এমন লজ্জাজনক হার বরণ করতে হবে হয়তো কল্পনাতেও ভাবেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২২-২৩ মৌসুমের শুরুতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ব্রাইটনের বিপক্ষে হারের ক্ষত তরতাজা থাকতেই পড়ল নুনের ছিটা। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৪-০ বিধ্বস্ত ম্যানইউ।
প্রথমার্ধেই ওলট-পালট হয়ে যায় রেড ডেভিলরা। ৩৫ মিনিটের মধ্যেই তাদের জালে চার গোল। ভাগ্য ভালো বিরতির পর আর কোনো গোল হজম করতে হয়নি। অথচ কত পরিকল্পনা নিয়ে এবার তারা লিগ শুরু করেছে। আয়াক্স থেকে নিয়ে এসেছে কোচ এরিক টেন হাগকে। ওল্ড ট্রাফোর্ড ছাড়তে চাইলেও ক্রিস্টিয়ানো রোনালদোকে কোথাও যেতে দেয়নি। ব্রেন্টফোর্ড থেকে এনেছে ক্রিস্টিয়ান এরিকসেনকে।
কিন্তু প্রথম দুই ম্যাচে হেরে ইউনাইটেড এখন পয়েন্ট তালিকার সবার তলানিতে। আর প্রিমিয়ার লিগে রেড ডেভিলদের ১০০ বছরের ইতিহাসে টেন হাগ একমাত্র কোচ যিনি প্রথম দুই ম্যাচে হারলেন। ফুটবল বিধাতায় বলতে পারেন, ভবিষ্যতে ডাচ কোচের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে।
অবস্থা এমন যে, ইউনাইটেডকে নিয়ে চারদিকে ট্রলে মেতেছে ফুটবল সমর্থকেরা। সেই ট্রলে টেন হাগের দল না টললেই হলো। এমন হারের পর কীভাবে তাদের মুখবন্ধ করবে ইউনাইটেড! রেড ডেভিলদের খোঁচা দিতে ছাড়ছে না তাদের প্রতিপক্ষ শিবিরও। লিভারপুলের সাবেক স্ট্রাইকার স্ট্যান কলিমোর সামাজিক মাধ্যমে ম্যানইউর মালিকদের ধুয়ে দিয়েছেন। আর টুইটারে তিনি লিখেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড, শান্তিতে ঘুমাও।’
কলিমোরের এই কথা যে ম্যানইউকে ব্যঙ্গ করে, তা কারও বুঝতে বাকি থাকার কথা নয়। কিন্তু টেন হাগের দল কি শান্তিতে ঘুমাতে পারবে? গেলোবার কোনোভাবে ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করেছিল ম্যানইউ। এবার তারা কোথায় গিয়ে ঠেকে তা দেখার বিষয়। এদিকে পরের ম্যাচে রেড ডেভিলরা মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী লিভারপুলের। ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারবে তো তারা?
এমন লজ্জাজনক হার বরণ করতে হবে হয়তো কল্পনাতেও ভাবেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২২-২৩ মৌসুমের শুরুতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ব্রাইটনের বিপক্ষে হারের ক্ষত তরতাজা থাকতেই পড়ল নুনের ছিটা। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৪-০ বিধ্বস্ত ম্যানইউ।
প্রথমার্ধেই ওলট-পালট হয়ে যায় রেড ডেভিলরা। ৩৫ মিনিটের মধ্যেই তাদের জালে চার গোল। ভাগ্য ভালো বিরতির পর আর কোনো গোল হজম করতে হয়নি। অথচ কত পরিকল্পনা নিয়ে এবার তারা লিগ শুরু করেছে। আয়াক্স থেকে নিয়ে এসেছে কোচ এরিক টেন হাগকে। ওল্ড ট্রাফোর্ড ছাড়তে চাইলেও ক্রিস্টিয়ানো রোনালদোকে কোথাও যেতে দেয়নি। ব্রেন্টফোর্ড থেকে এনেছে ক্রিস্টিয়ান এরিকসেনকে।
কিন্তু প্রথম দুই ম্যাচে হেরে ইউনাইটেড এখন পয়েন্ট তালিকার সবার তলানিতে। আর প্রিমিয়ার লিগে রেড ডেভিলদের ১০০ বছরের ইতিহাসে টেন হাগ একমাত্র কোচ যিনি প্রথম দুই ম্যাচে হারলেন। ফুটবল বিধাতায় বলতে পারেন, ভবিষ্যতে ডাচ কোচের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে।
অবস্থা এমন যে, ইউনাইটেডকে নিয়ে চারদিকে ট্রলে মেতেছে ফুটবল সমর্থকেরা। সেই ট্রলে টেন হাগের দল না টললেই হলো। এমন হারের পর কীভাবে তাদের মুখবন্ধ করবে ইউনাইটেড! রেড ডেভিলদের খোঁচা দিতে ছাড়ছে না তাদের প্রতিপক্ষ শিবিরও। লিভারপুলের সাবেক স্ট্রাইকার স্ট্যান কলিমোর সামাজিক মাধ্যমে ম্যানইউর মালিকদের ধুয়ে দিয়েছেন। আর টুইটারে তিনি লিখেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড, শান্তিতে ঘুমাও।’
কলিমোরের এই কথা যে ম্যানইউকে ব্যঙ্গ করে, তা কারও বুঝতে বাকি থাকার কথা নয়। কিন্তু টেন হাগের দল কি শান্তিতে ঘুমাতে পারবে? গেলোবার কোনোভাবে ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করেছিল ম্যানইউ। এবার তারা কোথায় গিয়ে ঠেকে তা দেখার বিষয়। এদিকে পরের ম্যাচে রেড ডেভিলরা মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী লিভারপুলের। ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারবে তো তারা?
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
১ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৪ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৫ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৬ ঘণ্টা আগে