গ্রুপের প্রথম ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছে সৌদি আরব। ধরা হচ্ছে এটিই বিশ্বকাপের সবচেয়ে বড় চমকগুলোর একটি।
মেক্সিকো-পোল্যান্ড ম্যাচেও থাকল সেই ম্যাচের প্রভাব। সৌদি আরবের জয়ে যে উল্টেপাল্টে যেতে পারে বিশ্বকাপে আর্জেন্টিনার মতো ফেবারিটের হিসাব। তবে সেই আসায় গুঁড়েবালি। অনেকটা সমানে সমান লড়াইয়ে ড্রয়ের পথে এগোচ্ছে দুই দেশ।
বিশ্বকাপে গোল করার স্বপ্নে বিভোর পোলিশ অধিনায়ক ও স্ট্রাইকার লেভানডফস্কির তেমন কোনো প্রভাবই দেখা গেল না।
একাধিক সুযোগ পেয়েছে দুই দলই। কিন্তু শেষ পর্যন্ত গোলপোস্টে জড়ায়নি বল। সে হিসেবে দুই দলের লড়াই ছিল দুই গোলকিপারেরও। ব্রাজিল বিশ্বকাপের একাধিক পেনাল্টি ঠেকিয়ে চমক দেখান ওচোয়া এবং পোল্যান্ডের জুভেন্টাসের গোলরক্ষক সেজেনেসি। দুজনই নিজেদের সেরাটা দিয়েই লড়েছেন। পোলিশ রক্ষণে বারবার আঘাত হেনেছেন ম্যাক্সিকান দুই হারভিং লোজানো ও হেক্টর হেরেরা। তবে সেজেনেসির দেওয়াল ভাঙতে পারেননি। প্রথমার্ধ শেষে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় পোল্যান্ড-মেক্সিকো।
দ্বিতীয়ার্ধেও সুযোগ পেয়েছিল মেক্সিকোই। ৫২ মিনিটে বাম প্রান্ত থেকে পোলিশ দুই ডিফেন্ডারকে অতিক্রম করে বক্সে ঢুকে শট নিয়েছিল হারভিং লোজানো। কিন্তু সেজেনেসিকে অতিক্রম করতে পারেনি। তবে ম্যাচের সবচেয়ে বড় সুযোগটি এসেছে দ্বিতীয়ার্ধেই। ৫৬ মিনিটে মেক্সিকোর বক্সে লেভানডফস্কিকে টেনে ধরায় পেনাল্টি পায় পোল্যান্ড। গোলপোস্টের নিচে যখন পেনাল্টি ঠেকাতে ওস্তাদ গিয়ের্মো ওচোয়া, তখন তা নিয়ে যে সন্দেহ থাকে সবার, সে কথাই প্রমাণ করলেন লেভানডফস্কি। আর লেওয়ার পেনাল্টি ঠেকিয়ে আবারও মেক্সিকান নায়ক বনে গেলেন ওচোয়া।
গোল মিসের পর আরও মরিয়া হয়ে উঠেছিল পোলিশরা। কিন্তু সতর্ক প্রতি আক্রমণে বারবারই পোল্যান্ডের ডিফেন্সকে কাঁপিয়ে দিয়েছে ত্রিরঙ্গা মেক্সিকো। শেষ বাঁশি বাজার পর গোলশূন্য ড্রই দেখতে হয়েছে আবারও। ড্রয়ে সি গ্রুপ জমে উঠল প্রথম রাউন্ডেই।
গ্রুপের প্রথম ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছে সৌদি আরব। ধরা হচ্ছে এটিই বিশ্বকাপের সবচেয়ে বড় চমকগুলোর একটি।
মেক্সিকো-পোল্যান্ড ম্যাচেও থাকল সেই ম্যাচের প্রভাব। সৌদি আরবের জয়ে যে উল্টেপাল্টে যেতে পারে বিশ্বকাপে আর্জেন্টিনার মতো ফেবারিটের হিসাব। তবে সেই আসায় গুঁড়েবালি। অনেকটা সমানে সমান লড়াইয়ে ড্রয়ের পথে এগোচ্ছে দুই দেশ।
বিশ্বকাপে গোল করার স্বপ্নে বিভোর পোলিশ অধিনায়ক ও স্ট্রাইকার লেভানডফস্কির তেমন কোনো প্রভাবই দেখা গেল না।
একাধিক সুযোগ পেয়েছে দুই দলই। কিন্তু শেষ পর্যন্ত গোলপোস্টে জড়ায়নি বল। সে হিসেবে দুই দলের লড়াই ছিল দুই গোলকিপারেরও। ব্রাজিল বিশ্বকাপের একাধিক পেনাল্টি ঠেকিয়ে চমক দেখান ওচোয়া এবং পোল্যান্ডের জুভেন্টাসের গোলরক্ষক সেজেনেসি। দুজনই নিজেদের সেরাটা দিয়েই লড়েছেন। পোলিশ রক্ষণে বারবার আঘাত হেনেছেন ম্যাক্সিকান দুই হারভিং লোজানো ও হেক্টর হেরেরা। তবে সেজেনেসির দেওয়াল ভাঙতে পারেননি। প্রথমার্ধ শেষে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় পোল্যান্ড-মেক্সিকো।
দ্বিতীয়ার্ধেও সুযোগ পেয়েছিল মেক্সিকোই। ৫২ মিনিটে বাম প্রান্ত থেকে পোলিশ দুই ডিফেন্ডারকে অতিক্রম করে বক্সে ঢুকে শট নিয়েছিল হারভিং লোজানো। কিন্তু সেজেনেসিকে অতিক্রম করতে পারেনি। তবে ম্যাচের সবচেয়ে বড় সুযোগটি এসেছে দ্বিতীয়ার্ধেই। ৫৬ মিনিটে মেক্সিকোর বক্সে লেভানডফস্কিকে টেনে ধরায় পেনাল্টি পায় পোল্যান্ড। গোলপোস্টের নিচে যখন পেনাল্টি ঠেকাতে ওস্তাদ গিয়ের্মো ওচোয়া, তখন তা নিয়ে যে সন্দেহ থাকে সবার, সে কথাই প্রমাণ করলেন লেভানডফস্কি। আর লেওয়ার পেনাল্টি ঠেকিয়ে আবারও মেক্সিকান নায়ক বনে গেলেন ওচোয়া।
গোল মিসের পর আরও মরিয়া হয়ে উঠেছিল পোলিশরা। কিন্তু সতর্ক প্রতি আক্রমণে বারবারই পোল্যান্ডের ডিফেন্সকে কাঁপিয়ে দিয়েছে ত্রিরঙ্গা মেক্সিকো। শেষ বাঁশি বাজার পর গোলশূন্য ড্রই দেখতে হয়েছে আবারও। ড্রয়ে সি গ্রুপ জমে উঠল প্রথম রাউন্ডেই।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৩ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৫ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৬ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৮ ঘণ্টা আগে