Ajker Patrika

আর্জেন্টিনাকে হারাতে আত্মবিশ্বাসী ওচোয়া

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৭: ৫৬
আর্জেন্টিনাকে হারাতে আত্মবিশ্বাসী ওচোয়া

বিশ্বকাপের প্রথম ম্যাচ হেরে সমীকরণ কঠিন করে ফেলেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের জন্য পরের দুই ম্যাচই একরকম বাঁচা-মরার লড়াই। শেষ দুই ম্যাচে জিততেই হবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের, যার প্রথমটি আগামীকাল মেক্সিকোর বিপক্ষে। হারলে বিদায় নিশ্চিত, ড্র করলেও গ্রুপ পর্ব থেকে বিদায়ের মানসিক প্রস্তুতি নিয়ে ফেলতে হবে। 

মেক্সিকোর বিপক্ষে ম্যাচটা সহজ হবে না আর্জেন্টিনার জন্য। এমন ম্যাচে মেসিদের বিপক্ষে বাধার দেওয়াল হয়ে উঠতে পারেন মেক্সিকোর গোলরক্ষক গিলের্মো ওচোয়া। আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অবশ্য মেসিকে নিয়ে বেশ সমীহই ঝরেছে তাঁর কণ্ঠে। একই সঙ্গে ছেড়ে না দেওয়ার কথাও জানিয়ে রেখেছেন। আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে ওচোয়া বলেন, ‘মেসির মধ্যে জাদু আছে, মনে হবে সে কিছুই করছে না, হুট করে সবকিছু আবার বদলে দেবে।’ 

তবে নিজেদের কাজটা যে সহজ হবে না, সেটাও জানেন ওচোয়া। কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে জানিয়ে ওচোয়া বলেন, ‘এটা কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। একদম সহজ হবে না। তবে আমি কখনো বলব না এরা কঠিন, তাই এদের বিপক্ষে খেলতে চাই না। আমি বরং তাদের বিপক্ষে খেলতে চাই এবং তাদের হারাতে চাই।’ 

নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারে আর্জেন্টিনা। মেক্সিকো অবশ্য গোলশূন্য ড্র করে পোল্যান্ডের বিপক্ষে। দুই দলের জন্যই ম্যাচটা তাই টিকে থাকার লড়াই। আর্জেন্টিনার জন্য একটু বেশি। এমন ম্যাচে মেসির দিকে তাকিয়ে থাকবে আলিবিসেলেস্তেরা। ওচোয়া বলেন, ‘মেসি যদি বিশ্বসেরা না-ও হয়, সে সেরাদের একজন। তার বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলার চেয়ে ভালো আর কী হতে পারে।’

আর্জেন্টিনার ভরসা মেসি হলে, মেক্সিকোর ওচোয়া। প্রথম ম্যাচে ভরসার ঝলকও দেখিয়েছেন ৩৭ বছর বয়সী এই গোলরক্ষক। পোল্যান্ডের বিপক্ষে রবার্ট লেভানডফস্কির পেনাল্টি ঠেকিয়ে দেন ওচোয়া। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি ড্র করতে পারলেও আশা টিকে থাকবে মেক্সিকোর। হেরে গেলে পড়তে হবে কঠিন সমীকরণের মারপ্যাঁচে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত