ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত এক সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। এমন শুরু প্রিয় ক্লাব বার্সেলোনাতেও পাননি আর্জেন্টাইন অধিনায়ক। যুক্তরাষ্ট্রের ক্লাবের হয়ে অভিষেকে গোল। পরে টানা সাত ম্যাচে গোলের নজিরও গড়েন তিনি।
এমন দুর্দান্ত পারফরম্যান্সে দলকে প্রথম শিরোপাও জিতিয়েছেন মেসি। লিগস কাপের শিরোপার পর আরেকটি যুক্ত হতে পারে ২৭ সেপ্টেম্বর তাঁর ও ক্লাবের ক্যাবিনেটে। এই শিরোপা যোগ হওয়ার আগে অবশ্য প্রথম ব্যক্তিগত পুরস্কার পাওয়ার সুযোগ পাচ্ছেন সাতবারের ব্যালন ডি অর জয়ী।
মেজর লিগ সকারের (এমএলএস) দুর্দান্ত অভিষেক গোলে পুরস্কার পাওয়ার সুযোগ মিলছে মেসির। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে করা গোলটি ‘গোল অব দ্য ম্যাচ ডের’ তালিকায় জায়গা পেয়েছে। টানা ৮ ম্যাচ খেলার ধকল কমাতে তাঁকে ২–০ গোলের জয়ের দিন দ্বিতীয়ার্ধে বদলি নামিয়েছিলেন কোচ জেরার্দো মার্তিনো।
৬০ মিনিটে যখন মেসি বদলি নামলেন তখন ১–০ গোলে এগিয়ে ছিল মায়ামি। পরে শেষ মুহূর্তে স্কোরটি দ্বিগুণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। এতে করে প্রথমবারের মতো কোনো ক্লাবের হয়ে লিগে অভিষেকে গোল পান তিনি। গোলটিও ছিল দেখার মতো। ফিনিশিংয়ের সময় ফাঁকা গোলবার পেলেও গোলের আক্রমণ সাজানোর মুহূর্তটা ছিল অপূর্ব। প্রতিপক্ষের ডি বক্সের সামনে থেকে সার্জিও বুসকেতস পাস দেন জর্দি আলবাকে। স্পেনের অভিজ্ঞ ডিফেন্ডার সিজার কিকে বল দেন মেসিকে। বল পেয়ে দুজন ডিফেন্ডারকে শরীরের মোচড়ে বোকা বানিয়ে বুটের মাথার ওপর ভাগ দিয়ে পাস দেন বেঞ্জামিন ক্রিমাশ্চিকে। ক্রিমাশ্চি ফিরতি পাস দিলে আলতো টোকায় বলকে জালে জড়ান বার্সেলোনা কিংবদন্তি।
মেসির সঙ্গে ‘বেস্ট গোল অব দ্য ম্যাচ ডের’ পুরস্কারে এমএলএসের আরও চারজনের গোল মনোনীত হয়েছে। বাকি চারজন হচ্ছেন আটালান্তা ইউনাইটেডের সাবা লবজানিদিজে ও জান্ডে সিলভা এবং স্পোর্টিং কানসাস সিটির এরিক টমি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকেরা ভোটের মাধ্যমে সেরা গোল নির্বাচন করবেন।
ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত এক সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। এমন শুরু প্রিয় ক্লাব বার্সেলোনাতেও পাননি আর্জেন্টাইন অধিনায়ক। যুক্তরাষ্ট্রের ক্লাবের হয়ে অভিষেকে গোল। পরে টানা সাত ম্যাচে গোলের নজিরও গড়েন তিনি।
এমন দুর্দান্ত পারফরম্যান্সে দলকে প্রথম শিরোপাও জিতিয়েছেন মেসি। লিগস কাপের শিরোপার পর আরেকটি যুক্ত হতে পারে ২৭ সেপ্টেম্বর তাঁর ও ক্লাবের ক্যাবিনেটে। এই শিরোপা যোগ হওয়ার আগে অবশ্য প্রথম ব্যক্তিগত পুরস্কার পাওয়ার সুযোগ পাচ্ছেন সাতবারের ব্যালন ডি অর জয়ী।
মেজর লিগ সকারের (এমএলএস) দুর্দান্ত অভিষেক গোলে পুরস্কার পাওয়ার সুযোগ মিলছে মেসির। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে করা গোলটি ‘গোল অব দ্য ম্যাচ ডের’ তালিকায় জায়গা পেয়েছে। টানা ৮ ম্যাচ খেলার ধকল কমাতে তাঁকে ২–০ গোলের জয়ের দিন দ্বিতীয়ার্ধে বদলি নামিয়েছিলেন কোচ জেরার্দো মার্তিনো।
৬০ মিনিটে যখন মেসি বদলি নামলেন তখন ১–০ গোলে এগিয়ে ছিল মায়ামি। পরে শেষ মুহূর্তে স্কোরটি দ্বিগুণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। এতে করে প্রথমবারের মতো কোনো ক্লাবের হয়ে লিগে অভিষেকে গোল পান তিনি। গোলটিও ছিল দেখার মতো। ফিনিশিংয়ের সময় ফাঁকা গোলবার পেলেও গোলের আক্রমণ সাজানোর মুহূর্তটা ছিল অপূর্ব। প্রতিপক্ষের ডি বক্সের সামনে থেকে সার্জিও বুসকেতস পাস দেন জর্দি আলবাকে। স্পেনের অভিজ্ঞ ডিফেন্ডার সিজার কিকে বল দেন মেসিকে। বল পেয়ে দুজন ডিফেন্ডারকে শরীরের মোচড়ে বোকা বানিয়ে বুটের মাথার ওপর ভাগ দিয়ে পাস দেন বেঞ্জামিন ক্রিমাশ্চিকে। ক্রিমাশ্চি ফিরতি পাস দিলে আলতো টোকায় বলকে জালে জড়ান বার্সেলোনা কিংবদন্তি।
মেসির সঙ্গে ‘বেস্ট গোল অব দ্য ম্যাচ ডের’ পুরস্কারে এমএলএসের আরও চারজনের গোল মনোনীত হয়েছে। বাকি চারজন হচ্ছেন আটালান্তা ইউনাইটেডের সাবা লবজানিদিজে ও জান্ডে সিলভা এবং স্পোর্টিং কানসাস সিটির এরিক টমি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকেরা ভোটের মাধ্যমে সেরা গোল নির্বাচন করবেন।
শিরোপা জিততেই হবে, এমন দর্শন লালন করেন না বাংলাদেশ নারী ফুটবলের কোচ পিটার বাটলার। ঢাকায় অনুষ্ঠিত মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর মুখে ছিল একই কথা—খেলোয়াড়দের পর্যাপ্ত ‘গেম টাইম’ দিতে চাই। বাটলার তাঁর কথা রেখেছেন। প্রতি ম্যাচেই খেলিয়েছেন ভিন্ন ভিন্ন একাদশ। পরীক্ষা-নি
১৫ মিনিট আগেএশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) সামনে রেখে ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তুতি এগিয়ে চলছে । ভারত, আফগানিস্তান, নেপাল ও ওমানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা থাকলেও ইতিমধ্যে পাকিস্তান, ইরান , তাজিকিস্তান , মিয়ানমার ও সিঙ্গাপুরসহ কয়েকটি দেশের প্রতিনিধি ঢাকায়
৩৭ মিনিট আগেমাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় গতকাল থেকেই শোকে মুহ্যমান বাংলাদেশ। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে মা-বাবার সন্তান হারানোর বেদনার গল্প। মিরপুর শেরেবাংলায় আজ হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি বিমান দুর্ঘটনায় হতাহতের উৎসর্গ করা হয়েছে।
১ ঘণ্টা আগেএক মাসের ব্যবধানে আরও একটি ইতিহাস গড়ার সুযোগ পিটার বাটলারের সামনে। এবার অনূর্ধ্ব-২০ দলকে নিয়ে। দলটি গতকালই পেয়েছে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নের খেতাব। লক্ষ্য এখন এশিয়ার মঞ্চে পৌঁছানো।
১ ঘণ্টা আগে