ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়ন লিগ জিততে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে ম্যানচেস্টার সিটিকে। কেননা আজ সুইজারল্যান্ডের নিওনে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের ড্রয়ে কঠিন প্রতিপক্ষকে পেয়েছে পেপ গার্দিওলার দল।
কোয়ার্টার ফাইনালে লিগের অন্যতম সেরা দল বায়ার্ন মিউনিখকে পেয়েছে ম্যানসিটি। সব দলের শক্তি ও দুর্বলতা মিলিয়ে বলা যায় শেষ আটের সবচেয়ে বড় লড়াইটা হবে এই দুই দলের মধ্যে। জার্মান বাধা পেরোনোর পরেই সেমিফাইনালে আরও বড় বাধা টপকাতে হতে পারে সিটিজেনদের।
সেমিতে প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদ কিংবা চেলসিকে হতে পারে ম্যানসিটি। টুর্নামেন্টের সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন মাদ্রিদ কোয়ার্টারে প্রতিপক্ষ হিসেবে চেলসিকে পেয়েছে।
অন্যদিকে কোয়ার্টারের বাকি চার দলের মধ্যে তিনটি হচ্ছে ইতালির। আর অন্যটি হচ্ছে পর্তুগিজ ক্লাব। ইতালির তিন ক্লাবের মধ্যে শেষ আটে প্রথমবার সুযোগ পাওয়া নাপোলির প্রতিপক্ষ স্বদেশি ক্লাব এসি মিলান। আর ইন্টার মিলানের প্রতিপক্ষ বেনফিকা।
এতে করে ফাইনালের আগেই তিন দলের সেমিফাইনালে দেখা হচ্ছে। ইন্টার ও এসি নিজ নিজ প্রতিপক্ষকে হারাতে পারলে সেমিতে মিলান ডার্বিও হতে পারে। কোয়ার্টারের প্রথম লেগ হবে ১১ ও ১২ এপ্রিল। আর ফিরতি লেগ হবে ১৮ ও ১৯ এপ্রিল।
চ্যাম্পিয়নস লিগের সেমির প্রথম লেগ হবে ৯ ও ১০ মে এবং ফিরতি লেগ ১৬ ও ১৭ মে। আর ১০ জুন তুরস্কের ইস্তানবুলে শ্রেষ্ঠত্বের ফাইনাল হবে।
শেষ আটে কে কার মুখোমুখি
রিয়াল মাদ্রিদ-চেলসি
বায়ার্ন মিউনিখ-ম্যানচেস্টার সিটি
বেনফিকা-ইন্টার মিলান
এসি মিলান-নাপোলি
চ্যাম্পিয়ন লিগ জিততে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে ম্যানচেস্টার সিটিকে। কেননা আজ সুইজারল্যান্ডের নিওনে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের ড্রয়ে কঠিন প্রতিপক্ষকে পেয়েছে পেপ গার্দিওলার দল।
কোয়ার্টার ফাইনালে লিগের অন্যতম সেরা দল বায়ার্ন মিউনিখকে পেয়েছে ম্যানসিটি। সব দলের শক্তি ও দুর্বলতা মিলিয়ে বলা যায় শেষ আটের সবচেয়ে বড় লড়াইটা হবে এই দুই দলের মধ্যে। জার্মান বাধা পেরোনোর পরেই সেমিফাইনালে আরও বড় বাধা টপকাতে হতে পারে সিটিজেনদের।
সেমিতে প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদ কিংবা চেলসিকে হতে পারে ম্যানসিটি। টুর্নামেন্টের সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন মাদ্রিদ কোয়ার্টারে প্রতিপক্ষ হিসেবে চেলসিকে পেয়েছে।
অন্যদিকে কোয়ার্টারের বাকি চার দলের মধ্যে তিনটি হচ্ছে ইতালির। আর অন্যটি হচ্ছে পর্তুগিজ ক্লাব। ইতালির তিন ক্লাবের মধ্যে শেষ আটে প্রথমবার সুযোগ পাওয়া নাপোলির প্রতিপক্ষ স্বদেশি ক্লাব এসি মিলান। আর ইন্টার মিলানের প্রতিপক্ষ বেনফিকা।
এতে করে ফাইনালের আগেই তিন দলের সেমিফাইনালে দেখা হচ্ছে। ইন্টার ও এসি নিজ নিজ প্রতিপক্ষকে হারাতে পারলে সেমিতে মিলান ডার্বিও হতে পারে। কোয়ার্টারের প্রথম লেগ হবে ১১ ও ১২ এপ্রিল। আর ফিরতি লেগ হবে ১৮ ও ১৯ এপ্রিল।
চ্যাম্পিয়নস লিগের সেমির প্রথম লেগ হবে ৯ ও ১০ মে এবং ফিরতি লেগ ১৬ ও ১৭ মে। আর ১০ জুন তুরস্কের ইস্তানবুলে শ্রেষ্ঠত্বের ফাইনাল হবে।
শেষ আটে কে কার মুখোমুখি
রিয়াল মাদ্রিদ-চেলসি
বায়ার্ন মিউনিখ-ম্যানচেস্টার সিটি
বেনফিকা-ইন্টার মিলান
এসি মিলান-নাপোলি
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
২ ঘণ্টা আগে