রেকর্ড ১৫ বার চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। ফিফা ক্লাব বিশ্বকাপ ৫ বার, সেটিও রেকর্ড। তবে উয়েফা সুপার কাপই একমাত্র অস্বস্তির জায়গা বার্নাব্যুর দলটির; যেখানে একক শ্রেষ্ঠত্ব নেই তাদের। উয়েফা চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন এবং ইউরোপা লিগের চ্যাম্পিয়নের লড়াই—এই সুপার কাপ রিয়াল পাঁচবার জিতলেও সমান পাঁচবার শিরোপা জিতেছে আরও দুই দল—চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও একসময়ের ক্লাব পরাশক্তি এসি মিলান। আজ আতালান্তার বিপক্ষে উয়েফা সুপার কাপের ফাইনাল জিতে কী রিয়াল মাদ্রিদ ছাড়িয়ে যেতে পারবে বার্সা-মিলানকে?
ফুটবলপ্রেমীদের আগ্রহ কিন্তু সেদিকে নয়। আগ্রহ রিয়াল মাদ্রিদের দুই নতুন তারকা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ব্রাজিলের উদীয়মান তারকা এন্দ্রিককে ঘিরে। এবার নতুন মৌসুমে দুই খেলোয়াড়কেই কিনেছে রিয়াল।
জুলাইয়ের মাঝামাঝিতে বার্নাব্যুতে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এমবাপ্পেকে। সেদিন ফরাসি ফরোয়ার্ডকে একনজর দেখার জন্য মাঠে রিয়াল সমর্থকদের ঢল নেমেছিল। হাজারো জনতার মাঝে সেদিন এমবাপ্পে বলেছিলেন, এখানে পা রেখে স্বপ্নপূরণ হয়েছে তাঁর। কেন স্বপ্নপূরণ হয়েছে, সেটা তো সবারই জানা। আশৈশব রিয়ালই যে ছিল ফরাসি ফরোয়ার্ডের স্বপ্নের ক্লাব! তবে তাঁর সত্যিকারের স্বপ্নপূরণের দিন আজ। রিয়ালের জার্সিতে এই প্রথম মাঠে নামতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে।
উয়েফা সুপার কাপে রিয়ালের প্রতিপক্ষ সিরি আর দল আতালান্তা। শক্তি-সামর্থ্যে তাদের বিপক্ষে নিরঙ্কুশ ফেবারিট রিয়াল। যারা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৬ ম্যাচে অপরাজিত। তার ওপর কিলিয়ান এমবাপ্পের মতো তারকা যুক্ত হওয়ায় শক্তি বেড়েছে রিয়ালের। তাঁকে ও এন্দ্রিককে রেখেই এই ম্যাচের দল ঘোষণা করেছে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। শুরুর ম্যাচে নিজেকে উজাড় করে দেবেন এমবাপ্পে—এটাই প্রত্যাশা রিয়াল সমর্থকদের।
এমবাপ্পে ও তাঁর সতীর্থরা ঝলসে উঠলে একটা ইতিহাসও গড়বেন কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের হয়ে জিতবেন ১৪টি শিরোপা। বার্নাব্যুর দলটির হয়ে এত শিরোপা জয়ের রেকর্ড আছে মিগুয়েল মুনোজের। আজ রিয়াল জিতলে তাঁকে ছুঁয়ে ফেলবেন ইতালিয়ান আনচেলত্তি।
রেকর্ড ১৫ বার চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। ফিফা ক্লাব বিশ্বকাপ ৫ বার, সেটিও রেকর্ড। তবে উয়েফা সুপার কাপই একমাত্র অস্বস্তির জায়গা বার্নাব্যুর দলটির; যেখানে একক শ্রেষ্ঠত্ব নেই তাদের। উয়েফা চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন এবং ইউরোপা লিগের চ্যাম্পিয়নের লড়াই—এই সুপার কাপ রিয়াল পাঁচবার জিতলেও সমান পাঁচবার শিরোপা জিতেছে আরও দুই দল—চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও একসময়ের ক্লাব পরাশক্তি এসি মিলান। আজ আতালান্তার বিপক্ষে উয়েফা সুপার কাপের ফাইনাল জিতে কী রিয়াল মাদ্রিদ ছাড়িয়ে যেতে পারবে বার্সা-মিলানকে?
ফুটবলপ্রেমীদের আগ্রহ কিন্তু সেদিকে নয়। আগ্রহ রিয়াল মাদ্রিদের দুই নতুন তারকা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ব্রাজিলের উদীয়মান তারকা এন্দ্রিককে ঘিরে। এবার নতুন মৌসুমে দুই খেলোয়াড়কেই কিনেছে রিয়াল।
জুলাইয়ের মাঝামাঝিতে বার্নাব্যুতে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এমবাপ্পেকে। সেদিন ফরাসি ফরোয়ার্ডকে একনজর দেখার জন্য মাঠে রিয়াল সমর্থকদের ঢল নেমেছিল। হাজারো জনতার মাঝে সেদিন এমবাপ্পে বলেছিলেন, এখানে পা রেখে স্বপ্নপূরণ হয়েছে তাঁর। কেন স্বপ্নপূরণ হয়েছে, সেটা তো সবারই জানা। আশৈশব রিয়ালই যে ছিল ফরাসি ফরোয়ার্ডের স্বপ্নের ক্লাব! তবে তাঁর সত্যিকারের স্বপ্নপূরণের দিন আজ। রিয়ালের জার্সিতে এই প্রথম মাঠে নামতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে।
উয়েফা সুপার কাপে রিয়ালের প্রতিপক্ষ সিরি আর দল আতালান্তা। শক্তি-সামর্থ্যে তাদের বিপক্ষে নিরঙ্কুশ ফেবারিট রিয়াল। যারা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৬ ম্যাচে অপরাজিত। তার ওপর কিলিয়ান এমবাপ্পের মতো তারকা যুক্ত হওয়ায় শক্তি বেড়েছে রিয়ালের। তাঁকে ও এন্দ্রিককে রেখেই এই ম্যাচের দল ঘোষণা করেছে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। শুরুর ম্যাচে নিজেকে উজাড় করে দেবেন এমবাপ্পে—এটাই প্রত্যাশা রিয়াল সমর্থকদের।
এমবাপ্পে ও তাঁর সতীর্থরা ঝলসে উঠলে একটা ইতিহাসও গড়বেন কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের হয়ে জিতবেন ১৪টি শিরোপা। বার্নাব্যুর দলটির হয়ে এত শিরোপা জয়ের রেকর্ড আছে মিগুয়েল মুনোজের। আজ রিয়াল জিতলে তাঁকে ছুঁয়ে ফেলবেন ইতালিয়ান আনচেলত্তি।
শামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
৪ মিনিট আগেমিরপুরের উইকেট নিয়ে ধোঁয়াশা তো নতুন কিছু নয়। ব্যাটারদের ‘বধ্যভূমি’ নামে পরিচিত এই স্টেডিয়ামের উইকেট হঠাৎ করেই ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই বোলাররা ছড়ি ঘোরান এই মাঠে। এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও দেখা যাচ্ছে তেমন কিছুই।
২৯ মিনিট আগেওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
৪৩ মিনিট আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
১ ঘণ্টা আগে