বিশ্বকাপের প্রথম ম্যাচ হেরে সমীকরণ কঠিন করে ফেলেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের জন্য পরের দুই ম্যাচই একরকম বাঁচা-মরার লড়াই। শেষ দুই ম্যাচে জিততেই হবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের, যার প্রথমটি আগামীকাল মেক্সিকোর বিপক্ষে। হারলে বিদায় নিশ্চিত, ড্র করলেও গ্রুপ পর্ব থেকে বিদায়ের মানসিক প্রস্তুতি নিয়ে ফেলতে হবে।
মেক্সিকোর বিপক্ষে ম্যাচটা সহজ হবে না আর্জেন্টিনার জন্য। এমন ম্যাচে মেসিদের বিপক্ষে বাধার দেওয়াল হয়ে উঠতে পারেন মেক্সিকোর গোলরক্ষক গিলের্মো ওচোয়া। আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অবশ্য মেসিকে নিয়ে বেশ সমীহই ঝরেছে তাঁর কণ্ঠে। একই সঙ্গে ছেড়ে না দেওয়ার কথাও জানিয়ে রেখেছেন। আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে ওচোয়া বলেন, ‘মেসির মধ্যে জাদু আছে, মনে হবে সে কিছুই করছে না, হুট করে সবকিছু আবার বদলে দেবে।’
তবে নিজেদের কাজটা যে সহজ হবে না, সেটাও জানেন ওচোয়া। কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে জানিয়ে ওচোয়া বলেন, ‘এটা কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। একদম সহজ হবে না। তবে আমি কখনো বলব না এরা কঠিন, তাই এদের বিপক্ষে খেলতে চাই না। আমি বরং তাদের বিপক্ষে খেলতে চাই এবং তাদের হারাতে চাই।’
নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারে আর্জেন্টিনা। মেক্সিকো অবশ্য গোলশূন্য ড্র করে পোল্যান্ডের বিপক্ষে। দুই দলের জন্যই ম্যাচটা তাই টিকে থাকার লড়াই। আর্জেন্টিনার জন্য একটু বেশি। এমন ম্যাচে মেসির দিকে তাকিয়ে থাকবে আলিবিসেলেস্তেরা। ওচোয়া বলেন, ‘মেসি যদি বিশ্বসেরা না-ও হয়, সে সেরাদের একজন। তার বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলার চেয়ে ভালো আর কী হতে পারে।’
আর্জেন্টিনার ভরসা মেসি হলে, মেক্সিকোর ওচোয়া। প্রথম ম্যাচে ভরসার ঝলকও দেখিয়েছেন ৩৭ বছর বয়সী এই গোলরক্ষক। পোল্যান্ডের বিপক্ষে রবার্ট লেভানডফস্কির পেনাল্টি ঠেকিয়ে দেন ওচোয়া। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি ড্র করতে পারলেও আশা টিকে থাকবে মেক্সিকোর। হেরে গেলে পড়তে হবে কঠিন সমীকরণের মারপ্যাঁচে।
বিশ্বকাপের প্রথম ম্যাচ হেরে সমীকরণ কঠিন করে ফেলেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের জন্য পরের দুই ম্যাচই একরকম বাঁচা-মরার লড়াই। শেষ দুই ম্যাচে জিততেই হবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের, যার প্রথমটি আগামীকাল মেক্সিকোর বিপক্ষে। হারলে বিদায় নিশ্চিত, ড্র করলেও গ্রুপ পর্ব থেকে বিদায়ের মানসিক প্রস্তুতি নিয়ে ফেলতে হবে।
মেক্সিকোর বিপক্ষে ম্যাচটা সহজ হবে না আর্জেন্টিনার জন্য। এমন ম্যাচে মেসিদের বিপক্ষে বাধার দেওয়াল হয়ে উঠতে পারেন মেক্সিকোর গোলরক্ষক গিলের্মো ওচোয়া। আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অবশ্য মেসিকে নিয়ে বেশ সমীহই ঝরেছে তাঁর কণ্ঠে। একই সঙ্গে ছেড়ে না দেওয়ার কথাও জানিয়ে রেখেছেন। আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে ওচোয়া বলেন, ‘মেসির মধ্যে জাদু আছে, মনে হবে সে কিছুই করছে না, হুট করে সবকিছু আবার বদলে দেবে।’
তবে নিজেদের কাজটা যে সহজ হবে না, সেটাও জানেন ওচোয়া। কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে জানিয়ে ওচোয়া বলেন, ‘এটা কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। একদম সহজ হবে না। তবে আমি কখনো বলব না এরা কঠিন, তাই এদের বিপক্ষে খেলতে চাই না। আমি বরং তাদের বিপক্ষে খেলতে চাই এবং তাদের হারাতে চাই।’
নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারে আর্জেন্টিনা। মেক্সিকো অবশ্য গোলশূন্য ড্র করে পোল্যান্ডের বিপক্ষে। দুই দলের জন্যই ম্যাচটা তাই টিকে থাকার লড়াই। আর্জেন্টিনার জন্য একটু বেশি। এমন ম্যাচে মেসির দিকে তাকিয়ে থাকবে আলিবিসেলেস্তেরা। ওচোয়া বলেন, ‘মেসি যদি বিশ্বসেরা না-ও হয়, সে সেরাদের একজন। তার বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলার চেয়ে ভালো আর কী হতে পারে।’
আর্জেন্টিনার ভরসা মেসি হলে, মেক্সিকোর ওচোয়া। প্রথম ম্যাচে ভরসার ঝলকও দেখিয়েছেন ৩৭ বছর বয়সী এই গোলরক্ষক। পোল্যান্ডের বিপক্ষে রবার্ট লেভানডফস্কির পেনাল্টি ঠেকিয়ে দেন ওচোয়া। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি ড্র করতে পারলেও আশা টিকে থাকবে মেক্সিকোর। হেরে গেলে পড়তে হবে কঠিন সমীকরণের মারপ্যাঁচে।
গাস অ্যাটকিনসন বোল্ড হতেই ভারতীয় ক্রিকেট দলের উদযাপন শুরু। ইংল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া মোহাম্মদ সিরাজকে নিয়ে তখন প্রশংসার বাণী শোনাচ্ছেন ধারাভাষ্যকার মাইকেল আথারটন। লন্ডনের ওভালে গতকাল পঞ্চম দিনে ৬ রানের নাটকীয় জয়ে সিরিজ বাঁচিয়েছে ভারত।
৭ মিনিট আগেবয়স মাত্র ১৮ হলেও লামিনে ইয়ামাল তাঁর পায়ের জাদুতে মুগ্ধ করছেন ভক্ত-সমর্থকদের। অল্প বয়সেই গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। বার্সেলোনার ‘ওয়ান্ডারকিড’ নামে পরিচিত এই ফুটবলারকে নিয়ে বানানো হয়েছে একটি দেয়ালচিত্র। সেই দেয়ালচিত্র নষ্ট হতেও অবশ্য বেশি সময় লাগেনি।
৪৪ মিনিট আগেথ্রিলার মুভির গল্পকেও যেন ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট। লন্ডনের ওভালে যে ম্যাচটা এক পর্যায়ে ইংল্যান্ডের দখলেই ছিল, সেখান থেকে নাটকীয়ভাবে ৬ রানের জয় পায় ভারত। ম্যাচ জয়ের পর সামাজিক মাধ্যমে চলছে ভারত বন্দনা।
১ ঘণ্টা আগে২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
১৩ ঘণ্টা আগে