Ajker Patrika

রোনালদো কবে অবসর নেবেন, জানালেন তাঁর প্রেমিকা

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ২২: ০০
রোনালদো কবে অবসর নেবেন, জানালেন তাঁর প্রেমিকা

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ, গোলসংখ্যা—দুটি রেকর্ডই ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে রয়েছে এখনো। ক্লাব ফুটবলেও গড়ছেন একের পর এক রেকর্ড। গোল করা তো এক রকম অভ্যাস বানিয়ে ফেলেছেন তিনি। 

রেকর্ডের পর রেকর্ড গড়া রোনালদোর বয়স এ বছর পেরিয়ে গেছে ৩৯ বছর। যতই বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পারফরম্যান্স করে চলুন রোনালদো, কোনো না কোনো সময় তো থামতে হয়ই। তাঁর (রোনালদো) বয়সে অনেকেই পেশাদার ফুটবল থেকে অবসর নেন। কেউবা আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলের কোনো না কোনো একটা ছেড়ে দেন। রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ যেন তেমন কিছুরই (রোনালদোর অবসর) ইঙ্গিত দিলেন। প্যারিস ফ্যাশন উইকের এক অনুষ্ঠানে ‘রোনালদোর নাম ও ৭ নম্বর’ লেখা জার্সি পরে যান রদ্রিগেজ। সেখানে রদ্রিগেজ বলেন, ‘ক্রিস্টিয়ানো আর এক বছর আছেন। তারপর তার শেষ। দুই বছরও হতে পারে। আমি জানি না।’ 

আল নাসরের হয়ে ১৪-১৫ মাসের ক্যারিয়ারেও দুর্দান্ত খেলছেন রোনালদো। সৌদি ক্লাবটির হয়ে ৪৮ ম্যাচে করেছেন ৪২ গোল। ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক ফুটবল মিলে ৫৪ গোল করে গত বছরের সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল তাঁরই। স্পোর্টিং সিপি, জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড—চার ইউরোপীয় ক্লাবে খেলার পর এশিয়ান কন্ডিশনে মানিয়ে নিয়েছেন দ্রুতই। 

২০২৩-২৪ মৌসুমে রোনালদোর সময়টা অবশ্য কাটছে অম্লমধুর। সৌদি প্রো লিগের নতুন মৌসুমে ২০ ম্যাচে করেন ২২ গোল। যা এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল। ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার দুইয়ে আল নাসর। তবে দর্শকদের প্রতি বাজে ইঙ্গিত করায় সৌদি প্রো লিগে এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন। গুনতে হয় বাংলাদেশি ৯ লাখ টাকার মতো জরিমানা। এমনকি চোটে পড়ায় বেশ কিছু ম্যাচ তাঁর খেলাও হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত