ক্রীড়া ডেস্ক
ঢাকা: অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশ বিরুদ্ধ পরিস্থিতিতে মাঠে গড়াবে এবারের ইউরো। মাঠের লড়াইয়ে খেলোয়াড়দেরও বেশ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে। করোনাকালীন বিরতির পর থেকে টানা খেলার মধ্যে আছেন ফুটবলাররা। অল্প সময়ের মধ্যে খেলতে হয়েছে অনেক ম্যাচ। এ রকম পরিস্থিতিতে ইউরোর মতো বড় আসরে তারকা খেলোয়াড়েরা ক্লান্ত হয়ে পড়বেন কি না? যেখানে মেধা, ট্যাকটিস কিংবা প্রতিভার চেয়ে শারীরিক শক্তিই ফল নির্ধারক হয়ে উঠবে কি না? ইউরোপের হট ফেবারিট দলগুলোই–বা এখন কী অবস্থায় আছে?
বিশ্বকাপজয়ী ফ্রান্স এবারও ভালো অবস্থানে আছে। অন্য পাঁচ ফেবারিটের তুলনায় তারা কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে। দলে জায়গা পাওয়া ২৬ জন গড়ে ৩,০৮২ মিনিট খেলেছেন। একমাত্র জুলেস কুন্দে ৪,০০০ মিনিটের ওপরে খেলেছেন। কিন্তু একাদশে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আক্রমণভাগের মূল ভরসা পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে মাঠে ছিলেন ৩,৭০৩ মিনিট। পাঁচ বছর পর দলে সুযোগ পাওয়া করিম বেনজেমা মাঠে ছিলেন ৩,৮৭৫ মিনিট। এটুকু বাদ দিলে দিদিয়ের দেশমের তুলনামূলক প্রাণবন্ত দল নিয়েই ইউরো মিশনে নামবেন।
ইংল্যান্ড দলের খেলোয়াড়েরা শারীরিকভাবে বেশ ক্লান্ত এক মৌসুম পার করেছেন। গ্যারেথ সাউদগেটের দলে জায়গা পাওয়া ফুটবলাররা গড়ে ৩,২৯৪ মিনিট মাঠে কাটিয়েছেন, যা ফ্রান্সের চেয়ে ২০০ মিনিট বেশি।
২০১৮ সালের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার পথে ইংল্যান্ড বেশ প্রেসিং করে খেলেছিল। দলের সবচেয়ে বাজে অবস্থায় আছেন ডিফেন্ডার হ্যারি ম্যাগুইরে। ম্যানচেস্টার ইউনাইডেটের এই তারকা ফুটবলার মাঠে ছিলেন ৪,৬৫৩ মিনিট। চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা ম্যাসন মাউন্ট মাঠে ছিলেন ৪,২৩০ মিনিট এবং মার্কোস র্যাশফোর্ড মাঠে ছিলেন ৪,১৪৪ মিনিট।
১৮ দলের বুন্দেসলিগায় ম্যাচ খেলা হয় ৩৪টি করে, যা অন্য শীর্ষ লিগগুলোর চেয়ে কম। সেদিক বিবেচনায় কিছুটা সুবিধা পেতে পারেন বুন্দেসলিগায় খেলা জার্মান তারকারা। জোয়াকিম লোর দলের আট খেলোয়াড় আছেন, যাঁরা বাইরের লিগে খেলেন। সব মিলিয়ে এই জার্মানির স্কোয়াডে থাকা খেলোয়াড়েরা মাঠে ছিলেন গড়ে ২,৯৮৯ মিনিট করে। যেটি ফ্রান্স ও বেলজিয়ামের চেয়ে কম।
স্পেনের খেলোয়াড়েরা গড়ে মাঠে ছিলেন ৩,১০০ মিনিট করে। তবে স্পেন সুবিধা পেতে পারে ক্লাবে কম সুযোগ পাওয়া খেলোয়াড়দের দিয়ে। যেমন ম্যানচেস্টার সিটির এরিক গার্সিয়ার নাম উল্লেখ করা যেতে পারে। যিনি মাত্র ৮৬০ মিনিট মাঠে ছিলেন।
বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল অবশ্য গড়ে মাঠে পার করেছে ২,৯৭৫ মিনিট। তবে এই পরিসংখ্যান পুরো ছবিটা তুলে ধরছে না। দলের দু্ই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ব্রুনো ফার্নান্দেজ ও রুবেন দিয়াজ মাঠে ছিলেন যথাক্রমে ৪,৫৭৩ ও ৪,৩৩০ মিনিট। অন্যদিকে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে ছিলেন ৩,৭৫০ মিনিট। সব মিলিয়ে তারকা খেলোয়াড়দের ক্লান্তি ভোগাতে পারে পর্তুগালকে।
ঢাকা: অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশ বিরুদ্ধ পরিস্থিতিতে মাঠে গড়াবে এবারের ইউরো। মাঠের লড়াইয়ে খেলোয়াড়দেরও বেশ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে। করোনাকালীন বিরতির পর থেকে টানা খেলার মধ্যে আছেন ফুটবলাররা। অল্প সময়ের মধ্যে খেলতে হয়েছে অনেক ম্যাচ। এ রকম পরিস্থিতিতে ইউরোর মতো বড় আসরে তারকা খেলোয়াড়েরা ক্লান্ত হয়ে পড়বেন কি না? যেখানে মেধা, ট্যাকটিস কিংবা প্রতিভার চেয়ে শারীরিক শক্তিই ফল নির্ধারক হয়ে উঠবে কি না? ইউরোপের হট ফেবারিট দলগুলোই–বা এখন কী অবস্থায় আছে?
বিশ্বকাপজয়ী ফ্রান্স এবারও ভালো অবস্থানে আছে। অন্য পাঁচ ফেবারিটের তুলনায় তারা কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে। দলে জায়গা পাওয়া ২৬ জন গড়ে ৩,০৮২ মিনিট খেলেছেন। একমাত্র জুলেস কুন্দে ৪,০০০ মিনিটের ওপরে খেলেছেন। কিন্তু একাদশে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আক্রমণভাগের মূল ভরসা পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে মাঠে ছিলেন ৩,৭০৩ মিনিট। পাঁচ বছর পর দলে সুযোগ পাওয়া করিম বেনজেমা মাঠে ছিলেন ৩,৮৭৫ মিনিট। এটুকু বাদ দিলে দিদিয়ের দেশমের তুলনামূলক প্রাণবন্ত দল নিয়েই ইউরো মিশনে নামবেন।
ইংল্যান্ড দলের খেলোয়াড়েরা শারীরিকভাবে বেশ ক্লান্ত এক মৌসুম পার করেছেন। গ্যারেথ সাউদগেটের দলে জায়গা পাওয়া ফুটবলাররা গড়ে ৩,২৯৪ মিনিট মাঠে কাটিয়েছেন, যা ফ্রান্সের চেয়ে ২০০ মিনিট বেশি।
২০১৮ সালের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার পথে ইংল্যান্ড বেশ প্রেসিং করে খেলেছিল। দলের সবচেয়ে বাজে অবস্থায় আছেন ডিফেন্ডার হ্যারি ম্যাগুইরে। ম্যানচেস্টার ইউনাইডেটের এই তারকা ফুটবলার মাঠে ছিলেন ৪,৬৫৩ মিনিট। চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা ম্যাসন মাউন্ট মাঠে ছিলেন ৪,২৩০ মিনিট এবং মার্কোস র্যাশফোর্ড মাঠে ছিলেন ৪,১৪৪ মিনিট।
১৮ দলের বুন্দেসলিগায় ম্যাচ খেলা হয় ৩৪টি করে, যা অন্য শীর্ষ লিগগুলোর চেয়ে কম। সেদিক বিবেচনায় কিছুটা সুবিধা পেতে পারেন বুন্দেসলিগায় খেলা জার্মান তারকারা। জোয়াকিম লোর দলের আট খেলোয়াড় আছেন, যাঁরা বাইরের লিগে খেলেন। সব মিলিয়ে এই জার্মানির স্কোয়াডে থাকা খেলোয়াড়েরা মাঠে ছিলেন গড়ে ২,৯৮৯ মিনিট করে। যেটি ফ্রান্স ও বেলজিয়ামের চেয়ে কম।
স্পেনের খেলোয়াড়েরা গড়ে মাঠে ছিলেন ৩,১০০ মিনিট করে। তবে স্পেন সুবিধা পেতে পারে ক্লাবে কম সুযোগ পাওয়া খেলোয়াড়দের দিয়ে। যেমন ম্যানচেস্টার সিটির এরিক গার্সিয়ার নাম উল্লেখ করা যেতে পারে। যিনি মাত্র ৮৬০ মিনিট মাঠে ছিলেন।
বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল অবশ্য গড়ে মাঠে পার করেছে ২,৯৭৫ মিনিট। তবে এই পরিসংখ্যান পুরো ছবিটা তুলে ধরছে না। দলের দু্ই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ব্রুনো ফার্নান্দেজ ও রুবেন দিয়াজ মাঠে ছিলেন যথাক্রমে ৪,৫৭৩ ও ৪,৩৩০ মিনিট। অন্যদিকে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে ছিলেন ৩,৭৫০ মিনিট। সব মিলিয়ে তারকা খেলোয়াড়দের ক্লান্তি ভোগাতে পারে পর্তুগালকে।
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
৫ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
৬ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
১১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
১১ ঘণ্টা আগে