Ajker Patrika

ফুটবল দাঙ্গায় সমর্থকের মৃত্যুতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ স্থগিত

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৯: ৫৫
ফুটবল দাঙ্গায় সমর্থকের মৃত্যুতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ স্থগিত

গ্রিসে প্রায়ই সময় ফুটবল দাঙ্গার ঘটনা ঘটে বলে গত বছর শাস্তির বিধান বাড়ায় গ্রিস সরকার। যেন দাঙ্গার মাত্রা কমে আসে। কিন্তু তাতেও কাজ হলো না। আজ ছুরিকাঘাতে এক সমর্থকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

২৯ বছর বয়সী সমর্থক এইকে এথেন্সের বলে নিশ্চিত করেছে গ্রিক পুলিশ। আজ রাতে চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে দিনামো জাগরেবের মুখোমুখি হওয়ার কথা ছিল গ্রিসের ক্লাবটির। কিন্তু মাঠে নামার আগেই গতকাল দুই দলের সমর্থকেরা মারামারিতে জড়িয়ে পড়েন। দ্বন্দ্বে জড়ানোর সময় এথেন্সের এক সমর্থক ছুরিকাঘাতে আহত হন। গুরুতর অবস্থায় তাঁকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করানো হয়। সমর্থককে হাসপাতালে নেওয়া গেলেও বাঁচান সম্ভব হয়নি। 

সমর্থকের মৃত্যুর ঘটনায় মহাদেশীয় শ্রেষ্ঠত্বের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ স্থগিত করেছে উয়েফা। এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, গতকালের ঘটনার কারণে এইকে এথেন্স এবং দিনামো জাগরেবের ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। তবে আগামী সপ্তাহে জাগরেবের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচটি যথাসময়ে হবে।

গতকালের মারামারির ঘটনায় আরও ৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে গ্রিক পুলিশ। আহতদের মধ্যে ৫ জন ক্রোয়েশিয়ার। আর বাকি ৩ জন গ্রিক সমর্থক। ঘটনায় ৯৮ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ।

প্রায়ই এমন মারামারি ঘটার কারণে আগের সর্বোচ্চ ছয় মাসের শাস্তি বাড়িয়ে পাঁচ বছর করেছে গ্রিক সরকার। ২০২২ সালের আলিকিস কাম্পানোস নামের সমর্থকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে বিচারও হয়েছে। ১৯ বছর বয়সী সমর্থকের মৃত্যুর ঘটনায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর ৫ জনকে ১৯ বছরের জেল দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত