইভেল (আতলেতিকো পারানায়েন্সে, অনুর্ধ্ব-২৩ দল)।
মাঝমাঠ: লিয়ান্দ্রো পারেদেস (রোমা), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), ফাকুন্দো বুয়ানান্তোত্তে (ব্রাইটন), এনজো ফার্নান্দেস (চেলসি), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এজেকুইয়েল পালাসিওস (বেয়ার লেভারকুসেন), ব্রুনো জাপেল্লি (আতলেতিকো পারানায়েন্সে, অনুর্ধ্ব-২৩ দল), থিয়াগো আলমাদা (আটলান্টা ইউনাইটেড)।
আক্রমণভাগ: নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), লওতারো মার্তিনেস (ইন্টার মিলান), আনহেল কোরেয়া (আতলেতিকো মাদ্রিদ), হুলিয়ান আলভারেস (ম্যানচেস্টার সিটি), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), আনহেল দি মারিয়া (বেনফিকা), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), অ্যালান ভেলাসকো (এফসি ডালাস অনুর্ধ্ব-২৩ দল), লুকাস বেলাত্রান (ফিওরেন্তিনা, অনুর্ধ্ব-২৩ দল)।
বেশ কয়েকজন নতুন মুখ নিয়ে এই মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ৩২ সদস্যের দল দিয়েছেন লা আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।
চোটের কারণে স্কোয়াডে জায়গা হয়নি পাওলো দিবালা, মার্কোস আকুনা ও জেরোনিমো রুলির। চোটের কারণে নেই জিও লো সেলসোও। অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের লাইনআপে না থাকলেও দলে ফিরেছেন ফ্রাঙ্কো আরমানি।
বিশ্বকাপজয়ীদের দলে আছেন চারজন অনুর্ধ্ব-২৩ দলের খেলেয়াড়। অভিজ্ঞদের মধ্যে আছেন লিওনেল মেসি ও আনহেল দি মারিয়ারাও।
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হুয়াম মুসো (উদিনেস), ওয়াল্টার বেনিতেস (পিএসভি), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), গেরমান পাজেল্লা (রিয়াল বেতিস), গনসালো মনতিয়েল (নটিংহ্যাম ফরেস্ট), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), লিসান্দ্রো মার্তিনেস (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লুকাস এসকুইভেল (আতলেতিকো পারানায়েন্সে, অনুর্ধ্ব-২৩ দল)।
মাঝমাঠ: লিয়ান্দ্রো পারেদেস (রোমা), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), ফাকুন্দো বুয়ানান্তোত্তে (ব্রাইটন), এনজো ফার্নান্দেস (চেলসি), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এজেকুইয়েল পালাসিওস (বেয়ার লেভারকুসেন), ব্রুনো জাপেল্লি (আতলেতিকো পারানায়েন্সে, অনুর্ধ্ব-২৩ দল), থিয়াগো আলমাদা (আটলান্টা ইউনাইটেড)।
আক্রমণভাগ: নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), লওতারো মার্তিনেস (ইন্টার মিলান), আনহেল কোরেয়া (আতলেতিকো মাদ্রিদ), হুলিয়ান আলভারেস (ম্যানচেস্টার সিটি), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), আনহেল দি মারিয়া (বেনফিকা), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), অ্যালান ভেলাসকো (এফসি ডালাস অনুর্ধ্ব-২৩ দল), লুকাস বেলাত্রান (ফিওরেন্তিনা, অনুর্ধ্ব-২৩ দল)।
শিরোপা জিততেই হবে, এমন দর্শন লালন করেন না বাংলাদেশ নারী ফুটবলের কোচ পিটার বাটলার। ঢাকায় অনুষ্ঠিত মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর মুখে ছিল একই কথা—খেলোয়াড়দের পর্যাপ্ত ‘গেম টাইম’ দিতে চাই। বাটলার তাঁর কথা রেখেছেন। প্রতি ম্যাচেই খেলিয়েছেন ভিন্ন ভিন্ন একাদশ। পরীক্ষা-নি
১৫ মিনিট আগেএশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) সামনে রেখে ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তুতি এগিয়ে চলছে । ভারত, আফগানিস্তান, নেপাল ও ওমানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা থাকলেও ইতিমধ্যে পাকিস্তান, ইরান , তাজিকিস্তান , মিয়ানমার ও সিঙ্গাপুরসহ কয়েকটি দেশের প্রতিনিধি ঢাকায়
৩৭ মিনিট আগেমাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় গতকাল থেকেই শোকে মুহ্যমান বাংলাদেশ। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে মা-বাবার সন্তান হারানোর বেদনার গল্প। মিরপুর শেরেবাংলায় আজ হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি বিমান দুর্ঘটনায় হতাহতের উৎসর্গ করা হয়েছে।
১ ঘণ্টা আগেএক মাসের ব্যবধানে আরও একটি ইতিহাস গড়ার সুযোগ পিটার বাটলারের সামনে। এবার অনূর্ধ্ব-২০ দলকে নিয়ে। দলটি গতকালই পেয়েছে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নের খেতাব। লক্ষ্য এখন এশিয়ার মঞ্চে পৌঁছানো।
১ ঘণ্টা আগে