Ajker Patrika

রোনালদোকে ছাড়া শেষ ম্যাচে সান্ত্বনার জয় আল নাসরের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০১ জুন ২০২৩, ১১: ০১
Thumbnail image

আগেই নিশ্চিত হয়েছিল এবারের মৌসুম শিরোপা ছাড়াই কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর। তাই বলে আল নাসরের হয়ে শেষ ম্যাচও খেলতে পারবেন না, এমনটা হয়তো কখনো ভাবেননি তিনি। চোট অবশ্য বলে-কয়ে আসে না।

গতকাল পেশির চোটে দলের শেষ ম্যাচে জয়ের সাক্ষী হতে পারেননি রোনালদো। তাঁকে ছাড়া ৩-০ গোলে আল ফাতেহকে হারিয়ে জয় দিয়ে মৌসুম শেষ করেছে আল নাসর। সৌদি ক্লাবের নিয়মিত নায়ক তালিসকা গতকালও জাদু দেখিয়েছেন। ম্যাচ শুরুর ৪ মিনিটে দলকে এগিয়ে দেন তিনি।

বিরতির পর ৬৬ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন তালিসকা। আল ফাতেহর জালে শেষ গোলটি করেন মোহাম্মদ মারান। সৌদি ফরোয়ার্ড ৭২ মিনিটে গোলটি করেন জোড়া গোল করা ব্রাজিলিয়ান তারকার পাস থেকে। পরে আর কোনো গোল না হলে শেষ ম্যাচে সান্ত্বনার বড় জয় পায় আল নাসর।

গতকাল চোটের কারণে ম্যাচ খেলতে না পারলেও সুখবর পেয়েছেন রোনালদো। জাতীয় দলের নতুন কোচ রবার্তো মার্তিনেজের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। ইউরোর বাছাইপর্বের ম্যাচে খেলবেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী। আল নাসরের হয়ে প্রথম মৌসুমে লিগে ১৬ ম্যাচে ১৪ গোল করেছেন পর্তুগিজ তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত