Ajker Patrika

মানের ‘সেঞ্চুরিতে’ শীর্ষ স্থান ধরে রেখেছে লিভারপুল

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৩: ২৪
মানের ‘সেঞ্চুরিতে’ শীর্ষ স্থান ধরে রেখেছে লিভারপুল

লিভারপুলের হয়ে মোহাম্মদ সালাহ আগের ম্যাচে গোলের ‘সেঞ্চুরি’ করেছিলেন। এবার ইংলিশ ক্লাবটির হয়ে গোলের ‘সেঞ্চুরি’ ছুঁয়েছেন সাদিও মানে। আর তাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-০ গোলের দারুণ এক জয় পেয়েছে অল রেডরা। 

শনিবার অ্যানফিল্ডে লিগের পঞ্চম রাউন্ডে প্যালেসের জালে লিভারপুলের হয়ে বাকি ২টি গোল করেন সালাহ ও নাবি কেইটা। এ জয়ের লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে ইয়ুর্গেন ক্লপের দল। এদিন বল দখল ও আক্রমণ দুই জায়গাতেই আধিপত্য দেখিয়েছে লিভারপুল। ম্যাচে মোট ২৫টি শটের ১০টি গোলপোস্টে রাখে তারা। 

তবে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত প্যালেস। লিভারপুল গোলরক্ষকের দৃঢ়তায় সে যাত্রায় আর গোল পাওয়া হয়নি দলটির। এদিন গোলপোস্টে ১২ শটের মাত্র দুটি লক্ষ্যে রাখতে পেরেছিল প্যালেস। 

প্রথমার্ধে গোলের সহজ সুযোগ হাতছাড়া করে লিভারপুল। ম্যাচের ৩৮ মিনিটে গোলবার থেকে পাঁচ গজ দূরে বল পেয়েও জালে জড়াতে পারেননি দিয়োগো জোতা। এমন অবিশ্বাস্য মিসের পাঁচ মিনিট পরই গোলের দেখা পায় অল রেডরা। কর্নারে সালাহর হেডে ঠেকিয়ে দেন প্যালেস গোলরক্ষক গুয়াইতা। তবে বল হাতে জমাতে না পারায় ফিরতি বল থেকে কোনাকুনি শটে গোল করেন মানে। 

লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মানের এটি ১০০তম গোল। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। ৮৯ মিনিটে ইংলিশ ক্লাবটির হয়ে তিন নম্বর গোলটি করেন কেইটা। লিগে পাঁচ ম্যাচে চার জয় আর এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। একটি করে ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও এভারটনের পয়েন্টও সমান ১০ করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত