নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঐতিহ্যবাহী দ্বৈরথ মাঠে গড়ানোর আগে ছিল শিরোপা লড়াইয়ের ঝাঁজ। যদিও মাঠের লড়াইয়ে দেখা যায়নি সেই উত্তাপ। আবাহনী লিমিটেডের কাছে সুযোগ ছিল বটে। কিন্তু ১০ জনের মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় আদায় করতে পারেনি মারুফুল হকের দল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে গোলশূন্য ড্র হয়েছে ঢাকা ডার্বি।
ম্যাচের নবম মিনিটে রাফায়েল অগুস্তো ফ্রি-কিকে সুমন রেজার হেড খুঁজে পায়নি জাল। ১৮ মিনিটে কামরুলের দূরপাল্লার শট পোস্টের অনেকটা ওপর দিয়ে চলে যায়। ২৩ মিনিটে আবাহনী গোলরক্ষক মিতুল মারমার দিকে গ্যালারি থেকে বোতল ছুড়ে মারতে থাকেন মোহামেডান সমর্থকেরা। ৩২ মিনিটে মোহাম্মদ হৃদয়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন শাকিল আহাদ তপু।
৪২ মিনিটে আবাহনীর এক খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করায় মাহবুব আলমকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি সাইমুন হাসান। ফলে ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান। তাতে আবারও ক্ষুব্ধ হয়ে মাঠের ভেতর স্মোক ফ্লেয়ার ছুড়তে থাকেন সাদা-কালো সমর্থকেরা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে খেলা বন্ধ থাকে প্রায় ১০ মিনিটের মতো। যোগ করা সময়ের ১৩ মিনিটে তপুর ক্রস থেকে এমানুয়েল টনির হেড লক্ষ্যভেদ করতে পারেনি।
বিরতির পর দুই দলই যেন ঝিমিয়ে পড়ে কিছুটা। তবে ৬৬ মিনিটে সহজ গোল হাতছাড়া করে আবাহনী। মেহেদী হাসানের কাছ থেকে বল কেড়ে নিয়ে গোলরক্ষক সুজন হোসেনকে একা পেয়ে যান অগুস্তো। সেই বাধা অবশ্য পেরোতে পারেননি তিনি। ফিরতি বলে সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ ইব্রাহিম। কিন্তু তাঁর লক্ষ্যহীন শট হতাশ করে আকাশি-নীল সমর্থকদের। ৭২ মিনিটে মোহামেডানের মুজাফফরভের শট গোললাইন দিয়ে বাইরে চলে যায়।
শেষ মুহূর্তে মোহামেডানের ওপর চাপ বাড়ায় আবাহনী ৮০ মিনিটে বক্সের ভেতর থেকে সুমন রেজার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সুজন। এরপর টানা অসাধারণ কয়েকটি সেভ দেন তিনি। তাই একজন কম নিয়ে মোহামেডানের ড্র করার পেছনে বড় অবদান রয়েছে তাঁর।
এই ড্রয়ে শিরোপা লড়াইয়ে ব্যবধান একই রয়ে গেল। ১২ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আবাহনী। তিনে থাকা বসুন্ধরা কিংসের (২১) সামনে সুযোগ ছিল ব্যবধান কমানোর। তবে মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। অপর ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ব্রাদার্স ইউনিয়ন জয় পেয়েছে ২-০ গোলে।
ঐতিহ্যবাহী দ্বৈরথ মাঠে গড়ানোর আগে ছিল শিরোপা লড়াইয়ের ঝাঁজ। যদিও মাঠের লড়াইয়ে দেখা যায়নি সেই উত্তাপ। আবাহনী লিমিটেডের কাছে সুযোগ ছিল বটে। কিন্তু ১০ জনের মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় আদায় করতে পারেনি মারুফুল হকের দল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে গোলশূন্য ড্র হয়েছে ঢাকা ডার্বি।
ম্যাচের নবম মিনিটে রাফায়েল অগুস্তো ফ্রি-কিকে সুমন রেজার হেড খুঁজে পায়নি জাল। ১৮ মিনিটে কামরুলের দূরপাল্লার শট পোস্টের অনেকটা ওপর দিয়ে চলে যায়। ২৩ মিনিটে আবাহনী গোলরক্ষক মিতুল মারমার দিকে গ্যালারি থেকে বোতল ছুড়ে মারতে থাকেন মোহামেডান সমর্থকেরা। ৩২ মিনিটে মোহাম্মদ হৃদয়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন শাকিল আহাদ তপু।
৪২ মিনিটে আবাহনীর এক খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করায় মাহবুব আলমকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি সাইমুন হাসান। ফলে ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান। তাতে আবারও ক্ষুব্ধ হয়ে মাঠের ভেতর স্মোক ফ্লেয়ার ছুড়তে থাকেন সাদা-কালো সমর্থকেরা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে খেলা বন্ধ থাকে প্রায় ১০ মিনিটের মতো। যোগ করা সময়ের ১৩ মিনিটে তপুর ক্রস থেকে এমানুয়েল টনির হেড লক্ষ্যভেদ করতে পারেনি।
বিরতির পর দুই দলই যেন ঝিমিয়ে পড়ে কিছুটা। তবে ৬৬ মিনিটে সহজ গোল হাতছাড়া করে আবাহনী। মেহেদী হাসানের কাছ থেকে বল কেড়ে নিয়ে গোলরক্ষক সুজন হোসেনকে একা পেয়ে যান অগুস্তো। সেই বাধা অবশ্য পেরোতে পারেননি তিনি। ফিরতি বলে সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ ইব্রাহিম। কিন্তু তাঁর লক্ষ্যহীন শট হতাশ করে আকাশি-নীল সমর্থকদের। ৭২ মিনিটে মোহামেডানের মুজাফফরভের শট গোললাইন দিয়ে বাইরে চলে যায়।
শেষ মুহূর্তে মোহামেডানের ওপর চাপ বাড়ায় আবাহনী ৮০ মিনিটে বক্সের ভেতর থেকে সুমন রেজার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সুজন। এরপর টানা অসাধারণ কয়েকটি সেভ দেন তিনি। তাই একজন কম নিয়ে মোহামেডানের ড্র করার পেছনে বড় অবদান রয়েছে তাঁর।
এই ড্রয়ে শিরোপা লড়াইয়ে ব্যবধান একই রয়ে গেল। ১২ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আবাহনী। তিনে থাকা বসুন্ধরা কিংসের (২১) সামনে সুযোগ ছিল ব্যবধান কমানোর। তবে মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। অপর ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ব্রাদার্স ইউনিয়ন জয় পেয়েছে ২-০ গোলে।
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
১২ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
১২ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
১৪ ঘণ্টা আগে