ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
নিজেদের সবশেষ দুই ম্যাচেই রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে বিশাল ব্যবধানে। দুটিই এসেছে লা লিগায়। ৯ নভেম্বর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ৪-০ গোলে হারিয়েছিল ওসাসুনাকে। সেই ধারাবাহিকতা ধরে রেখে গত রাতে লেগানেসের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে রিয়াল। লস ব্লাঙ্কোসদের এবারের জয়টি এসেছে লেগানেসের মাঠ এস্তাদিও মিউনিসিপাল দি বুতার্কু স্টেডিয়ামে। টানা দুই জয়ে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকায় রিয়াল উঠে এসেছে দুই নম্বরে। ১৩ ম্যাচে দলটির এখন পয়েন্ট ৩০। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৪। কাতালানরা (১৪) এক ম্যাচ বেশি খেলেছে রিয়ালের চেয়ে।
লেগানেসের বিপক্ষে রিয়ালের গোল তিনটি করেছেন তিন ফুটবলার। ৪৩ মিনিটে গোলের হালখাতা খোলেন কিলিয়ান এমবাপ্পে। তিনি গোলটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্টে। ৬৬ ও ৮৫ মিনিটে অপর গোল দুটি করেছেন ফেদেরিকো ভালভার্দে ও জুড বেলিংহাম। এমন জয়ে ভিনি-এমবাপ্পেকে প্রশংসায় ভাসিয়েছেন আনচেলত্তি। ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, ‘ভিনি আন্তর্জাতিক ম্যাচ খেলে এসেছে বৃহস্পতিবার। এমবাপ্পে গত দেড় সপ্তাহ ধরে অনুশীলন করছে। সে (এমবাপ্পে) তুলনামূলক বেশি সতেজ ছিল। ভিনির সহায়তায় দুর্দান্ত এক গোল করেছে সে (এমবাপ্পে)। ধাপে ধাপে দুজনই উন্নতি করছে।’
রিয়ালের গত রাতে জয়ের পর ভিনি-এমবাপ্পের প্রসঙ্গ এসেছে বারবার। আনচেলত্তি বলেন, ‘বাঁ প্রান্তে খেলে সে (এমবাপ্পে) অভ্যস্ত। কিন্তু ফরোয়ার্ডদের অবস্থান একটু বদলে দিয়েছি। এমবাপ্পেকে খেলানো হয়েছে উইংয়ে এবং ভেতরে ছিল ভিনিসিয়ুস। প্রথম গোলটা তো ভিনিই বানিয়ে দিয়েছিল এবং এরপর থেকে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছি।’
বার্সেলোনার সমান ১৪ ম্যাচ লা লিগায় খেলতে পারত রিয়াল মাদ্রিদ। ২ নভেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলার কথা ছিল রিয়ালের। তবে ম্যাচটি স্থগিত করা হয়েছিল বন্যার কারণে। এই ম্যাচ জিতলেই লা লিগায় রিয়ালের পয়েন্ট হবে ৩৩। ছন্দে থাকা রিয়াল মাদ্রিদ পরশু রাতে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের মুখোমুখি হবে। লিভারপুলের অ্যানফিল্ডে হবে ম্যাচটি।
চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
নিজেদের সবশেষ দুই ম্যাচেই রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে বিশাল ব্যবধানে। দুটিই এসেছে লা লিগায়। ৯ নভেম্বর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ৪-০ গোলে হারিয়েছিল ওসাসুনাকে। সেই ধারাবাহিকতা ধরে রেখে গত রাতে লেগানেসের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে রিয়াল। লস ব্লাঙ্কোসদের এবারের জয়টি এসেছে লেগানেসের মাঠ এস্তাদিও মিউনিসিপাল দি বুতার্কু স্টেডিয়ামে। টানা দুই জয়ে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকায় রিয়াল উঠে এসেছে দুই নম্বরে। ১৩ ম্যাচে দলটির এখন পয়েন্ট ৩০। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৪। কাতালানরা (১৪) এক ম্যাচ বেশি খেলেছে রিয়ালের চেয়ে।
লেগানেসের বিপক্ষে রিয়ালের গোল তিনটি করেছেন তিন ফুটবলার। ৪৩ মিনিটে গোলের হালখাতা খোলেন কিলিয়ান এমবাপ্পে। তিনি গোলটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্টে। ৬৬ ও ৮৫ মিনিটে অপর গোল দুটি করেছেন ফেদেরিকো ভালভার্দে ও জুড বেলিংহাম। এমন জয়ে ভিনি-এমবাপ্পেকে প্রশংসায় ভাসিয়েছেন আনচেলত্তি। ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, ‘ভিনি আন্তর্জাতিক ম্যাচ খেলে এসেছে বৃহস্পতিবার। এমবাপ্পে গত দেড় সপ্তাহ ধরে অনুশীলন করছে। সে (এমবাপ্পে) তুলনামূলক বেশি সতেজ ছিল। ভিনির সহায়তায় দুর্দান্ত এক গোল করেছে সে (এমবাপ্পে)। ধাপে ধাপে দুজনই উন্নতি করছে।’
রিয়ালের গত রাতে জয়ের পর ভিনি-এমবাপ্পের প্রসঙ্গ এসেছে বারবার। আনচেলত্তি বলেন, ‘বাঁ প্রান্তে খেলে সে (এমবাপ্পে) অভ্যস্ত। কিন্তু ফরোয়ার্ডদের অবস্থান একটু বদলে দিয়েছি। এমবাপ্পেকে খেলানো হয়েছে উইংয়ে এবং ভেতরে ছিল ভিনিসিয়ুস। প্রথম গোলটা তো ভিনিই বানিয়ে দিয়েছিল এবং এরপর থেকে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছি।’
বার্সেলোনার সমান ১৪ ম্যাচ লা লিগায় খেলতে পারত রিয়াল মাদ্রিদ। ২ নভেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলার কথা ছিল রিয়ালের। তবে ম্যাচটি স্থগিত করা হয়েছিল বন্যার কারণে। এই ম্যাচ জিতলেই লা লিগায় রিয়ালের পয়েন্ট হবে ৩৩। ছন্দে থাকা রিয়াল মাদ্রিদ পরশু রাতে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের মুখোমুখি হবে। লিভারপুলের অ্যানফিল্ডে হবে ম্যাচটি।
পুরো ম্যাচে আক্রমণ করে গেল আল নাসর। কাঙ্ক্ষিত ফল তুলে নিল প্রতিপক্ষ আল ওরাবাহ! সৌদি প্রো লিগে নিজেদের শেষ তিন ম্যাচে দ্বিতীয় হার দেখল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। গতকাল রাতে আল জাউফ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল ওরাবাহর কাছে ২-১ গোলে হেরেছে তারা।
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে তিনটি দল। আরেকটি দল কারা যাবে সে হিসেব মিলবে আজ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। সেমিতে যাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে প্রোটিয়াদের। কাগজ-কলমে তাদের ‘বি’ গ্রুপের আরেকটি দল আফগানিস্তানেরও সুযোগ রয়েছে। নেট রান রেটে প্রোটিয়াদের চেয়ে অনেক পিছিয়ে আফগানরা।
২ ঘণ্টা আগেবৃষ্টির কারণে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে অস্ট্রেলিয়া। ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে নিশ্চিত করেছে অজিরা। সেমিফাইনালে গ্রুপের দ্বিতীয় দল কারা যাচ্ছে, সেটি জানা যাবে আজ। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের সমান ৩ পয়েন্ট করে।
২ ঘণ্টা আগেগ্রিনল্যান্ডের কথা শুনলে প্রথমেই হয়তো বরফের বিষয়টি উঠে আসবে। বছরে ৮-১০ মাস বরফে ঢাকা থাকে এই দেশ। তাই সেখানে নিয়মিত ফুটবল খেলার সুযোগ নেই বলতে গেলে। তবু গ্রিনল্যান্ড স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখাচ্ছেও। ৬ হাজার মাইল পথ পেরিয়ে এই সপ্তাহে ব্রাজিলে একটি ম্যাচ খেলতে যাবে গ্রিনল্যান্ড ফুটবল দল।
৩ ঘণ্টা আগে