ভেনেজুয়েলার বিপক্ষে গত রাতের ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলছিলেন, আর্জেন্টিনায় আর্জেন্টিনার হয়ে এটিই লিওনেল মেসির শেষ ম্যাচ। এ কথার পর থেকে কাতার বিশ্বকাপের পর মেসির অবসরে যাওয়া নিয়ে ফিসফাস শুরু হয়। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শেষে তাই প্রশ্নটার মুখোমুখি হতে হতো তাঁকে। প্রশ্নটা অবসর নিয়ে নয়, তাহলে আর্জেন্টিনায় কি শেষ ম্যাচটা খেলে ফেললেন মেসি?
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার ম্যাচ আছে আর দুটি। ব্রাজিলের বিপক্ষে ম্যাচটির ভেন্যু এখনো ঠিক হয়নি। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি হবে তাদের মাঠে। বিশ্বকাপের আগে আর্জেন্টিনায় আর কোনো ম্যাচ নেই আলবিসেলেস্তেদের। উত্তরটা মেসির কাছ থেকেই শোনা যাক, ‘(এটিই দেশের মাটিতে শেষ ম্যাচ কি না) আমি জানি না, সত্যিই জানি না। সামনে যা আছে সেটা নিয়েই আপাতত ভাবছি। সামনে এখন ইকুয়েডর। এরপর জুন ও সেপ্টেম্বরে প্রস্তুতি ম্যাচ আছে আমাদের।’
খেলোয়াড়ের নাম মেসি বলেই এই আলোচনা সহজে থামার নয়। সেটা নিশ্চয়ই তিনিও জানেন। আগামী দিনগুলোতে নিজের পরিকল্পনা নিয়ে কী ভাবছেন, সেটা স্পষ্ট না করলেও একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। দলের কোচ স্কালোনি যে অমূলক কিছু বলেননি, সেটা মেসির পরের কথায় পরিষ্কার, ‘বিশ্বকাপের পরে আমি অনেক কিছু নিয়ে পুনরায় ভাবব। এটি খারাপ হতে পারে, ভালোও হতে পারে। আশা করি সেরাটাই হবে। তবে হ্যাঁ! বিশ্বকাপের পরে অনেক কিছুই বদলে যাবে।’
সেটা হতে পারে অবসর। হতে পারে অন্য কিছু। তবে আর্জেন্টিনায় সময়টা যে ভালো কাটিয়েছেন সেটা নিয়ে কোনো রহস্য রাখেননি মেসি, ‘কোপা আমেরিকা জয়ের আগ থেকেই সময়টা ভালো কাটছে। প্রতিবার আর্জেন্টিনায় এলে সবাই যেভাবে অভ্যর্থনা জানায়, তাতে হৃদয়টা উষ্ণ হয়ে যায়। এটা দারুণ এক অনুভূতি।’
ভেনেজুয়েলার বিপক্ষে গত রাতের ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলছিলেন, আর্জেন্টিনায় আর্জেন্টিনার হয়ে এটিই লিওনেল মেসির শেষ ম্যাচ। এ কথার পর থেকে কাতার বিশ্বকাপের পর মেসির অবসরে যাওয়া নিয়ে ফিসফাস শুরু হয়। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শেষে তাই প্রশ্নটার মুখোমুখি হতে হতো তাঁকে। প্রশ্নটা অবসর নিয়ে নয়, তাহলে আর্জেন্টিনায় কি শেষ ম্যাচটা খেলে ফেললেন মেসি?
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার ম্যাচ আছে আর দুটি। ব্রাজিলের বিপক্ষে ম্যাচটির ভেন্যু এখনো ঠিক হয়নি। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি হবে তাদের মাঠে। বিশ্বকাপের আগে আর্জেন্টিনায় আর কোনো ম্যাচ নেই আলবিসেলেস্তেদের। উত্তরটা মেসির কাছ থেকেই শোনা যাক, ‘(এটিই দেশের মাটিতে শেষ ম্যাচ কি না) আমি জানি না, সত্যিই জানি না। সামনে যা আছে সেটা নিয়েই আপাতত ভাবছি। সামনে এখন ইকুয়েডর। এরপর জুন ও সেপ্টেম্বরে প্রস্তুতি ম্যাচ আছে আমাদের।’
খেলোয়াড়ের নাম মেসি বলেই এই আলোচনা সহজে থামার নয়। সেটা নিশ্চয়ই তিনিও জানেন। আগামী দিনগুলোতে নিজের পরিকল্পনা নিয়ে কী ভাবছেন, সেটা স্পষ্ট না করলেও একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। দলের কোচ স্কালোনি যে অমূলক কিছু বলেননি, সেটা মেসির পরের কথায় পরিষ্কার, ‘বিশ্বকাপের পরে আমি অনেক কিছু নিয়ে পুনরায় ভাবব। এটি খারাপ হতে পারে, ভালোও হতে পারে। আশা করি সেরাটাই হবে। তবে হ্যাঁ! বিশ্বকাপের পরে অনেক কিছুই বদলে যাবে।’
সেটা হতে পারে অবসর। হতে পারে অন্য কিছু। তবে আর্জেন্টিনায় সময়টা যে ভালো কাটিয়েছেন সেটা নিয়ে কোনো রহস্য রাখেননি মেসি, ‘কোপা আমেরিকা জয়ের আগ থেকেই সময়টা ভালো কাটছে। প্রতিবার আর্জেন্টিনায় এলে সবাই যেভাবে অভ্যর্থনা জানায়, তাতে হৃদয়টা উষ্ণ হয়ে যায়। এটা দারুণ এক অনুভূতি।’
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৬ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে