Ajker Patrika

এবার উড়োজাহাজের মালিকানা নিয়ে পিকে-শাকিরার বিবাদ

এবার উড়োজাহাজের মালিকানা নিয়ে পিকে-শাকিরার বিবাদ

জেরার্ড পিকে ও শাকিরার বিচ্ছেদ এখন বেশ পুরোনো খবর। তবে ফুটবল ও সংগীত জগতের রোমান্টিক এই জুটির সম্পর্ক ছিন্ন হলেও কিছু বিষয়ের হিসাব-নিকাষ এখনো বাকি।

সন্তানদের দেখভালের ব্যাপারটি কদিন আগে সমাধান করেছেন পিকে-শাকিরা। এবার উড়োজাহাজের মালিকানা নিয়ে নতুন বিবাদে জড়িয়েছেন তাঁরা।

প্রায় এক যুগ একই ছাদের নিচে থেকে অনেক বিলাসবহুল ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছেন পিকে-শাকিরা। সেসবেরই একটি লিয়ারজেট ৬০ এক্সআর মডেলের বিমান; যার বর্তমান বাজার মূল্য ১৯০ কোটি টাকারও বেশি।

পরিবার নিয়ে ভ্রমণের জন্য কিনেছিলেন ব্যক্তিগত এই উড়োজাহাজ। ১০ জন মানুষ সহজে ভ্রমণ করতে পারেন এটিতে। বিলাসবহুল বিমানটির মধ্যে একটি বেডরুম, একটি ডাইনিং রুম ও ভ্রমণের সময় তাঁদের সন্তানদের বিনোদনের জন্য একটি প্লাজমা টেলিভিশন আছে।

পিকে-শাকিরার আয়ের কাছে ১৯০ কোটি টাকা বড় কিছু না হলেও তাঁদের কেউই এর মালিকানা ছাড়তে চান না। শিগগিরই এ নিয়ে সমঝোতা না হলে হয়তো আদালতে যাবেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত