ক্রীড়া ডেস্ক
৭ নভেম্বর ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। চোটে পড়ার পরও তালিকায় নাম ছিল জিওভানি লো সেলসোরও। বিশ্বকাপে এই মিডফিল্ডারকে পাওয়ার আশায় জেনে-বুঝে প্রাথমিক তালিকায় রেখেছিলেন স্কালোনি। আজ আর্জেন্টাইন কোচের সেই আশায় গুড়ে বালি।
স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল জানিয়েছে, বিশ্বকাপ শেষ লো সেলসোর। ভিয়ারিয়ালের এই সংবাদ আলবিসেলেস্তাদের জন্য খুবই সংবেদনশীল ও বেদনাদায়ক। প্রথমবারের মতো ২০১৮ সালের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন এই মিডফিল্ডার। তবে সতীর্থ ক্রিশ্চিয়ান আনসালদির মতো কোনো ম্যাচেই খেলতে পারেননি তিনিও। এবারের বিশ্বকাপের একাদশে তাঁর খেলার সম্ভাবনা ছিল শতভাগ। কিন্তু এবার নিয়তির কাছে হার মানতে হলো তাঁকে।
অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে চোট পাওয়ার পরেই লো সেলসো জেনেছিলেন তাঁর বিশ্বকাপ অনেকটা অনিশ্চিত। কেননা, সে সময়ই জানা গিয়েছিল তাঁর পায়ে অস্ত্রোপচার লাগবে। তবু আশায় বুক বেঁধে ছিলেন তিনি অস্ত্রোপচার না করে বিশ্বকাপে খেলার। টটেনহামের এই মিডফিল্ডারের সেই আশা আর পূরণ হলো না। ধারে ভিয়ারিয়ালে খেলতে আসা তারকা ফুটবলারের পায়ে অস্ত্রোপচারই করতে হবে।
লো সেলসোর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তাঁর পরিবর্তে দলের একাদশে সুযোগ পেতে পারেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ ও এজেকিয়েল পালাসিওসের মধ্যে একজন। প্রাথমিক দল ঘোষণার সময় স্কালোনি জানিয়েছিলেন, লো সেলসোর জায়গা পূরণ করা কঠিন হবে। তিনি বলেছিলেন, ‘সংখ্যার দিক থেকে অনেকে থাকলেও, ফুটবলের দিক থেকে নয়।’
২০ নভেম্বর বিশ্বাকাপ শুরুর এক দিন পরই আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর, সৌদি আরবের বিপক্ষে। ‘সি’ এই গ্রুপের বাকি দুই দল মেক্সিকো ও পোল্যান্ড।
৭ নভেম্বর ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। চোটে পড়ার পরও তালিকায় নাম ছিল জিওভানি লো সেলসোরও। বিশ্বকাপে এই মিডফিল্ডারকে পাওয়ার আশায় জেনে-বুঝে প্রাথমিক তালিকায় রেখেছিলেন স্কালোনি। আজ আর্জেন্টাইন কোচের সেই আশায় গুড়ে বালি।
স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল জানিয়েছে, বিশ্বকাপ শেষ লো সেলসোর। ভিয়ারিয়ালের এই সংবাদ আলবিসেলেস্তাদের জন্য খুবই সংবেদনশীল ও বেদনাদায়ক। প্রথমবারের মতো ২০১৮ সালের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন এই মিডফিল্ডার। তবে সতীর্থ ক্রিশ্চিয়ান আনসালদির মতো কোনো ম্যাচেই খেলতে পারেননি তিনিও। এবারের বিশ্বকাপের একাদশে তাঁর খেলার সম্ভাবনা ছিল শতভাগ। কিন্তু এবার নিয়তির কাছে হার মানতে হলো তাঁকে।
অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে চোট পাওয়ার পরেই লো সেলসো জেনেছিলেন তাঁর বিশ্বকাপ অনেকটা অনিশ্চিত। কেননা, সে সময়ই জানা গিয়েছিল তাঁর পায়ে অস্ত্রোপচার লাগবে। তবু আশায় বুক বেঁধে ছিলেন তিনি অস্ত্রোপচার না করে বিশ্বকাপে খেলার। টটেনহামের এই মিডফিল্ডারের সেই আশা আর পূরণ হলো না। ধারে ভিয়ারিয়ালে খেলতে আসা তারকা ফুটবলারের পায়ে অস্ত্রোপচারই করতে হবে।
লো সেলসোর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তাঁর পরিবর্তে দলের একাদশে সুযোগ পেতে পারেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ ও এজেকিয়েল পালাসিওসের মধ্যে একজন। প্রাথমিক দল ঘোষণার সময় স্কালোনি জানিয়েছিলেন, লো সেলসোর জায়গা পূরণ করা কঠিন হবে। তিনি বলেছিলেন, ‘সংখ্যার দিক থেকে অনেকে থাকলেও, ফুটবলের দিক থেকে নয়।’
২০ নভেম্বর বিশ্বাকাপ শুরুর এক দিন পরই আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর, সৌদি আরবের বিপক্ষে। ‘সি’ এই গ্রুপের বাকি দুই দল মেক্সিকো ও পোল্যান্ড।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরি এই দুটি রেকর্ড এখনো শচীন টেন্ডুলকারের। রেকর্ডের বন্যা বইয়ে দেওয়া শচীন ২০১১ ওয়ানডে বিশ্বকাপে পেয়েছেন পরম আরাধ্য শিরোপার ছোঁয়া। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশেষ এক পুরস্কার পেলেন এই ব্যাটিং কিংবদন্তি।
১১ মিনিট আগেক্রিকেট ব্যাকরণের বাইরে শট খেলতে সিদ্ধহস্ত ছিলেন এবি ডি ভিলিয়ার্স। উইকেটের চারদিকে শট খেলতেন বলে নামের পাশে জুড়ে যায় ‘মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি’ উপাধি। প্রতিযোগিতামূলক ক্রিকেট ছাড়ার তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর মতো করে ব্যাটিংয়ের চেষ্টা করেন অনেক ক্রিকেটার।
৪০ মিনিট আগেআবারও ভুলে যাওয়ার মতো একটি বিপিএল পার করল ঢাকা। এবার ফ্র্যাঞ্চাইজিটির নাম বদলে হয়েছে ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশের সিনেমা জগতের অন্যতম সেরা অভিনেতা শাকিব খান ছিলেন দলটির সত্ত্বাধিকারী। দলের সমর্থনে প্রায়ই তাঁকে মাঠে দেখা গেলেও হতাশই হতে হয়েছে তাঁকে।
১ ঘণ্টা আগেবিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
১২ ঘণ্টা আগে