চ্যাম্পিয়ন লিগ জিততে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে ম্যানচেস্টার সিটিকে। কেননা আজ সুইজারল্যান্ডের নিওনে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের ড্রয়ে কঠিন প্রতিপক্ষকে পেয়েছে পেপ গার্দিওলার দল।
কোয়ার্টার ফাইনালে লিগের অন্যতম সেরা দল বায়ার্ন মিউনিখকে পেয়েছে ম্যানসিটি। সব দলের শক্তি ও দুর্বলতা মিলিয়ে বলা যায় শেষ আটের সবচেয়ে বড় লড়াইটা হবে এই দুই দলের মধ্যে। জার্মান বাধা পেরোনোর পরেই সেমিফাইনালে আরও বড় বাধা টপকাতে হতে পারে সিটিজেনদের।
সেমিতে প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদ কিংবা চেলসিকে হতে পারে ম্যানসিটি। টুর্নামেন্টের সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন মাদ্রিদ কোয়ার্টারে প্রতিপক্ষ হিসেবে চেলসিকে পেয়েছে।
অন্যদিকে কোয়ার্টারের বাকি চার দলের মধ্যে তিনটি হচ্ছে ইতালির। আর অন্যটি হচ্ছে পর্তুগিজ ক্লাব। ইতালির তিন ক্লাবের মধ্যে শেষ আটে প্রথমবার সুযোগ পাওয়া নাপোলির প্রতিপক্ষ স্বদেশি ক্লাব এসি মিলান। আর ইন্টার মিলানের প্রতিপক্ষ বেনফিকা।
এতে করে ফাইনালের আগেই তিন দলের সেমিফাইনালে দেখা হচ্ছে। ইন্টার ও এসি নিজ নিজ প্রতিপক্ষকে হারাতে পারলে সেমিতে মিলান ডার্বিও হতে পারে। কোয়ার্টারের প্রথম লেগ হবে ১১ ও ১২ এপ্রিল। আর ফিরতি লেগ হবে ১৮ ও ১৯ এপ্রিল।
চ্যাম্পিয়নস লিগের সেমির প্রথম লেগ হবে ৯ ও ১০ মে এবং ফিরতি লেগ ১৬ ও ১৭ মে। আর ১০ জুন তুরস্কের ইস্তানবুলে শ্রেষ্ঠত্বের ফাইনাল হবে।
শেষ আটে কে কার মুখোমুখি
রিয়াল মাদ্রিদ-চেলসি
বায়ার্ন মিউনিখ-ম্যানচেস্টার সিটি
বেনফিকা-ইন্টার মিলান
এসি মিলান-নাপোলি
চ্যাম্পিয়ন লিগ জিততে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে ম্যানচেস্টার সিটিকে। কেননা আজ সুইজারল্যান্ডের নিওনে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের ড্রয়ে কঠিন প্রতিপক্ষকে পেয়েছে পেপ গার্দিওলার দল।
কোয়ার্টার ফাইনালে লিগের অন্যতম সেরা দল বায়ার্ন মিউনিখকে পেয়েছে ম্যানসিটি। সব দলের শক্তি ও দুর্বলতা মিলিয়ে বলা যায় শেষ আটের সবচেয়ে বড় লড়াইটা হবে এই দুই দলের মধ্যে। জার্মান বাধা পেরোনোর পরেই সেমিফাইনালে আরও বড় বাধা টপকাতে হতে পারে সিটিজেনদের।
সেমিতে প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদ কিংবা চেলসিকে হতে পারে ম্যানসিটি। টুর্নামেন্টের সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন মাদ্রিদ কোয়ার্টারে প্রতিপক্ষ হিসেবে চেলসিকে পেয়েছে।
অন্যদিকে কোয়ার্টারের বাকি চার দলের মধ্যে তিনটি হচ্ছে ইতালির। আর অন্যটি হচ্ছে পর্তুগিজ ক্লাব। ইতালির তিন ক্লাবের মধ্যে শেষ আটে প্রথমবার সুযোগ পাওয়া নাপোলির প্রতিপক্ষ স্বদেশি ক্লাব এসি মিলান। আর ইন্টার মিলানের প্রতিপক্ষ বেনফিকা।
এতে করে ফাইনালের আগেই তিন দলের সেমিফাইনালে দেখা হচ্ছে। ইন্টার ও এসি নিজ নিজ প্রতিপক্ষকে হারাতে পারলে সেমিতে মিলান ডার্বিও হতে পারে। কোয়ার্টারের প্রথম লেগ হবে ১১ ও ১২ এপ্রিল। আর ফিরতি লেগ হবে ১৮ ও ১৯ এপ্রিল।
চ্যাম্পিয়নস লিগের সেমির প্রথম লেগ হবে ৯ ও ১০ মে এবং ফিরতি লেগ ১৬ ও ১৭ মে। আর ১০ জুন তুরস্কের ইস্তানবুলে শ্রেষ্ঠত্বের ফাইনাল হবে।
শেষ আটে কে কার মুখোমুখি
রিয়াল মাদ্রিদ-চেলসি
বায়ার্ন মিউনিখ-ম্যানচেস্টার সিটি
বেনফিকা-ইন্টার মিলান
এসি মিলান-নাপোলি
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে জয়ের সমান এক ড্র করেছে ভারত। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে বীরত্বপূর্ণ ড্রয়ের পর দুঃসংবাদ পেতেও সময় লাগেনি ভারতের। সিরিজের শেষ টেস্টে তারকা ব্যাটার ঋষভ পন্তকে পাচ্ছে না ভারত।
২৭ মিনিট আগেফুটবলের কাছাকাছি হলেও ফুটসাল খেলার নিয়ম ও ধরন ভিন্ন । বাংলাদেশে বিচ্ছিন্নভাবে ফুটসালের চর্চা থাকলেও আনুষ্ঠানিক যাত্রা বাফুফে শুরু করল মাত্রই । এ উপলক্ষে গতকাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনও করে তারা।
১ ঘণ্টা আগেঅচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
১৫ ঘণ্টা আগে