চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জিততে পারেনি আতলেতিকো মাদ্রিদ। আতলেতিকোর মাঠে এই দুই দল ড্র করেছে ১-১ গোলে। এখন ওল্ড ট্রাফোডে দ্বিতীয় লেগের ওপর নির্ভর করছে দুই দলের ভাগ্য। যারা জিতবে, তারাই যাবে পরের পর্বে।
ঘরের মাঠে এদিন শুরুতেই আক্রমণে যায় আতলেতিকো। গোল পেতেও সময় লাগেনি স্বাগতিকদের। ম্যাচের ৭ মিনিটে ডি-বক্সের বেশ বাইরে থেকে আর লোদির লম্বা করে বাড়ানো বলে দারুণ এক হেড দিয়ে লক্ষ্য ভেদ করেন ম্যাচে দারুণ নৈপুণ্য দেখানো হোয়াও ফেলিক্স। গোল খেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন রোনালদোরা ৷ সুযোগ আসে আতলেতিকোর সামনেও।
ম্যানইউ ডিফেন্ডার রাফায়েল ভারানে ও গোলরক্ষক দাভিদ দি হিয়ার ভুল বোঝাবুঝিতে ব্যবধান বাড়ানোর বেশ ভালো একটি সুযোগ এসেছিল আতলেতিকোর সামনে। কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি তারা। বিরতির আগমুহূর্তে বল পোস্টে না লাগলে লিড বাড়াতে পারত আতলেতিকো।
দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে গুছিয়ে আক্রমণে যায় ম্যানইউ। এ সময় দলে বেশ কিছু পরিবর্তন আনে তারা। যার ফল আসে ম্যাচের ৮০ মিনিটে। বদলি হিসেবে নামা অ্যান্থোনি এলেঙ্গার দারুণ এক ফিনিশিংয়ে ম্যাচে ফেরে ম্যানইউ। এরপর ম্যাচ নিজেদের পক্ষে আনার চেষ্টা করে দুই দলই। শেষ দিকে আতোয়াঁন গ্রিজমানের একটা প্রচেষ্টা প্রতিহত হয় পোস্টে লেগে। তবে কোনো দলই আর কোনো গোলের দেখা পায়নি।
রাতের অন্য ম্যাচে বেনফিকার মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছে আয়াক্স। এই ম্যাচে অবশ্য জেতার সুযোগ ছিল আয়াক্সের। ৭২ মিনিট পর্যন্ত এগিয়েই ছিল তারা। তবে শেষ পর্যন্ত ঘরের মাঠে হার এড়াতে সক্ষম হয় বেনফিকা।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জিততে পারেনি আতলেতিকো মাদ্রিদ। আতলেতিকোর মাঠে এই দুই দল ড্র করেছে ১-১ গোলে। এখন ওল্ড ট্রাফোডে দ্বিতীয় লেগের ওপর নির্ভর করছে দুই দলের ভাগ্য। যারা জিতবে, তারাই যাবে পরের পর্বে।
ঘরের মাঠে এদিন শুরুতেই আক্রমণে যায় আতলেতিকো। গোল পেতেও সময় লাগেনি স্বাগতিকদের। ম্যাচের ৭ মিনিটে ডি-বক্সের বেশ বাইরে থেকে আর লোদির লম্বা করে বাড়ানো বলে দারুণ এক হেড দিয়ে লক্ষ্য ভেদ করেন ম্যাচে দারুণ নৈপুণ্য দেখানো হোয়াও ফেলিক্স। গোল খেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন রোনালদোরা ৷ সুযোগ আসে আতলেতিকোর সামনেও।
ম্যানইউ ডিফেন্ডার রাফায়েল ভারানে ও গোলরক্ষক দাভিদ দি হিয়ার ভুল বোঝাবুঝিতে ব্যবধান বাড়ানোর বেশ ভালো একটি সুযোগ এসেছিল আতলেতিকোর সামনে। কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি তারা। বিরতির আগমুহূর্তে বল পোস্টে না লাগলে লিড বাড়াতে পারত আতলেতিকো।
দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে গুছিয়ে আক্রমণে যায় ম্যানইউ। এ সময় দলে বেশ কিছু পরিবর্তন আনে তারা। যার ফল আসে ম্যাচের ৮০ মিনিটে। বদলি হিসেবে নামা অ্যান্থোনি এলেঙ্গার দারুণ এক ফিনিশিংয়ে ম্যাচে ফেরে ম্যানইউ। এরপর ম্যাচ নিজেদের পক্ষে আনার চেষ্টা করে দুই দলই। শেষ দিকে আতোয়াঁন গ্রিজমানের একটা প্রচেষ্টা প্রতিহত হয় পোস্টে লেগে। তবে কোনো দলই আর কোনো গোলের দেখা পায়নি।
রাতের অন্য ম্যাচে বেনফিকার মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছে আয়াক্স। এই ম্যাচে অবশ্য জেতার সুযোগ ছিল আয়াক্সের। ৭২ মিনিট পর্যন্ত এগিয়েই ছিল তারা। তবে শেষ পর্যন্ত ঘরের মাঠে হার এড়াতে সক্ষম হয় বেনফিকা।
আন্দ্রে রাসেল একটা ব্যাট উপহার দিয়েছিলেন টিম ডেভিডকে। সেই ব্যাট দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো খুন করলেন! গত বছর নভেম্বরের পর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি সংস্করণে ব্যাট করতে নামলেন ডেভিড। পরের ঘটনা উঠে গেছে রেকর্ড বইয়ে। মাত্র ৩৭ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৬ বলে করেছেন ফিফটি। অস্ট্রেলিয়ার হয়ে...
২৮ মিনিট আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
১ ঘণ্টা আগেটানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে...
২ ঘণ্টা আগেশচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
১৫ ঘণ্টা আগে