Ajker Patrika

নিজ জন্মভূমিতেই মৃত্যুর হুমকি পেলেন মেসি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০২ মার্চ ২০২৩, ২৩: ৪৯
নিজ জন্মভূমিতেই মৃত্যুর হুমকি পেলেন মেসি

কাতারে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়েছেন লিওনেল মেসি। দেশবাসীকে ৩৬ বছর পর এনে দিয়েছেন বিশ্ব জয়ের আনন্দ। বিশ্বকাপ নিয়ে মেসিরা ঘরে ফেরার পর রাজধানী বুয়েনোস এইরেস হয়ে ওঠেছিল উৎসবের নগরী। তাঁর জন্মশহর রোজারিওতেও চলেছে শিরোপা উদ্‌যাপন। 

কিন্তু এতকিছুর পরও নিজ শহরের একদল মানুষের মন যেন জয় করা হলো না মেসির। জন্মভূমি রোজারিওতেই মৃত্যুর হুমকি পেয়েছেন পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড। 

মেসিক হুমকি দিয়ে লেখা চিরকূট ও শপিং মলে হামকারীরদের গুলি ছোঁড়ার চিহ্ন। ছবি: সংগৃহীত

রোজারিওর একটি সুপার শপে হামলা চালানোর পর মেসিকে হত্যার হুমকি দিয়েছে এক দল দুর্বৃত্ত। আর্জেন্টিনার ‘কাদেনা থ্রি’ নামের একটি স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সুপার শপটির মালিক মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর আত্মীয় (কাজিন)।  সুপার শপটিতে ১৪ রাউন্ড গুলি ছুঁড়ে হামলাকারীরা। তবে সব গুলি লেগেছে ধাতব শাটারে। হামলাকারীরা মোটরবাইকে করে চলে যায়। 

মেসিক হুমকি দিয়ে লেখা চিরকূট ও শপিং মলে হামকারীরদের গুলি ছোঁড়ার চিহ্ন। ছবি: সংগৃহীতসিসিটিভি ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তত্তরা সুপার শপকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার পর একটি চিরকুটে মেসিকে হুমকি দিয়ে লিখেছে, ‘মেসি, জাকিন তোমাকে দেখে রাখবে না।’ পাবলো জাকিন রোজারিওর বর্তমান মেয়র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত