ক্রীড়া ডেস্ক
বয়স যেন লিওনেল মেসির কাছে শুধুই একটা সংখ্যা। কদিন আগে ৩৮ পেরোনো মেসি ছুটে চলেছেন দুর্বার গতিতে। গোলের পর গোল করে নিত্যনতুন রেকর্ড গড়ছেন আর্জেন্টাইন এই তারকা। তাঁর এমন পারফরম্যান্সে মুগ্ধ ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো।
চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে মেজর লিগ সকারে (এমএলএস) মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি-ন্যাশভিল। এই ম্যাচে মায়ামি জিতেছে ২-১ গোলে। মায়ামির দুটি গোলই করেছেন মেসি। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের কীর্তি গড়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। ম্যাচ শেষে মেসিকে প্রশংসায় ভাসান তাঁর জাতীয় ও বার্সেলোনা দলের সাবেক সতীর্থ মাশচেরানো। ইন্টার মায়ামি কোচ বলেন, ‘সে (মেসি) দারুণভাবে নিজের কাজ করছে। প্রতি তিন দিনে (একটা করে) রেকর্ড ভাঙছে। মেসি আমাদের জন্য আশীর্বাদ। বয়স ৩৮ হলেও মাঠে তার কাজ দেখে সেটা বোঝার উপায় নেই। সে শুধু গোলই করছে না। পুরো দলকে চালাচ্ছে।’
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ইন্টার মায়ামি। ১৭ মিনিটে দুর্দান্ত বাঁ পায়ের ফ্রি-কিকে গোলের খাতা খোলেন মেসি। ন্যাশভিল গোলরক্ষক জো উইলিসের পায়ের পাশ দিয়ে বল জালে ঠেলে দেন তিনি। সব মিলিয়ে ফ্রি-কিকে মেসির গোল হলো ৬৯। দ্বিতীয়ার্ধে দ্রুত সমতায় ফেরে ন্যাশভিল। ৪৯ মিনিটে অ্যান্ডি নাজারের নিখুঁত ক্রসে হেডে গোল করেন হানি মুখতার। ঠিক তার ১৩ মিনিট পর এগিয়ে যায় মায়ামি। ম্যাচের ৬২ মিনিটে ন্যাশভিল গোলরক্ষক উইলিসের ভুল পাসে বল পেয়ে দ্বিতীয় গোলটি করেন মেসি।
২-১ গোলের জয়ে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ২২ ম্যাচে পেয়েছে ৪৩। দুই, তিন ও চারে থাকা সিনসিনাটি, ন্যাশভিল ও কলম্বাসের পয়েন্ট ৪২, ৪১ ও ৪১। পয়েন্ট তালিকার প্রথম চারটা দলই খেলেছে ২২টি করে ম্যাচ।
টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করা মেসির কাছে নতুন কিছু নয়। এর আগে ২০১২ সালে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে লা লিগায় বার্সেলোনার হয়ে টানা ছয় ম্যাচে (মায়োর্কা, রিয়াল জারাগোজা, লেভান্তে, অ্যাথলেটিক বিলবাও, রিয়াল বেতিস, আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে) দুটি করে গোল করেছিলেন। ১৩ বছরের পুরোনো সেই রেকর্ড ছোঁয়ার কাছে এখন মেসি। টিকিউএল স্টেডিয়ামে এমএলএসে বৃহস্পতিবার মুখোমুখি হবে সিনসিনাটি-ইন্টার মায়ামি। ম্যাচটি বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে।
বয়স যেন লিওনেল মেসির কাছে শুধুই একটা সংখ্যা। কদিন আগে ৩৮ পেরোনো মেসি ছুটে চলেছেন দুর্বার গতিতে। গোলের পর গোল করে নিত্যনতুন রেকর্ড গড়ছেন আর্জেন্টাইন এই তারকা। তাঁর এমন পারফরম্যান্সে মুগ্ধ ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো।
চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে মেজর লিগ সকারে (এমএলএস) মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি-ন্যাশভিল। এই ম্যাচে মায়ামি জিতেছে ২-১ গোলে। মায়ামির দুটি গোলই করেছেন মেসি। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের কীর্তি গড়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। ম্যাচ শেষে মেসিকে প্রশংসায় ভাসান তাঁর জাতীয় ও বার্সেলোনা দলের সাবেক সতীর্থ মাশচেরানো। ইন্টার মায়ামি কোচ বলেন, ‘সে (মেসি) দারুণভাবে নিজের কাজ করছে। প্রতি তিন দিনে (একটা করে) রেকর্ড ভাঙছে। মেসি আমাদের জন্য আশীর্বাদ। বয়স ৩৮ হলেও মাঠে তার কাজ দেখে সেটা বোঝার উপায় নেই। সে শুধু গোলই করছে না। পুরো দলকে চালাচ্ছে।’
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ইন্টার মায়ামি। ১৭ মিনিটে দুর্দান্ত বাঁ পায়ের ফ্রি-কিকে গোলের খাতা খোলেন মেসি। ন্যাশভিল গোলরক্ষক জো উইলিসের পায়ের পাশ দিয়ে বল জালে ঠেলে দেন তিনি। সব মিলিয়ে ফ্রি-কিকে মেসির গোল হলো ৬৯। দ্বিতীয়ার্ধে দ্রুত সমতায় ফেরে ন্যাশভিল। ৪৯ মিনিটে অ্যান্ডি নাজারের নিখুঁত ক্রসে হেডে গোল করেন হানি মুখতার। ঠিক তার ১৩ মিনিট পর এগিয়ে যায় মায়ামি। ম্যাচের ৬২ মিনিটে ন্যাশভিল গোলরক্ষক উইলিসের ভুল পাসে বল পেয়ে দ্বিতীয় গোলটি করেন মেসি।
২-১ গোলের জয়ে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ২২ ম্যাচে পেয়েছে ৪৩। দুই, তিন ও চারে থাকা সিনসিনাটি, ন্যাশভিল ও কলম্বাসের পয়েন্ট ৪২, ৪১ ও ৪১। পয়েন্ট তালিকার প্রথম চারটা দলই খেলেছে ২২টি করে ম্যাচ।
টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করা মেসির কাছে নতুন কিছু নয়। এর আগে ২০১২ সালে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে লা লিগায় বার্সেলোনার হয়ে টানা ছয় ম্যাচে (মায়োর্কা, রিয়াল জারাগোজা, লেভান্তে, অ্যাথলেটিক বিলবাও, রিয়াল বেতিস, আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে) দুটি করে গোল করেছিলেন। ১৩ বছরের পুরোনো সেই রেকর্ড ছোঁয়ার কাছে এখন মেসি। টিকিউএল স্টেডিয়ামে এমএলএসে বৃহস্পতিবার মুখোমুখি হবে সিনসিনাটি-ইন্টার মায়ামি। ম্যাচটি বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে।
১৪.৩ ওভারে ২৭ রানে অলআউট—এমন স্কোরকার্ড দেখে কীইবা বলার থাকে! দলের এমন অবস্থায় অধিনায়কই তো সবচেয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান। জ্যামাইকায় গত রাতে ওয়েস্ট ইন্ডিজের এমন হতশ্রী ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে ক্ষোভ ঝেরেছেন দলটির অধিনায়ক রস্টন চেজ।
১ ঘণ্টা আগেওয়াসিম জাফর আর মাইকেল ভনের মধ্যে যে দারুণ খুনসুটি রয়েছে, সেটা তো সবারই জানা। আর যখন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ চলছে, তখন দুজনে কি চুপ করে থাকতে পারেন? লর্ডসে ভারত-ইংল্যান্ড রোমাঞ্চকর টেস্ট নিয়ে সামাজিক মাধ্যমে দুজনের মধ্যে চলেছে মজার গল্প।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগ জিতে ক্লাব বিশ্বকাপে এসে কী দাপটই না দেখাচ্ছিল পিএসজি। বিশ্বসেরার তকমা পাওয়াটা তখন সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল। সেই উড়ন্ত পিএসজিকে মাটিতে নামাল ইউরোপের তৃতীয় সারির টুর্নামেন্ট কনফারেন্স লিগ জেতা চেলসি। মেটলাইফ স্টেডিয়ামে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পেল ব্লুজরা..
২ ঘণ্টা আগে২০৪ রানের লক্ষ্যে নামা ওয়েস্ট ইন্ডিজের হাতে গতকাল তৃতীয় দিনের আরও দুই সেশন বাকি ছিল। চতুর্থ ও পঞ্চম দিনের হিসেব করলে ২০০-এর বেশি ওভার খেলতে পারত উইন্ডিজ। কিন্তু জ্যামাইকায় গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়ার আগুনে বোলিংয়ে ১৪.৩ বলে ২৭ রানে অলআউট হয়েছে। উইন্ডিজের দ্বিতীয়
৩ ঘণ্টা আগে