ক্রিস্টোফ গালতিয়েরকে পিএসজির প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার আগে বেশ কিছু শর্ত বেঁধে দেন নাসের আল-খেলাইফি। তার একটি হচ্ছে দলের শৃঙ্খলাবিষয়ক। ৫৫ বছর বয়সী কোচও সময়ের অপচয় না করে কাজে নেমে পড়েছেন। ফরাসি ক্লাবটির মালিক খেলাইফি চান, ড্রেসিংরুমের সবাই ভাবুক খেলোয়াড়ের চেয়ে দল আগে। দলের ভেতরে বিভিন্ন পরিবর্তন আনা নিয়ে গালতিয়েরও সমর্থন পাচ্ছেন পিএসজির উপদেষ্টা লুইস কাম্পোসের।
প্রাক-মৌসুমের প্রস্তুতির জন্য বর্তমানে জাপান সফরে আছে ফরাসি চ্যাম্পিয়নরা। নতুন কোচের অধীনে মেসি-নেইমার-এমবাপ্পেরাও কলাকৌশল বুঝে নিচ্ছেন। ড্রেসিংরুমে নতুন নিয়মের সঙ্গেও মানিয়ে নিচ্ছেন পিএসজি তারকারা।
গালতিয়ের এসে দলের খেলোয়াড়দের জন্য বেশ কিছু নিয়মকানুনও চালু করেছেন। বলতে গেলে মেসি-নেইমারদের বেশ কড়া শাসনের মধ্যে যেতে হচ্ছে। শিষ্যদের সকাল ৮.৩০ থেকে ৮.৪৫ মিনিটের মধ্যে অনুশীলনে আসার নতুন নিয়ম চালু করেছেন গালতিয়ের। যদি কারণ ছাড়া কেউ দেরি করেন, তবে তাঁরা অনুশীলনের অনুমতি পাবেন না এবং ঘরে ফেরত পাঠানো হবে।
গালতিয়েরের নতুন নিয়মে সকালের নাশতা ও মধ্যাহ্নের খাবারের সময় খেলোয়াড়েরা নিজেদের মোবাইল ব্যবহার করতে পারবেন না। পিএসজি কোচ দলের মধ্যে আরও একতা নিয়ে আসতে চান। নিজের চাওয়া পথে এগোচ্ছেন তিনি। অনুশীলনকেন্দ্রে এখন থেকে মেসি-নেইমাররা আলাদা আলাদা খাবার খেতে পারবেন না। খেতে হবে একসঙ্গে। এর আগে খেলোয়াড়েরা নিজেদের মধ্যে কয়েকজন মিলে খাবার খেতেন। গালতিয়েরের অধীনে থাকতে তা আর সম্ভব নয়।
শিষ্যদের মধ্যে ইতিবাচক মানসিকতা আনার দিকেও নজর দিচ্ছেন পিএসজির নতুন কোচ। এমনকি পার্ক দে প্রিন্সেস ছাড়ার গুঞ্জনের মধ্যেও নেইমারকে দেখা গেছে গালতিয়েরের নিয়মের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে।
ক্রিস্টোফ গালতিয়েরকে পিএসজির প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার আগে বেশ কিছু শর্ত বেঁধে দেন নাসের আল-খেলাইফি। তার একটি হচ্ছে দলের শৃঙ্খলাবিষয়ক। ৫৫ বছর বয়সী কোচও সময়ের অপচয় না করে কাজে নেমে পড়েছেন। ফরাসি ক্লাবটির মালিক খেলাইফি চান, ড্রেসিংরুমের সবাই ভাবুক খেলোয়াড়ের চেয়ে দল আগে। দলের ভেতরে বিভিন্ন পরিবর্তন আনা নিয়ে গালতিয়েরও সমর্থন পাচ্ছেন পিএসজির উপদেষ্টা লুইস কাম্পোসের।
প্রাক-মৌসুমের প্রস্তুতির জন্য বর্তমানে জাপান সফরে আছে ফরাসি চ্যাম্পিয়নরা। নতুন কোচের অধীনে মেসি-নেইমার-এমবাপ্পেরাও কলাকৌশল বুঝে নিচ্ছেন। ড্রেসিংরুমে নতুন নিয়মের সঙ্গেও মানিয়ে নিচ্ছেন পিএসজি তারকারা।
গালতিয়ের এসে দলের খেলোয়াড়দের জন্য বেশ কিছু নিয়মকানুনও চালু করেছেন। বলতে গেলে মেসি-নেইমারদের বেশ কড়া শাসনের মধ্যে যেতে হচ্ছে। শিষ্যদের সকাল ৮.৩০ থেকে ৮.৪৫ মিনিটের মধ্যে অনুশীলনে আসার নতুন নিয়ম চালু করেছেন গালতিয়ের। যদি কারণ ছাড়া কেউ দেরি করেন, তবে তাঁরা অনুশীলনের অনুমতি পাবেন না এবং ঘরে ফেরত পাঠানো হবে।
গালতিয়েরের নতুন নিয়মে সকালের নাশতা ও মধ্যাহ্নের খাবারের সময় খেলোয়াড়েরা নিজেদের মোবাইল ব্যবহার করতে পারবেন না। পিএসজি কোচ দলের মধ্যে আরও একতা নিয়ে আসতে চান। নিজের চাওয়া পথে এগোচ্ছেন তিনি। অনুশীলনকেন্দ্রে এখন থেকে মেসি-নেইমাররা আলাদা আলাদা খাবার খেতে পারবেন না। খেতে হবে একসঙ্গে। এর আগে খেলোয়াড়েরা নিজেদের মধ্যে কয়েকজন মিলে খাবার খেতেন। গালতিয়েরের অধীনে থাকতে তা আর সম্ভব নয়।
শিষ্যদের মধ্যে ইতিবাচক মানসিকতা আনার দিকেও নজর দিচ্ছেন পিএসজির নতুন কোচ। এমনকি পার্ক দে প্রিন্সেস ছাড়ার গুঞ্জনের মধ্যেও নেইমারকে দেখা গেছে গালতিয়েরের নিয়মের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৭ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৯ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
১০ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১২ ঘণ্টা আগে