নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বসুন্ধরা কিংস অ্যারেনার গ্যালারি ভরে গেছে দর্শকে। জায়গা সংকুলান না হওয়ায় দাঁড়িয়েও খেলা দেখেছেন দর্শক। এমন ভরা গ্যালারিতেই কিনা তুমুল হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দর্শকদের দুই পক্ষ।
আজ শনিবার বসুন্ধরা কিংস-মোহামেডান ম্যাচের তখন প্রথমার্ধ চলছে। সুমন রেজা ও অধিনায়ক রবসন রবিনহোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক বসুন্ধরা। ম্যাচের ৪০ মিনিটে মাঠ থেকে হঠাৎ করে সবার চোখ তখন চলে গেল গ্যালারির দিকে। এক জোট হয়ে এক দর্শককে পেটাতে দেখা গেল বসুন্ধরা এক দল সমর্থককে।
আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সেই যাত্রায় মারামারিতে বিরতি পড়লেও কিছুক্ষণ বাদে দলবল নিয়ে আবারও হাতাহাতিতে জড়ালেন মার খাওয়া সেই দর্শক। একটা সময় মারামারির উত্তাপ ছড়াল পুরো গ্যালারিতে। পুলিশ শুরুতে থামানোর চেষ্টা করলেও পরে তাদেরকেও দেখা গেল হাতাহাতিতে জড়াতে। প্রথমার্ধের বিরতির সময় স্টেডিয়ামের বাইরেও হাতাহাতি করেছেন ‘দাঙ্গাবাজ’ এই দর্শকেরা।
হাতাহাতিতে জড়ানো দর্শকেরা আদতে কোনো দলের সমর্থক সেটা অবশ্য জানা যায়নি। অথচ লিগ ফুটবলে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দর্শকদের মাঠে প্রবেশের ব্যাপারে কোনো ঘোষণা আসেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কারণে।
গ্যালারির সেই উত্তাপ ছড়িয়েছে মাঠেও। দ্বিতীয়ার্ধের শুরুতেই রবসনকে ফাউল করা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। রেফারি ফাউলের বাঁশি বাজানোর পর রবসনের মাথায় বল মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার অনিক হোসেন। এর আগে ম্যাচের ১৪ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন তিনি।
দশজনের দল নিয়ে দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় বসুন্ধরাকে আর কোনো গোল করতে দেয়নি মোহামেডান, পারেনি নিজেরাও ব্যবধান কমাতে। প্রথমার্ধে পাওয়া ২-০ গোলেই জয় পেয়েছে লিগ চ্যাম্পিয়নরা।
নিজদের মাঠে ১১ মিনিটে প্রথম গোল বসুন্ধরার। মাঝমাঠ থেকে বিপলু আহমেদ বল বাড়ান মো. ইব্রাহিমের কাট ব্যাকে ব্যাকহিল করে সুমন রেজার কাছে বল পৌঁছে দেন মাহাদি ইউসুফ খান। ফাঁকাতেই দাঁড়িয়ে ছিলেন, জোরের সঙ্গে নেওয়া তাঁর ডান পায়ের শট পোস্টে লেগে জালে জড়ালে বসুন্ধরার জার্সিতে প্রথম গোল পান সুমন।
প্রথম গোলের আট মিনিট পরেই ব্যবধান বাড়ান বসুন্ধরা অধিনায়ক রবসন রবিনহো। ১৯ মিনিটে একক নৈপুণ্যে মোহামেডানের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে কোনাকুনি শটে লিগে নিজের ষষ্ঠ গোলটি তুলে নেন রবসন। সাত ম্যাচে ১৮ পয়েন্টে পয়েন্ট টেবিলের শীর্ষে বসুন্ধরা। লিগে দ্বিতীয় হারে ৯ পয়েন্টে টেবিলের ছয়ে মোহামেডান।
বসুন্ধরা কিংস অ্যারেনার গ্যালারি ভরে গেছে দর্শকে। জায়গা সংকুলান না হওয়ায় দাঁড়িয়েও খেলা দেখেছেন দর্শক। এমন ভরা গ্যালারিতেই কিনা তুমুল হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দর্শকদের দুই পক্ষ।
আজ শনিবার বসুন্ধরা কিংস-মোহামেডান ম্যাচের তখন প্রথমার্ধ চলছে। সুমন রেজা ও অধিনায়ক রবসন রবিনহোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক বসুন্ধরা। ম্যাচের ৪০ মিনিটে মাঠ থেকে হঠাৎ করে সবার চোখ তখন চলে গেল গ্যালারির দিকে। এক জোট হয়ে এক দর্শককে পেটাতে দেখা গেল বসুন্ধরা এক দল সমর্থককে।
আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সেই যাত্রায় মারামারিতে বিরতি পড়লেও কিছুক্ষণ বাদে দলবল নিয়ে আবারও হাতাহাতিতে জড়ালেন মার খাওয়া সেই দর্শক। একটা সময় মারামারির উত্তাপ ছড়াল পুরো গ্যালারিতে। পুলিশ শুরুতে থামানোর চেষ্টা করলেও পরে তাদেরকেও দেখা গেল হাতাহাতিতে জড়াতে। প্রথমার্ধের বিরতির সময় স্টেডিয়ামের বাইরেও হাতাহাতি করেছেন ‘দাঙ্গাবাজ’ এই দর্শকেরা।
হাতাহাতিতে জড়ানো দর্শকেরা আদতে কোনো দলের সমর্থক সেটা অবশ্য জানা যায়নি। অথচ লিগ ফুটবলে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দর্শকদের মাঠে প্রবেশের ব্যাপারে কোনো ঘোষণা আসেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কারণে।
গ্যালারির সেই উত্তাপ ছড়িয়েছে মাঠেও। দ্বিতীয়ার্ধের শুরুতেই রবসনকে ফাউল করা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। রেফারি ফাউলের বাঁশি বাজানোর পর রবসনের মাথায় বল মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার অনিক হোসেন। এর আগে ম্যাচের ১৪ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন তিনি।
দশজনের দল নিয়ে দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় বসুন্ধরাকে আর কোনো গোল করতে দেয়নি মোহামেডান, পারেনি নিজেরাও ব্যবধান কমাতে। প্রথমার্ধে পাওয়া ২-০ গোলেই জয় পেয়েছে লিগ চ্যাম্পিয়নরা।
নিজদের মাঠে ১১ মিনিটে প্রথম গোল বসুন্ধরার। মাঝমাঠ থেকে বিপলু আহমেদ বল বাড়ান মো. ইব্রাহিমের কাট ব্যাকে ব্যাকহিল করে সুমন রেজার কাছে বল পৌঁছে দেন মাহাদি ইউসুফ খান। ফাঁকাতেই দাঁড়িয়ে ছিলেন, জোরের সঙ্গে নেওয়া তাঁর ডান পায়ের শট পোস্টে লেগে জালে জড়ালে বসুন্ধরার জার্সিতে প্রথম গোল পান সুমন।
প্রথম গোলের আট মিনিট পরেই ব্যবধান বাড়ান বসুন্ধরা অধিনায়ক রবসন রবিনহো। ১৯ মিনিটে একক নৈপুণ্যে মোহামেডানের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে কোনাকুনি শটে লিগে নিজের ষষ্ঠ গোলটি তুলে নেন রবসন। সাত ম্যাচে ১৮ পয়েন্টে পয়েন্ট টেবিলের শীর্ষে বসুন্ধরা। লিগে দ্বিতীয় হারে ৯ পয়েন্টে টেবিলের ছয়ে মোহামেডান।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২৪ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগে