ক্যামেরুনের একটি স্টেডিয়ামে আফ্রিকা কাপ অব ন্যাশনসের খেলা চলাকালে হুড়োহুড়িতে ছয় দর্শকের মৃত্যু হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধাক্কাধাক্কিতে আরও বহু দর্শক আহত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দেশটির রাজধানী ইয়ন্দোর কাছে একটি স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করছিল বহু দর্শক।
ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া বলেছেন, ‘হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।’ আরেকটি খবরে জানা গেছে, এ ঘটনায় বেশ কিছু শিশু এখন সংজ্ঞাহীন অবস্থায় আছে।
স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা প্রায় ৬০ হাজার। কিন্তু করোনার বিধিনিষেধের কারণে ধারণক্ষমতার ৮০ শতাংশের বেশি দর্শক প্রবেশের সুযোগ দিচ্ছে না স্টেডিয়াম কৃর্তপক্ষ। স্টেডিয়ামে নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৫০ হাজার দর্শক স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। এর ফলে প্রবেশপথে হুড়োহুড়িতে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে।
বিবিসি আফ্রিকার প্রযোজক নিক ক্যাভেল এই ম্যাচে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, ‘প্রচণ্ড ভিড়ের কারণে ঘটনাটি সামাজিক মাধ্যমে আসার আগ পর্যন্ত তেমন একটা জানা যায়নি।’ তিনি আরও বলেন, ‘স্টেডিয়ামের প্রবেশপথে ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে ছিল বহু জুতা ও অন্যান্য পরিত্যক্ত দ্রব্য।’
আহতদের অনেকের অবস্থাই সংকটাপন্ন। আফ্রিকান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে অনুসন্ধান করে বিস্তারিত জানার চেষ্টা করছে। তবে বন্ধ হয়নি ক্যামেরুন ও কমোরসের মধ্যকার ম্যাচটি। কমোরসকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ক্যামেরুন।
ক্যামেরুনের একটি স্টেডিয়ামে আফ্রিকা কাপ অব ন্যাশনসের খেলা চলাকালে হুড়োহুড়িতে ছয় দর্শকের মৃত্যু হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধাক্কাধাক্কিতে আরও বহু দর্শক আহত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দেশটির রাজধানী ইয়ন্দোর কাছে একটি স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করছিল বহু দর্শক।
ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া বলেছেন, ‘হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।’ আরেকটি খবরে জানা গেছে, এ ঘটনায় বেশ কিছু শিশু এখন সংজ্ঞাহীন অবস্থায় আছে।
স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা প্রায় ৬০ হাজার। কিন্তু করোনার বিধিনিষেধের কারণে ধারণক্ষমতার ৮০ শতাংশের বেশি দর্শক প্রবেশের সুযোগ দিচ্ছে না স্টেডিয়াম কৃর্তপক্ষ। স্টেডিয়ামে নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৫০ হাজার দর্শক স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। এর ফলে প্রবেশপথে হুড়োহুড়িতে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে।
বিবিসি আফ্রিকার প্রযোজক নিক ক্যাভেল এই ম্যাচে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, ‘প্রচণ্ড ভিড়ের কারণে ঘটনাটি সামাজিক মাধ্যমে আসার আগ পর্যন্ত তেমন একটা জানা যায়নি।’ তিনি আরও বলেন, ‘স্টেডিয়ামের প্রবেশপথে ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে ছিল বহু জুতা ও অন্যান্য পরিত্যক্ত দ্রব্য।’
আহতদের অনেকের অবস্থাই সংকটাপন্ন। আফ্রিকান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে অনুসন্ধান করে বিস্তারিত জানার চেষ্টা করছে। তবে বন্ধ হয়নি ক্যামেরুন ও কমোরসের মধ্যকার ম্যাচটি। কমোরসকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ক্যামেরুন।
বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
১১ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
১১ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে...
১১ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। কাল সিডনির বিখ্যাত টাউন হলে হবে টুর্নামেন্টের ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। কিন্তু ড্রয়ের সময় উপস্থিত থাকবে না বাফুফের কোনো প্রতিনিধি।
১২ ঘণ্টা আগে