ক্রীড়া ডেস্ক
ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত এক সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। এমন শুরু প্রিয় ক্লাব বার্সেলোনাতেও পাননি আর্জেন্টাইন অধিনায়ক। যুক্তরাষ্ট্রের ক্লাবের হয়ে অভিষেকে গোল। পরে টানা সাত ম্যাচে গোলের নজিরও গড়েন তিনি।
এমন দুর্দান্ত পারফরম্যান্সে দলকে প্রথম শিরোপাও জিতিয়েছেন মেসি। লিগস কাপের শিরোপার পর আরেকটি যুক্ত হতে পারে ২৭ সেপ্টেম্বর তাঁর ও ক্লাবের ক্যাবিনেটে। এই শিরোপা যোগ হওয়ার আগে অবশ্য প্রথম ব্যক্তিগত পুরস্কার পাওয়ার সুযোগ পাচ্ছেন সাতবারের ব্যালন ডি অর জয়ী।
মেজর লিগ সকারের (এমএলএস) দুর্দান্ত অভিষেক গোলে পুরস্কার পাওয়ার সুযোগ মিলছে মেসির। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে করা গোলটি ‘গোল অব দ্য ম্যাচ ডের’ তালিকায় জায়গা পেয়েছে। টানা ৮ ম্যাচ খেলার ধকল কমাতে তাঁকে ২–০ গোলের জয়ের দিন দ্বিতীয়ার্ধে বদলি নামিয়েছিলেন কোচ জেরার্দো মার্তিনো।
৬০ মিনিটে যখন মেসি বদলি নামলেন তখন ১–০ গোলে এগিয়ে ছিল মায়ামি। পরে শেষ মুহূর্তে স্কোরটি দ্বিগুণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। এতে করে প্রথমবারের মতো কোনো ক্লাবের হয়ে লিগে অভিষেকে গোল পান তিনি। গোলটিও ছিল দেখার মতো। ফিনিশিংয়ের সময় ফাঁকা গোলবার পেলেও গোলের আক্রমণ সাজানোর মুহূর্তটা ছিল অপূর্ব। প্রতিপক্ষের ডি বক্সের সামনে থেকে সার্জিও বুসকেতস পাস দেন জর্দি আলবাকে। স্পেনের অভিজ্ঞ ডিফেন্ডার সিজার কিকে বল দেন মেসিকে। বল পেয়ে দুজন ডিফেন্ডারকে শরীরের মোচড়ে বোকা বানিয়ে বুটের মাথার ওপর ভাগ দিয়ে পাস দেন বেঞ্জামিন ক্রিমাশ্চিকে। ক্রিমাশ্চি ফিরতি পাস দিলে আলতো টোকায় বলকে জালে জড়ান বার্সেলোনা কিংবদন্তি।
মেসির সঙ্গে ‘বেস্ট গোল অব দ্য ম্যাচ ডের’ পুরস্কারে এমএলএসের আরও চারজনের গোল মনোনীত হয়েছে। বাকি চারজন হচ্ছেন আটালান্তা ইউনাইটেডের সাবা লবজানিদিজে ও জান্ডে সিলভা এবং স্পোর্টিং কানসাস সিটির এরিক টমি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকেরা ভোটের মাধ্যমে সেরা গোল নির্বাচন করবেন।
ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত এক সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। এমন শুরু প্রিয় ক্লাব বার্সেলোনাতেও পাননি আর্জেন্টাইন অধিনায়ক। যুক্তরাষ্ট্রের ক্লাবের হয়ে অভিষেকে গোল। পরে টানা সাত ম্যাচে গোলের নজিরও গড়েন তিনি।
এমন দুর্দান্ত পারফরম্যান্সে দলকে প্রথম শিরোপাও জিতিয়েছেন মেসি। লিগস কাপের শিরোপার পর আরেকটি যুক্ত হতে পারে ২৭ সেপ্টেম্বর তাঁর ও ক্লাবের ক্যাবিনেটে। এই শিরোপা যোগ হওয়ার আগে অবশ্য প্রথম ব্যক্তিগত পুরস্কার পাওয়ার সুযোগ পাচ্ছেন সাতবারের ব্যালন ডি অর জয়ী।
মেজর লিগ সকারের (এমএলএস) দুর্দান্ত অভিষেক গোলে পুরস্কার পাওয়ার সুযোগ মিলছে মেসির। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে করা গোলটি ‘গোল অব দ্য ম্যাচ ডের’ তালিকায় জায়গা পেয়েছে। টানা ৮ ম্যাচ খেলার ধকল কমাতে তাঁকে ২–০ গোলের জয়ের দিন দ্বিতীয়ার্ধে বদলি নামিয়েছিলেন কোচ জেরার্দো মার্তিনো।
৬০ মিনিটে যখন মেসি বদলি নামলেন তখন ১–০ গোলে এগিয়ে ছিল মায়ামি। পরে শেষ মুহূর্তে স্কোরটি দ্বিগুণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। এতে করে প্রথমবারের মতো কোনো ক্লাবের হয়ে লিগে অভিষেকে গোল পান তিনি। গোলটিও ছিল দেখার মতো। ফিনিশিংয়ের সময় ফাঁকা গোলবার পেলেও গোলের আক্রমণ সাজানোর মুহূর্তটা ছিল অপূর্ব। প্রতিপক্ষের ডি বক্সের সামনে থেকে সার্জিও বুসকেতস পাস দেন জর্দি আলবাকে। স্পেনের অভিজ্ঞ ডিফেন্ডার সিজার কিকে বল দেন মেসিকে। বল পেয়ে দুজন ডিফেন্ডারকে শরীরের মোচড়ে বোকা বানিয়ে বুটের মাথার ওপর ভাগ দিয়ে পাস দেন বেঞ্জামিন ক্রিমাশ্চিকে। ক্রিমাশ্চি ফিরতি পাস দিলে আলতো টোকায় বলকে জালে জড়ান বার্সেলোনা কিংবদন্তি।
মেসির সঙ্গে ‘বেস্ট গোল অব দ্য ম্যাচ ডের’ পুরস্কারে এমএলএসের আরও চারজনের গোল মনোনীত হয়েছে। বাকি চারজন হচ্ছেন আটালান্তা ইউনাইটেডের সাবা লবজানিদিজে ও জান্ডে সিলভা এবং স্পোর্টিং কানসাস সিটির এরিক টমি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকেরা ভোটের মাধ্যমে সেরা গোল নির্বাচন করবেন।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে